বানিয়ে নিন ফেসবুক এর জন্য 3D কাভার ফটো

হ্যালো, টেকটিউনস আমর টিউন এ সবাইকে স্বাগতম।

টিউন এর নাম দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে টিউন করছি, হ্যাঁ ঠিক ধরেছেন আজকে আমি ফেসবুক এর কাভার ফটো তৈরি করা শেখাব আপনি হয়তো ভাবছেন এ আবার নতুন কি, কিন্তু আমি আজকে একটু আন্য ধরনরে মানে 3D কাভার ফটো তৈরি করা শেখাব।

নীচের ছবিটি দেখুন।

ফেসবুক কাভার ফটো

তাহলে শুরু করা যাক,

3D কাভার ফটো তৈরি করতে ফটোশপ লাগবে যে কোনো ভার্সন আর একটা সাধারন ফটো।

প্রথমে আমার বানানো PSD টেমপ্লেট টি ডাউনলোড করে নিন সেটা আপনার কাজের সময় কমাবে, আপনারা হয়তো জানেন যে ফেসবুক এর কাভার ফটোর সাইজ ৮১৫ x ৩১৫ হয় এই PSD ফাইল টি সেই সাইজ এই আছে চিন্তা করার কোন কারণ নেই।

PSD ফাইল টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এইবার ডাউনলোড করা ফাইল টি ফটোশপ দিয়ে ওপেন করুন।

যে ফটোটি কাভারে সেভে করতে চান সেটাকে ফটোশপ এর ওপেন করুন এডিট করার হলে কোরে নিন আর সাইজ যদি ৮৫১ x ৩১৫ হয় তাহলে ভালো হয় কারণ PSD ফাইল টি ৮৫১ x ৩১৫ সাইজ এর তাহলে আপনার ফটোর কোন অংশেই বাদ যাবে না।

PSD ফাইল টির ডানে বামে সাদা এবং নীচে সবুজ বর্ডার আছে সেগুলোকে সরাবেন না তা নহলে ফটোটি 3D লুক ভালো হবে না।

যে ফটোটি কে একটু আগে ফটোশপ এ খুলেছেন সেটা Ctrl+A চেপে সিলেক্ট করুন এবং কপি করার জন্য Ctrl+C চাপুন এবার PSD টেমপ্লেট টি তে ফিরে যান এবং শেষের লেয়ার টি যার নাম “Add Your Cover Here” সেটা সিলেক্ট কোরে পেস্ট করুন Ctrl+V চেপে।

ফটোটি যদি ঠিক ঠাক অ্যাডজাস্ট না হয় তাহলে মুভ টুল সিলেক্ট কোরে অ্যাডজাস্ট করুন।

এরপর লেয়ের পেনেল এর Template গ্রুপ টি হাইড কোরে দিন এবং Save As.. কোরে JPG ফরম্যাট এ সেভ কোরে নিন।

এই সেভ করা ফতটি আপনার ফেসবুক কাভার এর আপলোড কোরে নিন এবং আপনার ব্রাউজার এর একটা স্ক্রীন শর্ট নিয়েনিন।

এবার এই স্ক্রীনশর্ট টি ফটোশপ এ খুলুন এবং Crop টুল সিলেক্ট কোরে আপনার প্রোফাইল পিকচার সমেত কাভার ফটোটি ক্রপ কোরে নিন।

Crop করা স্ক্রীনশর্ট টি কপি করে কাভার ফটো টেমপ্লেট এ পেস্ট করুন।

এর পরের স্টেপ গুলোর জন্য আপনাকে নীচের ভিডিও টি দেখতে হবে না দেখলে এইভাবে লিখে বোঝানো একটু কষ্টকর অনেকে হয়তো বুঝতেও পারবেন না তাই আমি আপনাদের জন্য এই ভিডিও টি বানিয়েছি একবার দেখেনিন।

ভিডিও টি দেখলে আবশ্যই বুঝতে পারবেন

টিউন টি পড়ার জন্য ধন্যবাদ।

আমার ইউটিউব চ্যানেল, আশা করি একবার ঘুরে আসবেন।

ফেসবুক এ আমি।

Level 0

আমি Chirantan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল লাগল ভাই