অনেক আগে টর ব্যবহার করতাম, অনিওন সার্চ করার জন্য, কিছু বুঝতামনা অনিওন কি, আর অন্ধকার ওয়েব ই বা কি। তারপর আসলাম চীন। এইখানে দেখি ফেইসবুক সহ টুইটার, গুগল মামার সকল সার্ভিস, জিমেইল থেকে শুরু করে ইউটিউব, গুগল মাপ থেকে শুরু করে গুগল প্লাস সব ব্লক করা। মাথা গেল হাং হয়ে। কি উপায় বের করা যায় এইটা ভাবতে ভাবতে পাইলাম বিভিন্ন প্রক্সির খোঁজ। তারমধ্যে কিছু ভাল, কিছু মন্থর, কিছু একদমই বাজে।
মন্থর কিন্তু বিনামূল্যে ব্যবহারযোগ্য এমন কিছু কম্পিউটার প্রক্সি হল ঃ
(১)
http://download.cnet.com/Web-Freer/3000-2356_4-75914070.html
এটি গুগল চরম এর মত ব্যবহার করতে হয়, অটো প্রক্সি কনফিগ করাই থাকে, শুধু ডাউনলোড করেই ফেইসবুকিং শুরু
(২)
http://download.cnet.com/Freegate/3000-2085_4-10415391.html
http://freegate.en.softonic.com/
সফটওয়্যার টির নাম ফ্রি গেট, নামেই বোঝা যায়, এই মামার সকল সার্ভিস ফ্রি
টাকা দিয়ে কেনা দাদাভাই, ন্যানোস্পীড যদি আপনার ইন্টারনেট মন্থর না হয় ঃ
অনেক আছে এমন সার্ভিস, গুগল মামার কাছে শুনে নেন
মোবাইল প্রক্সি ঃ
টাকা দিয়ে যদি প্রক্সি কিনি তাহলে Android কিনছি ক্যারে ?
কয়েকটা ফ্রি প্রক্সির নাম ঃ
মার্কেট এ অনেক পাবেন, কিন্তু আমি এইগুলা ব্যবহার করছি, সার্ভিস ভাল
কিন্তু ঃ কিন্তু আবার কি ?
আপনার মোবাইল এর চার্জ শেষ হবার জন্য এই প্রক্সি দায়ী, আমি না, আর ম্যাক বুক না হলে ল্যাপটপের পাওয়ার প্লাগ আগেই লাগাই রাইখেন।
আমার একটা ওয়েবসাইট আছে মন মেজাজ ভাল থাকলে ঘুরে আসতে পারেন, ধন্যবাদ।
আমি মোস্তাক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I born in Magura, I have completed my undergraduate from University of Dhaka. Now I'm doing MBA at University of Science & Technology Beijing. Facebook: mostakdu WeChat: mostakdu