আপনি কি ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করেন? তাহলে এই টিউনটি আপনার জন্যই

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মহান রাব্বুল আলামীন এর আমি ভালো আছি। যাই হোক অনেক দিন পর ফেসবুক এর মত একটা টিউন নিয়ে আনপাদের সামনে হাজির হলাম। আমার এই টিউনটা কারও ক্ষতি করার জন্য না এবং দেশ বিরোধী না। আমি মনে করি যারা  ইন্টারনেট ব্যবহার করে তাদের সবার তথ্য জানার অধিকার আছে। ফেসবুক বাংলাদেশ থেকে বন্ধ করার কারনে সবাই হয়ত ভিপিএন এবং প্রক্সি ব্যবহার করে এখনও ফেসবুক ব্যবহার করছেন। কিন্তু ভিপিএন কতটা নিরাপদ? আপনাদের জন্য এ টিউন এবং সাথে টর ব্রাউজার এর সেট আপ গাইড।

ভিপিএন বা প্রক্সি ব্যবহারের কুফলঃ
১। ভিপিএন ব্যবহারের ফলে তাদের সার্ভারে আপনার ব্রাউজিং ডাটা জমা হয়ে যাচ্ছে। যেমন- আপনার ইমেল, পাসওয়ার্ড, ব্রাউজিং হিস্ট্রি ইত্যাদি।
২। ভিপিএন ব্যবহারের কারণে হ্যাকারদের পক্ষে আপনার পিসি বা মোবাইলে ঢোকা সহজ হয়ে যায়।
৩। ডিভাইস ক্র্যাশ করে হার্ড ড্রাইভ মেমোরি হারানোর ঘটনাও আছে।

সাবধানতাঃ
১। ফেসবুকে কোড জেনারেটর বা লগিন এপ্রোভাল চালু রাখুন।
২। অপরিচিত কোনো লিংকে ক্লিক করবেন না।
৩। বিশ্বস্ত এবং বহুল প্রচলিত কোনো প্রক্সি বা ভিপিএন ব্যবহার করুন। সম্ভব হলে কোনো পেইড ভিপিএন বা এর ট্রায়াল ভার্শন ব্যবহার করুন।
৪। অতি প্রয়োজনীয় ডাটাগুলোর ব্যাকআপ রাখুন।

সমাধানঃ
১। ভিপিএন না বুঝলে বা চালাতে না চাইলে পিসি থেকে Epic বা Tor ব্রাউজার ব্যবহার করুন।
২। মোবাইল থেকে UC mini ব্রাউজার ব্যবহার করুন।

ডাউনলোড করুন মিডিয়াফায়ার লিঙ্ক ঃ টর ব্রাউজার     ফাইল সাইজঃ 41এমবি

আমি ব্যক্তিগতভাবে টর ব্রাউজার ব্যবহার করি। নিচে টর ব্রাউজারের সেটআপ স্ক্রীনশট এর মাধ্যমে দেখানো হলো

০১। ডাউনলোড করার পর সেট আপদিন এবং ডেস্কটপ বা প্রোগ্রাম যেখানেই খাকুক না কেন ওপেন করুন। অন্যান্য ব্রাউজার যেভাবে ওপেন করেন

Screenshot_1

০২। টর ব্রাউজার তাদের নিজস্ব টর নেটওয়ার্ক এর সাথে কানেক্ট হচ্ছে

Screenshot_2

০৩। টর ব্রাউজার খোলার পর আপনাকে শুভেচ্ছা জানাবে বা তাদের হোম পেজ চলে আসবে

Screenshot_3

০৪।েএবার আপনি আপনার নিজস্ব গন্তব্যস্থল মানেে ওয়েব এড্রস এর ঘরে গিয়ে ফেসবুকের ঠিকানা লিখুন

Screenshot_4

০৫। ফেসবুকের হোম পেজ

Screenshot_5

০৬। আপনার আইডি এবং পাসওয়ার্ড দিন এবং অবশেষে লগ ইন এ ক্লিক করুন

Screenshot_6

০৭। এভাবে পেজ আসতে পারে মানে আপনি কি মোবাইল বার্সন হিসাবে ব্যবহার করতে চান? যদি না চান তলে আমার দেয়া লাল দাগ জায়গায় ক্লিক করুন

Screenshot_7

০৮। ক্লিক করার পর প্রথমে যেই লেখাটা আসছে সেখানে ক্লিক করুন

Screenshot_8

০৯। এরপর দেখেন আপনার আইডি খুলে গেছে

Screenshot_9

সর্বশেষে একটি কথা সবার প্রতি, বারবার লগ আউট দিবেন না। এতে আপনার আইডির ক্ষতি হতে পারে। তবে যিদি কোন ক্ষতি হয় তাহলে এর দায়ভার আমার না্ তা সম্পূন আপনার। প্রথম প্রকাশিত এখানেঃ বিডি টেকনোলজি ট্রিক্স

সবাই ভালো থাকবেন।

Level New

আমি আব্দুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Oi miya tor browser to proxy e babohar kore ! Apni ki seta janen ????

    হমমমম………………. তবে আমি মনে করি ভিপিএন দিয়া ব্রাউজ করলে আপনার আইডেন্টিফাই খুজে বেরা করা সহজ কিন্তু টর ব্রাউজার মানে তাদের কম্পানী কোন তথ্য কাউকে দেয় না। এই জন্য আমি এটাকে ব্যবহার করতে বলছি

ভাই একটা সমাধান চাই আমার নিজের পিসি ছাড়া অন্য পিসি তে ফেস বুক অন করল্‌ মোবাইল এ মেসেজ আসার অপশন আসে, কিন্তু মেসেজ আসে না আমি লগ অন করতে পারি না, কন সমাধান জানা থাকলে জানাবেন ধন্যবাদ

vai ato kicu lage na…….dhorun apni google chrome browser use koren…….just ekta extension use koren…….ai Extension ar nam hosse Browsec. ar problem hole amake call dien……01949105600