শেষে পর্যন্ত জানা গেল বাংলাদেশে ফেসবুক খোলার তারিখ

প্রথমেই আমার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিকভাবে লাল গোলাপের শুভেচ্ছা।

আশা করি ভালো আছেন আসুন জেনে নেই কখন ফেসবুক খুলবে।

ফেসবুক বন্ধ থাকার  নানা করণ থাকলেও সর্বশেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের লেখা পত্রের  পর নতুন একটি পর্যায়ে গেল ফেসবুক খোলার বিষয়টি। সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের পত্র  পাঠানোর একদিন পরেই ফেসবুক কর্তৃপক্ষ ফিরতি পত্রতে বাংলাদেশ সরকারের আহবানে সাড়া দিয়ে আলোচনার আগ্রহ দিয়েছে। আগামী সপ্তাহে বৈঠকে বসার কথা বলেছেন ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক এর কর্তৃপক্ষের এই আগ্রহের পর থেকেই ধারনা করা যাচ্ছে যে  ৬/৭  জানুয়ারীর আলোচনা সফলের উপর নির্ভর করবে ফেসবুক খুলে দেয়ার বিষয়টি। তবে ফেসবুক কর্তৃপক্ষ যেহেতু সাড়া দিয়েছে সারকারের আহব্বানে,তাহলে আমরা বলতে পারি ফেসবুক কর্তৃপক্ষ মেনে নিবে সরকারের দাবি গুলো। আর অন্যান্য সুত্র মোতাবেক এমনই আভাস পাওয়া গেছে। তাই আমরা মনে করতে  পারি ৬/৭ তারিখের পরই খুলে যাবে ফেসবুক। আলোচনার  সম্পর্কে জানতে চাইলে তারানা হালিম বলেন, আমরা মূলত নারীর প্রতি অবমান নার বিষয়টি গুরুত্ব দিয়ে এই  আলোচনার কথা বলেছি। তারা বিষয়টি আমলে নিয়ে আলোচনার
আগ্রহ দেখিয়েছেন বলে জানা যায়। প্রতিমন্ত্রী বলেন, আমি দায়িত্ব নেওয়ার শুরু থেকেই এ বিষয়ে গুলো গুরুত্ব দিয়ে আসছি। প্রথম দিক  থেকেই বিভিন্ন মাধ্যমে ফেসবুকের সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও তারা কোনো সাড়া দেয়নি। কিন্তু এখন  মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানোর পর সাড়া দিল ফেসবুক কর্তৃপক্ষ।

আশা করি এই খবর টা শুনে আপনাদের ভালো লেগেছে।

শেয়ার করে জানিয়ে দিবেন। পরবর্তী টিউন পেতে tectunes এর সাথেই থাকুন

ধন্যবাদ।

 কেন  ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনি  হবেন একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার?

ওয়ার্ডপ্রেস কি এবং কিভাবে ওয়ার্ডপ্রেস সেটাপ দিবেন।

 

Level 0

আমি জ্যাকি রিশাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শিরনাম কি দিলেন আর টিউন কি দিলেন? আর এই নিউজ তো কয়েক দিন আগের । আর তাছারা এটা ফেসবুক খুলার তারিখ?

দুনিয়ার যত বাজে খারাপ কথা আছে সব তোর জন্য !! কি টাইটেল আর কি পোষ্ট !!!!

আমি কিছু বলতে চাই না। lol

অ্যাপ এর কি দরকার, দরকার নেই অ্যানড্রয়েড ফোন এর ও ,ইন্টারনেট সাপোর্ট করে যে কোন মোবাইল দিয়ে ডাউনলোড করুন ইউটিউবের ভিডিও http://www.youtube.ifahs.com/ , কোন সফ্টওয়ার লাগবে না , আর কম্পিউটার হলে তো কোন কথা নেই ডাউনলোড করুন ইউটিউবের ভিডিও ইচ্ছামত । ইউটিউব সাইটে না গিয়ে ও সাইটেই সার্চ দিয়ে ডাউনলোড দেওয়া যাবে ।

পুরণো খবর আজ আলোচনা হচ্ছে…
http://www.kalerkantho.com/online/national/2015/12/06/298627