বাংলাদেশ এ  শীর্ষস্থান হারিয়েছে ফেসবুক।

এলেক্সা ওয়ার্কিং এ ফেইসবুক এখন চার নাম্বারে।

 

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কি জানেন ফেইসবুকে স্থান এখন কোথায় ? মনে হয় জানেন তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম, বাংলাদেশে বন্ধ থাকা ফেইসবুকের স্থান এখন কত নাম্বারে। তো আসুন জেনে নেই।

 

অ্যালেক্সা নাম কি আপনারা শুনেছেন ? শুনতে নাও পারেন। এই ওয়েব সাইটটি ডেভেলপর দের বেশি প্রয়োজন হয়। এই ওয়েব সাইটের মাধ্যমে জানা যায় ওয়ার্ল্ডে এবং দেশে কত নাম্বার স্থানে আছে। তো এলেক্সা ওর্যাংকিং এ  বাংলাদেশের  শীর্ষস্থান হারিয়ে নিয়েছে  ফেসবুক। নিরাপত্তার কারণে গত ১৮ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর
নির্দেশে বাংলাদেশ এ  ফেসবুক বন্ধ থাকার কারণে  সামাজিক যোগাযোগের  এই ওয়েব সাইটটির অবস্থান এক থেকে চার নাম্বারে এ নেমে গিয়েছে। ১৮  দিন যাবত ফেসবুক বন্ধ থাকলেও  প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে যে শিগগিরই খুলে দেওয়া হবে। তবে কবে কখন খুলে দেওয়া হবে তা স্থগিত করে জানানো হয়নি এখনো পর্যন্ত। বর্তমানে অনেক জন  অবশ্যই বিকল্প প্রক্সি ব্যবহার করে তারা  ফেসবুক ব্যবহার করলেও তার হার আগের তুলনায় শতকরা ১০%  ভাগের নিচে। আর বর্তমানে  বাংলাদেশ এর এক নম্বরে স্থানে রয়েছে গুগল, দুই নম্বর স্থানে রয়েছে গুগল বিডি, তিন নম্বর স্থানে রয়েছে ইউটিউব এবং শীর্ষ স্থান হারিয়ে এখন ফেসবুক চার নম্বরে চলে গিয়েছে। এই তালিকার মধ্য  বাংলাদেশে অনেক দিন যাবত এক নম্বরে ছিল ফেসবুক। ওয়ার্ল্ড ওর্যাংকিংয়ে যথারীতি দুই নম্বরে স্থানে রয়েছে ফেসবুক। ভারতে রয়েছে তিন নম্বরে।

 

টিউন পড়ে অনেকেরই খারাপ লেগেছে। টিউন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।

পরবর্তী টিউন পেতে আমাদের সাথেই থাকুন  ।

এই রকম টিউন সহ প্রযুক্তি বিষয়ক টিপস পেতে ভিজিট করুন জ্যাকিবিডিডট

ধন্যবাদ

Level 0

আমি জ্যাকি রিশাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশে নতুন অনলাইন মার্কেট প্লেস http://www.shopingmol.com

আপনিই তো বললেন টিউন খারাপ হয়েছে, তাহলে শেয়ার কেনো?? 😛
খুব ভালো টিউন্‌ … please browse http://www.bdmovienews.com for latest movie news