বন্ধ হয়ে যাওয়ার পর ফেসবুক চালাতে পারছেন না? VPN Setting, Proxy বাদ দিন। শুধু ব্রাউজারটা ডাউনলোড করুন আর ফেসবুক চালান নিশ্চিন্তে(১০০% গ্যারান্টি)

সরকার ফেসবুক সার্ভার বন্ধ করে দিলেও ফেসবুক ব্যবহার বন্ধ করতে পারে নি। ফেসবুক ব্যবহারে 'নানা মুনির নানা মত' থাকলেও ফলাফল একটাই; ফেসবুকে লগিন। হাজার মতের ভিরে আপনার-আমার মত কিছু সাধারন মানুষ চিরে চ্যাপ্টা হচ্ছি, কিন্তু কোন উপায় বা রাস্তা পাচ্ছি না। তাই আমি আপনাদের আজ বন্ধ হয়ে যাওয়া ফেসবুক ব্যবহারের সবচেয়ে সহজ নিয়ম বা পদ্ধতি সম্পর্কে জানাবো।

আপনাকে কিছুই করতে হবে না শুধু এই ব্রাউজারটা ডাউনলোড করুন।

এর নাম TorBrowser.

এবার ফেসবুক চালান কোন ঝামেলা ছাড়া।

ভুলেও টর ব্রাউজারের ডিফল্ট স্ক্রিন সাইজ চেঞ্জ করবেন না। তাতে আপনার IP Address ব্লক করে দিতে পারে কিছু কিছু ওয়েবসাইট।

শুধু এড ক্লিক করে মাসে ১০,৬৯২ টাকা আয় করতে এবং বিশ্বের সেরা পিটিসি সাইটে স্পেশাল রেজিস্ট্রেশান করতে(Black Friday Special; Surprise Gift For Todays Registry, আজই সেই এবং শেষ দিন) সেই সাথে আজই $500 আয় করে পরের মাস থেকে দিনে ১০ ডলার আয় করার জন্য গাইডলাইন পেতে আমার ব্লগ ঘুরে আসুন । প্রযুক্তি সম্পর্কে আরো অনেক কিছু জানতে এড়িয়ে না গিয়ে শুধু একবার ঘুরেই আসুন আমার ব্লগ । ভালো লাগতে বাধ্য।

 

অনলাইনে আয় সম্পর্কে আমার টিউনগুলো দেখতে এখানে ক্লিক করুন বা এখানে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন ।

 

                                                                 Post Credit: ITHELEARNER.

টিউনটা সংগৃহীত, উপরে টিউন মালিকের স্বত্ব দেখতে পাবেন।

সবাই ভালো থাকবেন, প্রযুক্তি আর টেকটিউনস এর সাথে থাকুন।

ধন্যবাদ

Level 2

আমি হাসিবুর ইসলাম নাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিষাদময় পৃথিবীতে আমি আনন্দ খুঁজে নিই সবকিছু থেকে। আর স্বপ্ন দেখি মহাকাশ ভেদ করে ভালোবাসা ছড়িয়ে দেবার। স্বপ্নচারী আমার স্বপ্নগুলোই বাঁচিয়ে রেখেছে আমাকে। হাত ধরে চলো স্বপ্ন দেখি একসাথে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চলে! কিন্তু অন্নেক সোলো!