ফেইসবুকের যেইসব Group বদলে দিতে পারে আপনার জীবন ধারা। পর্ব – ১

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

জীবনের চলার পথে কথই না স্বপ্ন দেখি, আসলে আমারা স্বপ্ন দেখতেই ভালবাসি আর স্বপ্ন দেখি বলেই হয়তো এখনো বেচে থাকার সাহস ও অনুপ্রেরনা পায়। সেই ২০০১ থেকে স্বপ্ন দেখছি আমি একদিন অনলাইন থেকে উপার্জন করবো। আমার নিজের একটি ছোট অফিস হবে আরো কত কি। আজ আমার সেই স্বপ্ন অনেকটা পূরনের পথে।  আমার জীবনে এই স্বপ্ন কে বাস্তবে রুপ দিতে গিয়ে কত যে বাধা বিপত্তি পেরুতে হয়েছে তার কোন ইয়াত্তা নেই। সব চেয়ে বেশি প্রতারনার শিকার হয়েছি। এর একমাত্র কারন হচ্ছে আমি এই লাইনের জন্য সঠিক কোন গাইড লাইন পাইনি। কোন পথে হাটলে আমি সঠিক ভাবে আমার গন্তব্যে পৌচাতে পারবো তা আমাকে বলে দেওয়ার কেউ ছিল না।

কিন্তু এখন দিন পালটেছে। এখন আর আপনাদেরকে আমার মত পথ হারা পথিকের মত ঘুরতে হবে না। কারন এখন আপনার অনলাইন ক্যারিয়ার গড়তে সহয়তার হাত বাড়িয়ে বসে আছে মহান হৃদইয়ের কিছু বড় ভাই, যারা বাংলাদেশের আউটসোর্সিং, ফ্রিলেন্সিং এবং অনলাইন মার্কেটিংকে বিশ্বর দরবারে অনেক উপরে নিয়ে গিয়েছে। তাদের দেখানো পথে হেটে আজকে অনেই এই সেক্টরে  সফল, ওনারা নিজেরা সফল হয়ে বসে থাকেন নি আমাদের কে সহয়তা করে যাচ্ছে ভিবিন্ন ভাবে। উদার এইসব মানুষদের কাছে আপনি
শিখতে পারবেন অবলিলায়।

আসুন সেইসব মানুষদের ফেইসবুক গ্রুপ এ জয়েন করে আমরা আমাদের জীবন কে সঠিক পথে পরিচালিত করি (শুধু যারা অনলাইনে নিজেকে প্রতিষ্টিত করতে চাই)

১। প্রথমে যে Group এর কথা বলবো সেটি হচ্ছে শুধু বাংলাদেশ নয় বিশ্বর নামি দামি যেসব মার্কেটার আছে  তাদের মধ্যে অন্যতম আল-আমিন ভাইয়ের  Amazon Affiliate Bangladesh । আপনি যদি নিজেকে একজন সফল মার্কেটার হিসাবে দেখতে চান এবং Amazon Affiliate এ আপনার ক্যারিয়ার গড়তে চান থাহলে এই একটি গ্রুপ এ আপনার জন্য যতেষ্ট। আল- আমিন ভাইয়ের ব্যাপারে কিছু বলার মত সাহস আমার নেই। তাই আর বিশেষ কিছু লিখলাম না, এই গ্রুপ এ জয়েন করলে আপনি নিজেই জানতে পারবেন সব।

২। অনলাইনে কাজ করতে গেলে আমরা প্রায়ই যে কথাটি শুনি সেটি হচ্ছে  ভাই আমিতো ইংরেজিতে কাচা আমি কি অনলাইনে কাজ করতে পারবো? আসলে আমার জানা মতে ইংরেজী আপনার ভাল জানা না থাকলে এই লাইনে আপনার ভাত নাই, কিন্তু এমন একজন মানুষ আছে যিনি আপনাকে বলবেন ইংরেজীতে কাচা হোন আর পাকা হোন তাতে কিছু যায় আসে না আপনার ইচ্ছা শক্তি থাকলে আপনি পারবেনই আর সে মানুটি হচ্ছেন নিরবে নিভৃতে থাকা আমার খুব প্রিয় মানুষ Zafar Hossain Zafi ভাই আর ওনার গ্রুপ এ থাকা মানে নিজের আত্নবিশ্বাসকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া। Zafar Hossain Zafi ভাইয়ের তৈরি করা Teespring BD গ্রুপ এ জয়েন করলে আপনি ইংরেজী জানেন আর নাই জানেন ওনার দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করলে আপনি সফলতা পাবেনি পাবেন এতে কোন সন্দেহ নাই। তাই দেরি কেন আজি জয়েন করে একটু ঘুরে দাড়ানোর চেষ্টা করুন হয়তো এতদিন আপনি এই গ্রুপেরিই অপেক্ষায় ছিলেন।

Teespring BD

 নিজেকে সফলতার উচ্চ শিয়রে দেখতে চাইলে সফল ব্যক্তিদের অনুকরন নয় অনুসরন করুন।বেশি বেশি করে সফল ব্যক্তিদের জীবনী পড়ুন মনে রাখবেন পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে ওনারা সবাই ব্যার্থ হতে হতে সফল হয়েছেন। তাই একবার দুবার ব্যার্থতাকে অক্ষমতা ভাববেন না। জানার ও শেখার চর্চা চালিয়ে যান সফল একদিন হবেনই ইনশ-আল্লাহ।

আজ এই প্রর্যন্ত, পরের টিউনে আরো কিছু  Group নিয়ে হাজির হবো সেই প্রর্যন্ত আল্লাহ আপনাদেরকে সস্থ ও ভাল রাখুক। আমিন।

ভাল হোক মন্দ হোক টিউমেন্ট করতে ভুলবেন না

আমার আগের টিউন ঃ

 বেকারত্ব আর নয় – শুধু ফটোসপে কাজ করে সাবলম্বি হোন।

ফেইসবুক এ আমি 

আমার  YouTube Channel  এ Subscribe -করে রাখতে পারেন(আপনাদের ইচ্ছা)

Level 0

আমি Kazi Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Onnorokom Akta Post Korlen……..
Valo Laglooooooo……….

    Level 0

    ধন্যবাদ সুন্দর ও প্রথম মন্তব্যের জন্য। সাথে থাকুন।

all new tips tricks help, free net tricks, android apps download group join now>>>https://www.facebook.com/groups/a2zinfo24

tnx. wait for next.

ভালোই হয়েছে

    Level 0

    ধন্যবাদ রাজ ভাই

ভালো মানের পোষ্টের জন্য ধন্যবাদ। ইদানিং মোবাইল এপস ছাড়া ভালো মানের পোষ্ট পাই না। http://www.tutorialbd.net/2016/02/03/best-tutorial-to-increase-your-website-blog-traffic-by-long-tail-keywords/

    Level 0

    মাসুদ ভাই ধন্যবাদ আপনাকে। ঠিক বলেছেন আপনি, আজকাল প্রাণপ্রিয় টেকটিউনস দেখলে মনে হয় মোবাইল আর পিটিসি সাইট।

অনেক ভালো লেখেছেন ভাই।

    Level 0

    ধন্যবাদ সেতু ভাই। আপনাদের অনুপ্রেরণা পেলে টিউন চালিয়ে যাব ইনশাল্লাহ।

শিক্ষক নিবন্ধনের জন্য এই পেজটি লাইক দিয়ে রাখতে পারেন
https://web.facebook.com/ntrcatest/

Level 0

ধন্যবাদ রাজ ভাই

অসাধারণ একটা পোষ্ট,,
এইরকম আরো সুন্দর পোষ্ট আসা করি,,,

    Level 0

    মারুফ ভাই ধন্যবাদ টিউমেন্টের জন্য। আশা করি পাশে থাকবেন।

vahlo ekta tune pelam…erokom aro tune chai vai…..Tahnkyou

Level 0

ধন্যবাদ ভাই। আপনারা পাশে থাকলে ভাল কিছু লিখার সাহস পাব।