কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন ! অনেক দিন হলো কোন post করা হয় না।এজন্য সর্বপ্রথম ধন্যবাদ জানায় Tech-tunes Moderators ভাইদের যে তারা আমার Account টা এখনও ব্যান করে দেয় নি।আজ আসলাম একটা মজার আর নতুন Tricks নিয়ে।আমাদের অনেকের মনেই ইচ্ছা জাগে দেখতে যে কেউ আমার প্রোফাইল টা গোপনে দেখছে কি না???আর হয়তো এটার জন্যই আমরা অনেকে আগে Insect element এর সাহায্যে দেখতাম যে কে কে প্রোফাইল দেখেছে।এটা ছিল যেমন কষ্টকর তেমনি বিরক্তিকর।এখন আর কোন ঝামেলাই হবে না কেউ message বা কোন Notification আসলে যেমন Number highlight এটাতেও ঠিক তেমনই হবে। এর জন্য যা দরকার হবে!!!
১/ Google chrome browser না থাকলে download করে নিন এখান থেকে।
২/ একটা add on। সেটা এখানে click করে add করে নিন।এটা সম্পূর্ণ নিরাপদ আপনার Account hack হওয়ার কোন সম্ভাবনা নেই।এর বড় কারন হলো এটা add করার জন্য আপনার আইডি থেকে কোন permission এর দরকার হয় না।যেমন দরকার পড়ে Facebook আইডি কার্ড বানাতে।ওটা একদম অনিরাপদ ওটা থেকে দূরে থাকবেন।যায় আপনারা আমার থেকে আরো ভালো বোঝেন তাই কথা না বাড়িয়ে কাজে যায়।
add on টা add করে facebook এর page টা refresh করে দেখুন ম্যাজিক !দেখবেন Home bottom এর পর visitors নামে একটা নতুন menu এসে গেছে।
প্রমান দেখুন!!!
অনেকের নাকি বুঝতে সমস্যা হচ্ছে তাই ভিডিও দিলাম দেখে নিয়েন আশা করি আর সমস্যা হবে না।
ধন্যবাদ!
আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃকামরুল ইসলাম(কামাল)।নিজের সম্পর্কে অত বলার কিছু আমার নেই। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করচি।এখানে যোগদান করেছি আপনাদের কাছ থেকে কিছু জানতে এবং কিছু জানাতে! http://www.facebook.com/kamrul88.kamal
টিউনের জন্য ধন্যবাদ। খুব ভালো একটা জিনিস দেখালেন। আমার কাজে আসবে 🙂