ভাই ফ্রান্স কে তো সাপোর্ট করলেন এবার নিজের দেশকে সাপোর্ট করুন।(মজার টিউন)

আসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই?আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।আমিও ভালো।আগে বলে রাখি আমার সামনে ২তারিখ থেকে পরীক্ষা আর বেশী টিউন করতে পারব না।এই টিউনি আপনাদের জন্য করলাম মাত্র কারণ ফ্রান্সে তো কেবল ২০০জন মারা গেছে।আর আমাদের বাংলাদেশে যে রানা প্লাজাতে ২০০০+ মানুষ মারা গেসে মার্ক সাহেব কি?আমাদের এই পতাকার রং দেয়ে ফেসবুকে কোন কিছু চালু করেছে?করেনি অবশ্য জনাব,মার্ক জুগারবার্গ এর জন্ম ১৪ মে তে আমারও ১৪মে তে তায় আমি তো বসে থাকতে পাড়ি না।তায় না নিজের দেশের পতাকা হুবুহ না হলেও রং কিন্তু হয়েছে।আমি কেবল মাত্র ৭ম শ্রেণি তে পড়ি।এটা কেও অন্য ভাবে নেবেন না আমার কোন ভুল হলে অবশয় আমাকে জানাবেন।তো চলুন কাজ শুরু করে দেওয়া যাক।তার আগে আমি বলে রাখি ডেয়ার  মার্ক জুগারবার্গ,

আমি হয়তো আপনার ফেসবুকে এই সিস্টেম চালু করতে পারব না কিন্তু আপনি হয়তো জানেন না আমাদের মাথায় প্রচুররররররররররররররররররররররররর বুদ্ধি।আপনারা হয়তো আমার কথা  কিছু  বুঝতে পারছেন।ঠিক ভাই,

এটা Photoshop দিয়ে করা।আপনি এই লেয়ার তা ডাউনলোড করে আপনার ছবিতেও এটা দিতে পারেন।

লেয়ার টা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ডাউনলোড শেষে হয়তো আপনারা করতে পারবেন।

আর আপনার মোবাইলের জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আপনার মোবাইল PNG টা ডাউনলোড করে ইমেজের উপরে দিন।

আমার এই লেখাটি সবার মাঝে শেয়ার করুন।এবং আপনাদের জন্য আমি খুব সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি ইন্টারনেট শেষ হলে ইউটিউবে আপলোড দিবো আমার ইউটিউব চ্যালেনে Subscribe করতে ভুলবেন না কিন্তু।এবং আমার সব টিউন এবং নতুন খবর পেতে আমাদের ফেসবুক ফ্যান পেজে লাইক দিতে ভুলবেন না।

ফেসবুকে আমি

আমার ফেসবুক ফ্যানপেজ

আমার ইউটিউব চ্যালেন ।(For Tutorial And Short Flim)।

ঘুরে আসতে পারেন আমার ব্লগে।(এই টিউন টি পূর্বে আমার ব্লগে প্রকাশিত)

আপনাকে অনেক ধন্যবাদ,

আল্লাহ হাফেজ।

Level New

আমি ওয়াইম্যাক্স সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তোমার টা দেখি আমি একটা বানালাম http://www.mediafire.com/download/7wpbu8f7s51yl7k/Try-BD-Flug+By+Hossian.psd ভাল !

Khobi valo ekta tune ^^ <3 my homeland bangadesh !

Kinto jara phtoshop nea kaj para tader jono eta kora khob easy .
And thanks for sharing this tune ^^

আপনার তো অনেক সুন্দর হয়েছে…এবং আপনার টা অরজিনাল…আমার টা ফ্রান্স স্টাইল…হা হা হা …চাই ছিলাম ওরকম বানাতে কিন্তু ফেসবুকে সবাই দাগ দাগ দিসে তায় আমিও ও রকম দিলাম @ হোছাইন আহম্মদ ভাই

Abdullahel Kafi ভাই আপনাকেও অনেক ধন্যবাদ