ফেসবুক খোলা হবে না বলেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারনা হালিম।

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আপনারা সবাই টেকটিউনসের সাথে থাকলে ভালো থাকেন তাই আপনাদের জন্য নিয়ে এলাম ফেসবুকের এক্তি গুরুত্বপুর্ন একটি তথ্য।

ফেসবুক বন্ধ থাকবে এই কথা বলেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ফেসবুক সহ আর ও অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিক্রিয়া মন্ত্রি মহোদয় পর্যন্ত গড়িয়েছে। এই নিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
তারানা হালিমের সাথে কথা বিনিময় হয়েছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর। গত ২৩ নভেম্বর(সোমবার) মন্ত্রিসভায় আলোচনার বাইরে ফেসবুক বন্ধ-চালুর পক্ষে- বিপক্ষে কথা হয় দুই প্রতিমন্ত্রীর। বৈঠক শেষে মন্ত্রিসভার
অনেক সদস্যের সঙ্গে কথা বলে এই তথ্য গুলো জানা যায়। তারা জানান, নসরুল হামিদ বিপুর প্রতিমন্ত্রী তারানা হালিমকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি ফেসবুক বন্ধ করলেন কেন? জবাবে তারানা হালিম বলেছেন, ফেসবুকসহ
অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে নাশকতার মাধ্যমে যদি একটি প্রাণও ঝরে যায় তার দায়িত্ব কি আপনি নেবেন? নসরুল হামিদ বলেন, ‘তার দায়িত্ব রাষ্ট্র নেবে’। উত্তরে তারানা হলিম বলেছেন,
‘আপনি কি রাষ্ট্রেরবাইরের অংশ, আপনিও তো একজন প্রতিমন্ত্রী। এর দায় আপনার ঘাড়েও আসতে পারে।’ এরপর চুপ হয়ে যান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।বিপুকে উদ্দেশ্য করে তারানা হালিম আরও অনেক কথা বলেন, ফেসবুক বন্ধ করা হয়েছে, তাতে
আপনার সমস্যা কী? কিছু খারাপ লোক ফেসবুকের অপব্যবহার করে।এ সূত্র আরও জানায়, মন্ত্রিসভার দুজন সদস্য তাদের মোবাইলে ফেসবুক চালু করা যাচ্ছে, প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি বিটিআরসির নজরে জানালেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রীকে জবাব দিয়েছে বিটিআরসি।গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের
ফাঁসির রায় বহাল রাখে। এরপর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ম্যাসেঞ্জার ও ভাইবারসহ কয়েকটি সামাজিকযোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় সরকার।এতে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে কিছুটা অস্বস্তি পরিলক্ষিত হয়,
সোমবার যার বর্হিপ্রকাশ ঘটে খোদ সরকারের প্রতিমন্ত্রীর মধ্যেও। গত ২২ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরেরপর দেশে এবার বিশৃঙ্খলা
বা নাশকতার ঘটনা ঘটেনি।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় কেউ প্রোপাগান্ডা চালাতে পারেনি বলে সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, যত দিন পর্যন্ত সবাই নিরাপদ
না হচ্ছেন, ততদিন পর্যন্ত খোলা হবে না ফেসবুক।

পরবর্তী টিউন পেতে আমাদের সাথেই থাকুন। আর টিউন টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, নিজে জানুন এবং অন্যকে জানাতে সাহা্য্য করুন।
ধন্যবাদ

Google Adsense থেকে আয় করুন ১০০-১০০০ ডলার!!

Level 0

আমি জ্যাকি রিশাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

হাস্যকর যুক্তি, আমার যুক্তিটি ফেসবুকের পক্ষেও না আবার বিপক্ষেও না।

ফেসবুকের কারণে বছরে কতজন লোক নিহত হচ্ছে…?

প্রতি বছর বাংলাদেশে রোড এক্সিডেন্টে শত শত মানুষ মারা যায় সে জন্যতো করো মাথা ব্যথা নেই।

    Level 2

    আপনার প্রশ্নের উত্তর হলো ফেসবুকের মত সকল রাস্তায় যান চলাচল বন্ধ করে দিতে হবে। সরকারের এটাও করা উচিৎ তাহলে এক্সিডেন্টে একজনও মরবে না।!

Level 2

আপনার প্রশ্নের উত্তর হলো ফেসবুকের মত সকল রাস্তায় যান চলাচল বন্ধ করে দিতে হবে। সরকারের এটাও করা উচিৎ তাহলে এক্সিডেন্টে একজনও মরবে না।!

ফেসবুক না আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর এক সাইট বন্ধ হয়ে গেছে ।

What a কথা! ফেসবুকের মাধ্যমে মানুষ মরে!!:-O দেশের নিরাপত্তা যদিও আগে কিন্তু এই ভাবে? ফেসবুকের জন্যই যদি নিরাপত্তা বিঘ্নিত হত তাহলে তো পৃধিবীতে এতদিন কি হত তা বলাই মুশকিল।দেখি কয়দিন এই অযুহাতে ফেসবুক বন্ধ থাকে।

tarana halim nije facebook calaccen !! caile dekhte paren. Facebook bondho kintu tar page er admin ra facebook e tar photo publish kortece 🙁

sorry
বাংলাদেশ ও বিদেশ এর যে কোন প্রান্ত থেকে ফ্রেক্সিলোড ও বিকাশ এর ব্যবসা করতে পারবেন । বাংলাদেশে সিম ও ফেসবুক এর মাধ্যমে এবং বিদেশে ফেসবুক ও ইয়াহু মেসেন্জারের মা্ধ্যমে ব্যবসা করতে পারবেন । রেজিস্টেন করতে যোগাযোগ করুন 01840789780————————-100%