ফেসবুক এ ভিডিও অটোপ্লে বন্ধ করুন

ফেসবুকের নতুন আপডেট এ ভিডিও প্লে করার জন্য নতুন ফাংশন যোগ করেছে। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফেসবুক ব্রাউজ করলে ফেসবুক এ শেয়ার করা ভিডিও অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। ব্যাপার টা বেশ চমকপ্রদ কিন্তু কারো কারো কাছে বেশ বিরক্তির।

আপনি চাইলে আপনার ফেসবুকের ভিডিও অটোপ্লে বন্ধ করতে পারেন অথবা এনাবল করে রাখতে পারেন-

১. ফেসবুকের সর্ব ডানের কর্নাারের তীর চিহ্ন থেকে Setting অপশন এ যান

২. এরপর বামের তালিকা থেকে Videos বাটন টা সিলেক্ট করুন

৩. অথবা আপনি এখান এ ক্লিক করে সরাসরি Setting এ যেতে পারেন

৪. Auto-Play Videos এর পাশে বাটনে Off সিলেক্ট করুন
On the Desktop

৫. আপনি চাইলে একই পদ্ধতিতে পুনরায় ভিডিও অটোপ্লে অন করতে পারবেন।

৬. এন্ড্রয়েড মোবাইল এ Facebook App এর সেটিং থেকে ভিডিও অটোপ্লে অফ করতে পারবেন।
On Android

আর সাফারি ব্রাউজার সহ কিছু কিছু ব্রাউজারে ভিডিও সেটিং আসছে না বলে অনেকে কম্পে্লইন করেছে তাদের জন্য বলছি ব্রাউজার কেচ ক্লিয়ার করুন। নাহলে অন্য অলটারনেটিভ ব্রাউজার ব্যবহার করে প্রসেস ফলো করুন।

আমি অত্যন্ত সহজভাবে ব্যাপার টা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও কেও বুঝতে না পারলে এখানে টিউমেন্ট করতে পারেন। অথবা এমনে এমনেও টিউমেন্ট করতে পারেন। আপনার একটা টিউমেন্ট আরেকটি ভােলো টিউন্স এর জন্ম দেয়। তাই আপনার নিজের জন্যই ভালো টিউনারদের কে সহায়তা করুন তাদের টিউন এর মান যাঁচাই করতে। যাতে করে তারা ভবিষ্য আপনাদের কে সহযোগিতা করতে অন্য কোন সমাধান নিয়ে এগিয়ে আসে।

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

thanksssssssssssssssss

ভাই আপনাকে অনেক thanks.এই সমস্যা টি নিয়া অনেক দিন যাবত ভুগতে আসি !আর এক টা সমস্যা আসে যদি সমাধান করে দিতে পারেন তাহলে অনেক উপক্রিত হব

সমস্যা টা হলঃFacebook এর ভিডিও প্লে করলে অটো মেটিক Full Sound হোয়ে যায়
একন কি করবো

প্লিস হেল্প করেন