কিভাবে ফেসবুক থেকে ডিলিট হওয়া যেকোনো কিছু ফিরিয়ে আনবেন।

প্রথমেই সালাম নিবেন, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আমিও ভালো আছি বলে আমি আপনাদের জন্য নিয়ে এলাম, নতুন একটি ফেসবুক গ্রুপ্স টিউন, আসুন গ্রুপ্স টিউন এর বিস্তারিত জেনে নেইঃ

১ম ধাপঃ
প্রথমেই আপনাকে যেতে হবে আপনার আইডির Settings থেকে General অপশনে গিয়ে ক্লিক করুন।
২য় ধাপঃ
General Settings ওপেন হওয়ার পর। আপনি নিচের দিকে দেখতে পাবেন Download a copy of your Facebook data এতিতে ক্লিক করেন।
৩য় ধাপঃ Download Your Information নামে একটা পেইজ আপনার আসবে, সেইখানে দেখতে পাবেন Start My Archive. তাতে ক্লিক করেলে ফেসবুক সিকিউরিটির জন্য আপনার কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড জানতে চাইবে। সঠিক ভাবে আইডি আর পাসওয়ার্ডটি দিয়ে দিবেন।
৪র্থ ধাপঃ
আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি Submit এ ক্লিক করুন। পরবর্তিতে আপনি একটি Download Link পেয়ে যাবেন। কিচুক্কন পরে (২৪ ঘন্টা সময় লাগতে পারে) আপনার সকল ডাটা আপনার ইমেইলে এর মধ্য পাঠিয়ে দেওয়া হইবে। যে ইমেইলটি আপনি ফেসবুক একটাউন্ট ব্যবহার করেছেন।
৫ম ধাপঃ
এখন আপনি আপনার আপনার Email চেক করে দেখবেন ফেসবুক থেকে একটি ইমেইল আসবে সেখানে আপনাকে ডউনলোড লিংক দেওয়া হবে। তারপর ঐ লিংকে এ ক্লিক করে Download Archive থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিন। এখানে ডাউনলোড করার সময় আপনার পাসওয়ার্ড চাইবে।

ধাপ ০৬
ফাইলটি ডাউনলোড করার পরে আপনি একটা Zip ফাইল দেখতে পাবেন, ফাইলটি মাইসের রাইট বাটন ক্লিক করে Extrace All করে নিয়েন। আনজিপ করার পর আপনার ডিলেট হওয়া (ডাটা)মেসেজ, ভিডিও, ছবি, পক, ফ্রেন্ডলিষ্ট ইত্যাদি আপনি দেখতে পাবেন। ফাইল গুলো অবশ্যই .html ফরমেটে দেওয়া হইবে। যে কোন একটি ফাইলের উপরে ডাবল ক্লিক করলে আপনার পছন্দের ব্রাউজার সিলেক্ট করে ওপেন করে নিবেন।

আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নি, ভালো লাগলে টিউমেন্ট জানাতে ভুলবেন না। কেননা একটি ভালো টিউমেন্টস আরো একটি ভালো টিউন করার অনুপ্রেরণা জাগায়। এবং টিউনটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, নিজে জানুন এবং অন্যকে জানাতে সাহায্য।
এই টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে জ্যাকিবিডিতে। এই রকম আর ও টিপস পেতে ভিজিট করুন জ্যাকিবিডিতে

Level 0

আমি জ্যাকি রিশাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস