السلام عليكم আসসালামু আলাইকুম।
প্রতিদিনই হাজার হাজার ফেসবুক পেইজ (Facebook page) তৈরি হচ্ছে। ফেসবুক পেইজ কি? এই বিষয় নিয়ে বোধ হয় নতুন করে পরিচয় করিয়ে দেবার দরকার নাই। আপনারা প্রথম আলো, সামু, টেকটিউনস সহ বিভিন্ন ওয়েব সাইট দেখেছেন যেখানে তাদের সাইট কিংবা অন্য কোন ট্যাগে ফেসবুক লিংক যুক্ত থাকে। সেখানে দেখা যায় কত ফ্যানার হয়েছেন কিংবা আপনি লাইক করতে পারবেন। সুতরাং এত পেইজের ভিড়ে আপনার ব্যবসায়িক বা বিনোদনের উদ্দেশ্যে কিভাবে পেইজ/প্রফাইল নিজের ব্লগ/ওয়েব সাইটে সেট করবেন তার কৌশলগুলো নিয়েই এই লেখাটি।
১। প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগ লগইন করুন
২। Appearance হইতে Widget যান।
৩। বাম পাশের প্যান হইতে Face book page plugin নামে উইগেটটি ড্রাগ করে নিয়ে যে কোন উইগেট এরিয়াতে ছেড়ে দিন। যেমনঃ ফুটার উইগেট স্থানে। নিম্নরুপ চিত্র আসবে সেখানে আপনার ফেসবুক ইউআরএল এবং দৈর্ঘ্য/প্রস্থ অনুপাত প্রদান করে ওকে করুন।
ডেমো দেখতে ক্লিক করুন এখানে
বিভিন্ন সংবাদপত্র, ব্লগ সাইটসহ দেখেছেন যে সেইসব সাইটে তাদের ফেসবুক প্রফাইল/পেজ শোভা পাচ্ছে। যেমনঃ টিটিতেও কিন্তু এই সুবিধাটি বিদ্যমান। আপনি ইচ্ছা করলে আপনার সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেস সাইটেও এই সুবিধা যোগ করতে পারবেন। উল্লেখ্য এখানে ২ টি পদ্ধতিতে উক্ত সুবিধা যোগ করা যায় তথারুপঃ কোডিং পদ্ধতি এবং প্লাগিন পদ্ধতি। যেহেতু অনেকেই কোডিং পদ্ধতি করতে গুলিয়ে ফেলবেন তাই প্লাগিন পদ্ধতি শিখাব।
তাহলে নিচের পদ্ধতি গুলো অনুসরন করুন-
১। প্রথমে আপনার সাইট লগইন করুন > ড্যাশবোর্ডে প্রবেশ করুন > Plugins + Add new এ-যান। এখানে face book likes box লিখে সার্চ করলে অনেক প্লাগিন পাওয়া যাবে।
২। face book likes box নামক Plugins টি ইনস্টল এবং সক্রিয় করে নিন। ফলে উইগেট এবং আপনার ড্যাশবোর্ড অপশনে এটি যুক্ত হবে।
৩। ড্যাশবোর্ড অপশনে face book likes নামে একটি বাটন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন। এখানে দুটি অপশন দেখতে পাবেন তথা Parameters নির্বাচন করলে পপআপ হিসাবে শো হবে এবং Sticky নির্বাচন করলে টিটির মত যোগ হবে। সুতরাং যে কোন একটি নির্বাচন করে সাইজ ও সেটিং গুলো ঠিক করে ওকে করুন।
৪। Appearance হইতে Widget যান।
৫। বাম পাশের প্যান হইতে face book likes box নামে উইগেটটি ড্রাগ করে নিয়ে যে কোন উইগেট এরিয়াতে ছেড়ে দিন। যেমনঃ ফুটার উইগেট স্থানে। নিম্নরুপ চিত্র আসবে সেখানে আপনার ফেসবুক ইউআরএল, আইডি এবং দৈর্ঘ্য/প্রস্থ অনুপাত প্রদান করে ওকে করুন।
প্রথমে অাপনার ফেসবুক লগইন করুন > অনুসরন করুন Settings > Page Info > Facebook Page ID (নিচের চিত্রের মত) > Page আইডি পাইলে তা কপি করে যে কোন উইগেট অপশনে গিয়ে পেষ্ট করবেন।
১। আপনার ফেসবুক সাইট লগইন করুন > এবার এই সাইটে প্রবেশ করুন এখানে
২। চিত্রনুযায়ী ফেসবুক পেইজ ইউআরএলের নিচে আপনার প্রফাইল/পেইজ ঠিকানা দিন এবং দৈর্ঘ্য/প্রস্থ অনুপাত প্রদান করে Get Code এ- ক্লিক করুন
৩। ৪ টি ফরম্যাটের কোড পাবেন। উপযুক্ত যে কোন একটি সোর্স কপি করে উইগেটের টেক্সট বক্সের মধ্য পেষ্ট করে দিলেিই হবে।
উপরের দুটি অপশন দেখে হয়ত অনেকের মাথা ব্যাথা শুরু করবে। তবে প্রফেশনাল হিসাবে কিছু শিখতে হলে উপরের গুলো ট্রাই করতে পারেন। তথাপি উপরোক্ত দুটি বিষয় রিজেক্ট করতে চাইলে সহজ পদ্ধতিটি দেখুন।
১। ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করুন
২। Appearance হইতে Widget যান
৩। সেখান হইতে Text Box নিয়ে যে কোন উইগেটে ড্রাগ করুন। এবার Text Box ওপেন করে নিচের কোডগুলো পেষ্ট করলেই হবে। কোড গুলো গুগল ব্লগস্পট পদ্ধতিতে প্রদান করা হয়েছে। সুতরাং নিচের অপশনে গিয়ে কপি করুন ও নির্দেশনা দেখুন।
<iframe src="//www.facebook.com/plugins/likebox.php?locale=bn_IN&href=http%3A%2F%2Fwww.facebook.com/abdullah.infolab&width=236&height=258&show_faces=true&colorscheme=light&stream=false&border_color&header=false" scrolling="no" frameborder="0" style="border:none; overflow:hidden; width:236px; height:258px;" allowtransparency="true"></iframe><br />
আশা করি টিউটোরিয়াল অনুযায়ী আপনি নিজেই আপনার যে কোন সাইটে ফেসবুক লাইক বক্স যুক্ত করতে পারবেন। এমনিতেই প্রথমদিকে বিষয়টি বেশ কঠিন মনে হলেও নিজে বেশ কয়েকবার ট্রাই করলে ইজি হয়ে যাবে। তারপরেও সমস্যা থাকলে আমাকে টিউমেন্ট করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন।
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...