নকল দিলওয়ালে! বাংলা ছবির গল্প, হলিউডের দৃশ্য (ভিডিও)

bdlove99.com

ছবি: সংগৃহীত।

নকল কি শুধু বাংলা ছবির পরিচালকরাই করেন? না, হলিউড বলিউডেও নকল হয়। সর্বশেষ সেই অভিযোগে অভিযুক্ত হলেন বলিউডি পরিচালক রোহিত শেট্টি। খবর রটেছে, শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে’ ছবিটি নকল। বক্স অফিসে বাজিমাত করে চলেছে শাহরুখ কাজল অভিনীত ‘দিলওয়ালে’। কিন্তু বাজিমাৎ করা এই ছবিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে হলিউডি ছবির দৃশ্য নকলের। আরও অভিযোগ উঠেছে ২০ বছর আগের পুরনো বাংলা ছবির গল্পের সঙ্গে মিল রয়েছে ছবিটির। জানা যায়, শাবানা-জসিম অভিনীত ‘ভালোবাসার ঘর’ ছবিটির গল্পটিও ‘দিলওয়ালে’ ছবির গল্পের মতোই। দুটি ছবিই দেখেছেন এমন দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান ‘দিলওয়ালে’ আর ‘ভালোবাসার ঘর’ ছবির মধ্যে পার্থক্য শুধু পাত্র-পাত্রী আর প্রযুক্তির প্রয়োগ। এ ছাড়া সবকিছুই একই রকমের। বাংলা ছবির শাবানা-জসিমের জায়গায় হিন্দি ছবিতে রয়েছেন শাহরুখ-কাজল। আর অমিত হাসান পপির জায়গায় আছেন বরুণ ধাওয়ান আর কৃতি শ্যানন। রোহিত শেট্টির এ ছবিটির বিরুদ্ধে হলিউডি ছবি ‘মিশন ইস্পসিবল-২’ আর ‘বেস্ট অফ মি’ ছবির দৃশ্য টুকলিফাই করার অভিযোগও উঠেছে। ‘ভালোবাসার ঘর’ ছবিতে দেখা যায় জসিম অপরাধ জগতের বাসিন্দা। তিনি প্রেমে পড়েন শাবানার। শাবানার সংস্পর্শে এসে ভালো হয়ে যান জসিম। কিন্তু শাবানার বাবা ভুল বুঝিয়ে দু’জনকে আলাদা করে দেয়। কিন্তু তারা দুজনই সিদ্ধান্ত নেয় আর কোনদিন বিয়ে করবেন না। কিন্তু ভাগ্যের চক্রে ঘুরতে ঘুরতে একসময় দেখা যায়, জসিমের ছোটভাই অমিত হাসান আর শাবানার ছোটবোন পপি একে অপরের প্রেমে পড়ে যান। শাবানা অমিত হাসানকে শর্ত দেয় পপিকে পেতে হলে তাকে শাবানার বাড়িতে ঘরজামাই হয়ে থাকতে হবে।কিন্তু তা মেনে নেয় না অমিত। আর এ সময়েই পপি আর অমিত হাসান জেনে যায় শাবানা ও জসিমের পুরনো প্রেমের গল্প।তখন পপি ও অমিত হাসান সিদ্ধান্ত নেয় তারা তাদের বড় ভাই ও বোনকে আবারো এক করবে।সফল হয় তাদের প্ল্যান। শাহরুখ কাজলের ‘দিলওয়ালে’তেও একই গল্প প্রতিফলিত হয় বলে জানা গেছে।

ভিডিও: https://youtu.be/FY8yzeVAeks

আমার আগের টিউনসমূহঃ

 মোবাইলের IMEI (স্বল্প সময়ের জন্য) এবং বিনা খরচে ইনকামিং কল আসা বন্ধ করুন সহজেই

এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় রেজাল্ট দেখুন মাত্র এক ক্লিকেই।অসাধারন একটি অ্যাপ

ওপেরা মিনি দিয়ে ক্রোম, ফায়ার ফক্স ও কম্পিউটার মত নেট চালান

ভিডিও টিউটোরিয়াল বানানো ও ডেস্কটপ স্কিন শর্ট নেবার দুর্দান্ত ফ্রি সফটওয়্যার

কেমন হয় যদি ফোন আসার আপনি বুঝতে পারেন যে আপনার আসতেছে। তাই বন্ধুর মিস কল খান একটা ছোট এপস ব্যবহার করে।

Level 0

আমি নাজমুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হলিউডের ছবি নকল হয়??? মজা নেন মিয়া? বলিউড, টালিউড আর ঢালিউডে হয় নকলের ছড়াছড়ি

খুব ভালো লেগেছে। সময় পেলে ঘুরে আসুন আমার ওয়েবসাইটে: http://www.circularzone.com

এটি একটি প্রযুক্তিগত ওয়েবসাইট। এখানে এই ধরণের টিউন করা মানায় না।

বাংলাদেশের ছবি নকল ভাবাই যায় না ভাই। যাই হোক তবু ও তো বাংলাদেশের একটা সুনাম হল।
king khan

ভাই আপনার আবেগটা বুঝতে পারছি… আমরা হরহামেশাই তামিল ছবির রিমেক বলিউড বা বাংলা ছবি দেখি । আবার হলিউডও অনেক ছবি বলিউড থেকে নেওয়া । এতে ঢাক ঢোল বাজিয়ে কোনো লাভ নেই । এখন আর অরিজিনাল কাহিনী বছরে হাতে গোনা কয়েকটি পাওয়া যায় তা হলিউড, বলিউড আর ঢালিউড যাই হোক । সব জায়গায় ছবির রিমেক হচ্ছে ।