ফেইসবুকের যেইসব Group বদলে দিতে পারে আপনার জীবন ধারা। পর্ব – ২

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

ফেইসবুকের যেইসব Group  বদলে দিতে পারে আপনার জীবন ধারা টিউনের আজ ২য় পর্বের টিউনে আপনাদের স্বাগতম।

১ম পর্বের টিউনে আপনাদের ব্যপক সাড়া পাওয়ার কারনে ২য় পর্বের টিউন নিয়ের আপনাদের সামনের আবার হাজির হলাম আশা করি আল্লাহ রহমতে সবাই ভাল আছেন।

জীবনের চলার পথে কথই না স্বপ্ন দেখি, আসলে আমারা স্বপ্ন দেখতেই ভালবাসি আর স্বপ্ন দেখি বলেই হয়তো এখনো বেচে থাকার সাহস ও অনুপ্রেরনা পায়। সেই ২০০১ থেকে স্বপ্ন দেখছি আমি একদিন অনলাইন থেকে উপার্জন করবো। আমার নিজের একটি ছোট অফিস হবে আরো কত কি। আজ আমার সেই স্বপ্ন অনেকটা পূরনের পথে।  আমার জীবনে এই স্বপ্ন কে বাস্তবে রুপ দিতে গিয়ে কত যে বাধা বিপত্তি পেরুতে হয়েছে তার কোন ইয়াত্তা নেই। সব চেয়ে বেশি প্রতারনার শিকার হয়েছি। এর একমাত্র কারন হচ্ছে আমি এই লাইনের জন্য সঠিক কোন গাইড লাইন পাইনি। কোন পথে হাটলে আমি সঠিক ভাবে আমার গন্তব্যে পৌচাতে পারবো তা আমাকে বলে দেওয়ার কেউ ছিল না।

কিন্তু এখন দিন পালটেছে। এখন আর আপনাদেরকে আমার মত পথ হারা পথিকের মত ঘুরতে হবে না। কারন এখন আপনার অনলাইন ক্যারিয়ার গড়তে সহয়তার হাত বাড়িয়ে বসে আছে মহান হৃদইয়ের কিছু বড় ভাই, যারা বাংলাদেশের আউটসোর্সিং, ফ্রিলেন্সিং এবং অনলাইন মার্কেটিংকে বিশ্বর দরবারে অনেক উপরে নিয়ে গিয়েছে। তাদের দেখানো পথে হেটে আজকে অনেই এই সেক্টরে  সফল, ওনারা নিজেরা সফল হয়ে বসে থাকেন নি আমাদের কে সহয়তা করে যাচ্ছে ভিবিন্ন ভাবে। উদার এইসব মানুষদের কাছে আপনি
শিখতে পারবেন অবলিলায়।

আসুন সেইসব মানুষদের ফেইসবুক গ্রুপ এ জয়েন করে আমরা আমাদের জীবন কে সঠিক পথে পরিচালিত করি (শুধু যারা অনলাইনে নিজেকে প্রতিষ্টিত করতে চাই)

জানি না গত পর্বের টিউনের যে সব গ্রুপ নিয়ের আলোচনা করেছিলাম সেইসব গ্রুপ আপনাদের কাজে লেগেছে কিনা। আশা করি অনেকের কাজে লেগেছে, অনেকে আমাকে ফেইসবুকে ইনবক্স করেছে এই ধরনের আরো কয়েকটি গ্রপ নিয়ে আলোচনা করার জন্য, তাই আজো আপনাদের সামনে আরো কয়েকটি কাজের গ্রুপ নিয়ে হাজির হলাম।

  •  প্রথমে যে Group এর কথা বলবো সেটি হচ্ছে এমন একটি গ্রুপ যে GROUP বদলে দিয়েছে বাংলাদেশের হাজারো যুবকের জীবন ধারা, স্বপ্ন দেখতে শিখিয়েছে নিজেকে একজন সফল উদ্যগোক্তা হিসেবে গড়ে তোলার, হাজার হাজার বেকার যুবক আজ স্বমহিমায় সফল, যে যুবুক একসময় বুকে আশা, কাঁদে ব্যাগ নিয়ে চাকরীর আশাই গুরেছে সেই যুবক আজ এই গ্রুপের কল্যানে একজন সফল ব্যবসায়ী, যে কিনা এখন অনেক কে চাকরী  দিচ্ছে। তেমনি একটি গ্রুপ চাকরি খুজব না  চাকরি দেব । এই গ্রুপে সবাই নিজের ব্যবসায়ীক আইডিয়া শেয়ার করে। হইতো এমন কোন এক আইডিয়া বলদে দিতে পারে আপনার জীবন। আর দেরী না করে আজিই জয়েন করে ফেলুন এই গ্রুপে। হয়তো এই গ্রুপেই আছে আপনার সাফল্যের মূল বীজ।
  • চাকরি খুজব না চাকরি দেব
  •  অনলাইনে কাজ করার হাজারো উপায় বা পন্তা আছে। আমরা যারা অনলাইন থেকে ইনকাম করার স্বপ্ন দেখি তারা না জেনে না বুঝে সব সেক্টরে হাত দিয়ে বসে থাকি, অনলাইন আর্নিং বললেই আমরা জাপিয়ে পড়ি একসাথে আর অল্প কয়েক দিন কাজ করে যখন ইনকামের দেখা না পায় তখন হতাশায় ফিরে আসি আর আমাদের এই দূর্বলতাকে পুজি করে অনেকে ফাইদা লুটছে, কিন্তু আর নয়, আপনাদের জন্য এমন একটি গ্রুপ নিয়ে হাজির হচ্ছি যে গ্রুপে জয়েন করে আপনি গড়ে তুলতে পারেন আপনার অনলাইন ক্যারিয়ার। এ গ্রুপের এডমিন যিনি তিনি আপনাকে একেবারে শুরু থেকে সব কিছু হাতে কলমে শিখিয়ে ছাড়বে (যদি আপনার ইচ্ছা  ও ধ্যর্য শক্তি থাকে) গ্রুপটি হচ্ছে ইউটিব এডসেন্স ইনকাম নিয়ে  Tuber Community

কালকে থেকে ছবি দেওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু ছবি কোন ভাবেই আপলোড হচ্ছে না, তাই ছবি দিতে না পারার জন্য দুঃখিত, পরর্বতিতে ছবি সহ আপডেট করে দেওয়া হবে।

 নিজেকে সফলতার উচ্চ শিয়রে দেখতে চাইলে সফল ব্যক্তিদের অনুকরন নয় অনুসরন করুন।বেশি বেশি করে সফল ব্যক্তিদের জীবনী পড়ুন মনে রাখবেন পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে ওনারা সবাই ব্যার্থ হতে হতে সফল হয়েছেন। তাই একবার দুবার ব্যার্থতাকে অক্ষমতা ভাববেন না। জানার ও শেখার চর্চা চালিয়ে যান সফল একদিন হবেনই ইনশ-আল্লাহ।

আজ এই প্রর্যন্ত, পরের টিউনে আরো কিছু  Group নিয়ে হাজির হবো সেই প্রর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ ও ভাল রাখুক। আমিন।

ভাল হোক মন্দ হোক টিউমেন্ট করতে ভুলবেন না

 

আমার আগের টিউন ঃ

বেকারত্ব আর নয় – শুধু ফটোসপে কাজ করে সাবলম্বি হোন।

Ms Excel এ শেয়ার বাজারের পোর্টফলিও মেইন্টেইন করে লাভ লোকসান বের করুন অতি সহজে (ভিডিও টিউটোরিয়াল)।

ফেইসবুক এ আমি 

আমার  YouTube Channel  এ Subscribe  করে রাখতে পারেন(আপনাদের ইচ্ছা)

Level 0

আমি Kazi Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Kazi Reza bai valo likhcen amio Tuber Communityr theke onek kicu sikheci valo lagce bolei Tuber secret Communityte ad hoilam