ফেসবুক সব ফ্রেন্ড রিকুয়েস্ট একসাথে একসেপ্ট করুন জাভাস্ক্রিপ্ট দিয়ে আপডেট

 

 

হেল্ল ফ্রেন্ড সবাই কেমন আছেন আশাকরি ভালো, আমি Tofail Bappy 

 

বেশি কথা না বলে কাজের কথাই আসি অনেকই দেখা যায় ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট জমা হয়ে আছে কিন্তু এক্সেপ্ট করতে পারছে না। মানে এক্সেপ্ট করবেন বা কিভাবে ১কিল্কে ১টা এক্সেপ্ট হয়। তাই বিরুক্ত হয়ে আর এক্সেপ্ট করি না।  যেমন আমি। এখন থেকে আর বিরুক্ত হবে না শুধু  Javascript  দিয়ে সব ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট হয়ে যাবে।

কাজশুরু করা যাক,

প্রথমে আপনি আপনার ফেসবুক Log In করুন

তার পর এড্রেস বারে টাইপ করুন Facebook.com/reqs.php না বুজলে নিচে স্ক্রিনশর্ট দেওয়া আছে দেখেন

 

 

ওই এড্রেসে ডুকলে আপনি আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট দেখতে পাবেন।

এবার মূল কাজ যেটা দিয়ে আপনি ফ্রন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট করবেন 

 

ডাওনলোড করে নিন Javascript Txt File  

যেটার ভিতর আমি টেক্সট কড টাইপ করেছি আর আপনাদেরকে দিছি

 

 

ফাইল টা ডাওনলোড করার পর ভিতরে Javascript Code পাবেন সেটা কপি করেন

 

তার পর আপনার ফেসবুকে যান  facebook.com/reqs.php 

 

ফ্রেন্ড রিকুয়েস্ট দেখতে পাবেন। তার পর উপরের বারে যেই javascript code টা কপি করছিলেন সেটা বসান নিচে স্ক্রিনশর্ট দেওয়া হলো

 

 

জ়াভাস্ক্রিপটা বাসানোর পর  javascript:for(i= 1;j<document.getElementsByName("actions[accept]").length;i++){document.getElementsByName("actions[accept]")[i].click();}void(0);

আমি যে কডটা আপনাদেরকে দিছি সেটার ভিতর javascript: লেখা হয়নি মানে কডটার আগে javascript: টাইপ করে এন্টার মারবেন উপরে দেওয়া আছে দেখলে বুজতে পারবেন  

 

 

হয়ে গেলো। আমি যানি না কতটুকও বুজাতে পারছি। তারপরও চেষ্টা করেছি বুজানোর জন্য যদি আমার টিউনা না বুজেন তাহলে টিউমেন্ট করে যানাবেন।

আমার ফেসবুক আইডি

 

ধ্যনবাদ সবাইকে

Level 1

আমি তোফায়েল বাপ্পি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

javascript:for(i= 1;j<document.getElementsByName("actions[accept]").length;i++){document.getElementsByName("actions[accept]")[i].click();}void(0);

শেষ হয়েও শেষ হয়নি টিটি।