ফেসবুকের ভিডিও অটো প্লে হয়, ডাটা শেষ হয়ে যায়, সমাধান এখানে

বর্তমানে ফেসবুকের সবচেয়ে বিরিক্তিকর বেপার হলো, ফেসবুক ভিডিও অটো প্লে হওয়া। আপনি যতবারই কোন পেজ বা ভিডিওর কাছে যাবেন বা মাউস রাখবেন সাথে সাথেই ভিডিও প্লে হতে শুরু করবে। এভাবে একের পর এক ফেসবুক ভিডিও অটো প্লে হয়ে হয়ে যায়। যার ফলে আপনার পকেটের পয়সা খরচ করে কেনা ডাটা আপনার অনুমতি ছাড়াই খরচ হতে থাকে। এর অন্য একটা খারাপ দিক হলো ব্রাউজার সহ পিসি সবাই স্লো হয়ে যায়।  আজ নিয়ে এলাম  কি করে ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধ করবেন। চলূন তাহলে সকল বেপার জেনে নেই।

যেভাবে ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধ করবেন

ডেস্কটপে/ল্যাপটপের ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধ করতে হলে ফেসবুকের সেটিংস থেকে ভিডিও অপশনে যাবেন। এখানে দুটি অপশন পাবেন। দ্বিতীয়টি ভিডিও অটোপ্লে অপশন। এটি ডিফল্ট থাকে। এটি অফ বা অন করতে পারবেন।

অ্যান্ড্রয়েডে তিন লাইন বা হামবার্গার চিহ্নিত সেটিংস মেনুতে যান। সেখানে অ্যাপ সেটিংসে গিয়ে ভিডিও অটো প্লে বন্ধ করে দিতে পারেন।
আইফোনে হ্যামবার্গার বা মোর বাটন থেকে স্ক্রল করে অ্যাকাউন্ট সেটিংসে যান। এখান থেকে ভিডিও অ্যান্ড ফটোজে সিলেক্ট করে এটি বন্ধ করে দিতে পারেন। আইপ্যাডে মেনু থেকে সেটিংসে গিয়ে ভিডিওতে যান এবং সেখান থেকে অটোপ্লে বন্ধ করার অপশন পাবেন।

ক্রোমে অটো প্লে বন্ধ করতে হলে
১. ইউআরএল বারে chrome://chrome/settings/content টাইপ করুন
২. স্ক্রল করে প্লাগ-ইন সেকশন পর্যন্ত আসুন
৩. এখান থেকে Let me choose when to run plugin content নির্বাচন করে দিন

ফায়ারফক্সে অটো প্লে বন্ধ করতে হলে
১. ইউআরএল বারে about:config টাইপ করুন
২. ওয়ার্নিং দেখালে সম্মতি দিন
৩. সার্চ বক্সে ‘autoplay’ লিখুন
৪. এখানে প্রিফারেন্সে media.autoplay.enabled তে ডাবল ক্লিক করতে হবে

ইন্টারনেট এক্সপ্লোরারে অটো প্লে বন্ধ করতে
১. ব্রাউজার উইন্ডো থেকে সেটিংসে যেতে হবে
২. ক্লিক করুন Safety তে
৩. এরপর ActiveX Filtering অপশনে ক্লিক করে ফিল্টারিং চালু করে দিন।

বাকি সকল ব্রাউজারে এসব অপশন খুজে বের করুন। আমি এই তিনটা ব্রাউজার ব্যবহার করি তাই তিনটা দিলাম। আশা করছি আজই ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধ করতে পারবেন। এখন থেকে আর অতিরিক্ত ডাটা খরচ হবে না। ভালো লাগলে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

টিউনটি প্রথম প্রকাশ হয়েছিলো এখানে >>> ফেসবুক ভিডিও

টিউনটি ভালো লাগলে আমার সাইট থেকে একবার ঘুরে আসলে খুব খুশি হবো। লিংক Muktomoncho.com

Level 2

আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা তো ফেসবুক ভিডিও সেটিংস থেকেই সহজে করা যায় !

ভাই এইটা তো ফেসবুক এর সেটিং থেকে সহজেই করা যাবে, তবে শেয়ার করার জন্য ধন্যবাদ,।
চাইলে এখানেও দেখতে পারেন- https://www.youtube.com/watch?v=3QfwvBOh-4Q

Nice post bro………………..

sondor akta post