আপনার ফেসবুক ঠিকানাকে সবার সাথে শেয়ার করুন খুব সহজে!!

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

ফেসবুক বিষয়ে এটি আমার ১ম টিউন। এমনিতে ফেসবুকে খুব কম সময় দেওয়া হয়, তথাপি নিজে তেমন একট বুঝি না।আজকের টিউনে বিশেষত নতুনদেরকে শিখাবো কিভাবে আপনার ফেবু ঠিকানাকে সহজেই অপরজনের নিকট শেয়ার করবেন।তবে যারা এই বিষয়ে এক্সপার্ট আছেন তারা ইচ্ছা করলে আমার এই টিউন হতে দূরে থাকতে পারেন। এবার কাজের কথাতে আসি-

 

আমরা অনেকেই ফেসবুক ব্যবহর করি। কিন্তু অপরজনের নিকট কিভাবে ফেসবুক ঠিকানাকে ব্যবহার করতে হয় তা জানি না। যেমন: আপনার পরিচিতজন কাউকে বললে সে উত্তর দিবে সুমন কিংবা আসলাম নামে সার্চ কর কিংবা ইমেইল/মোবাইল দ্বারা সার্চ করবি ইত্যাদি। আরে ব্যাটা এটা কি কোন কথা হল। কারন সার্চ করলে যদি ১০০ আসলাম নামে আইডি বাহির হয়, সেখানে কোন কারন বশত আপনার বন্ধুর ছবি না থাকে তাহলে ভেরিফাই করা কষ্ট হয়ে পড়ে কোনটি তার আইডি। অপরদিকে এই কথা সকলেই জানেন যে, ইমেইল/মোবাইল দ্বারা সার্চ করে কাংখিত ফেবু আইডিটি সনাক্ত করা যায়। এখন কথা হল যারা আপনার মিউচুয়াল নন, যেমন টেকটিউনস হইতে কেউ রিকোয়েস্ট করল আপনার ফেসবুক আইডি দেন! এই ক্ষেত্রে আপনি ইমেইল কিংবা মোবাইল দিতে অপরাগতা প্রকাশ করতে পারেন, কারন এইগুলো পাবলিসিটি কিংবা হ্যাক হবার ভয় থাকতে পারে!!

ফেবু ঠিকানাকে সবার সাথে শেয়ার করার উপায়

হ্যা সহজ একটি উপায় হল যখন আপনি আপনার ফেবু ঠিকানাকে অন্য জনের নিকট শেয়ার করবেন তখন অবশ্যই অাপনার ইউজার নেইম বলবেন যেমন: http://www.facebook.com/Abdullah.Infolab এখানে ইউজার নাম হচ্ছে Abdullah.Infolab।

 

আপনি যদি আপনার বন্ধুকে বলেন ফেসবুক ঠিকানা লিখে স্লাশ দিয়ে তার পাশে ইউজার নেইম লিখতে। ব্যস তাহলে সরসরি সেই আইডি ঠিকানাতে ভিজিট করা যাবে ও ভেরিফাই করা যাবে আইডিটি সত্যিই আপনার বন্ধুর। কেননা, এক নামে বহু নাম হতে পারে, কিন্তু ইউজার নাম এক হয়না।অপরদিকে যাদের ইউজার নাম নাই, তারা ইউজর নাম তৈরি করে নিবেন। ফেসবুক পেজের ক্ষেত্রে ইউজার নাম করতে আপনার পেজে কমপক্ষে ১৫টি লাইক থাকতে হবে।

কিভাবে ইউজার নেইম ব্যবহার করবেন?

ক। প্রফাইলের ক্ষেত্রে:

প্রথমে আপনার ফেসবুক লগইন করুন >অনুসরন করুন Setting > General> ডানপাশের User Name  অংশে ক্লিক করুন > পূর্বের লেখাগুলো মুছে পচ্ছন্দনুযায়ী আপনি একটি নাম দিন (যদি নামটি পূর্বে ব্যবহার করা না হয় তাহলে Available দেখাবে) >পরিশেষে Save Changes এ-ক্লিক করুন।

খ। ফ্যানপেজের ক্ষেত্রে:

ফেসবুক প্রফাইল লগইন করুন> একই ব্রাউজার থেকে নতুন একটি ট্যাব নিন ও লিখুন http://facebook.com/username > Pages অপশনের নিচ হইতে আপনার ফেবু পেইজ সিলেক্ট করুন > Facebook Web Address: এ- > অতপর Cheek Availability তে ক্লিক করুন > Confirm এ-ক্লিক করুন > সবকিছু ঠিক থাকলে ওকে/সেইভ করে বাহির হউন। পক্রিয়াটি নিচের চিত্রনুযায়ী-

 

নির্দেশনা:

১। আপনি যেখানেই ইউজার নেম সেট করুন না কেন তা শুধুমাত্র ১ বারই পরিবর্তন করতে পারবেন। সুতরাং একটু ভেবে চিন্তে হাতে সময় নিয়ে কাজটি করবেন।

২। ইউজার নেইম বড় হলে তার মাঝে হাইফেন, স্লাশ, ডট চিহৃ ব্যবহার করতে পারেন (- _ .) যেমন: NabinBangla.BD

৩। নামটি উপভোগ্য করার জন্য আপনি নামের সকল বর্ণকে ছোট হাতের অক্ষরে কিংবা ছোট-বড় অক্ষরে মিশ্রিত করতে পারেন। উপরের ইউজার নেইমটি আমি যেভাবে দেখিয়েছি।

৪। ইউজার নেইম সেট করার সময় আপনার মোবাইল নং ভেরিফিকেশন লাগতে পারে। সুতরাং যে মোবাইল নম্বরটি ব্যবহার করবেন সেটি সেটে অন রাখবেন। অপরদিকে প্রফাইলের ইউজার নেইম সাথে সাথে পাওয়া গেলেও ফেবু পেইজের ইউজার নাম সেট করতে মিনিমাম ১৫ টি লাইক থাকতে হবে তাও লিগ্যাল লাইক, কোন ফেইক নই!!

সার কথা

আশা করি উপরোক্ত বর্ণনানুযায়ী ফেবুর ইউজার নেইম ব্যবহারের গুরুত্বতা সম্পর্কে জানতে পেরেছেন। সুতরাং এখনি ইউজর নেইম সেট করে নিন, বন্ধুমহল সহ বিশেষ প্রয়োজনে আপনার ফেবু আইডিটি শেয়ার করুন সবার সাথে!! আজ এই পর্যন্তই, সবাই ভাল থাকুন।- আল্লাহ্ হাফেয-

বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন-

বাংলা ব্লগ | ফেসবুক  | গুগল প্লাস পেজ |

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইউসারনেম কিভাবে পাবো সেটাইতো বললেন না,, আমি আমার আইডিতে লগিন করলে এড্রেসবারে শুধু আমার আইডি নাম্বার দেখায় কিন্তু ইউসার নেম দেখায় না,, এখন আমি আমার ইউসার নেম কিভাবে পাবো???

    অসংখ্যক ধন্যবাদ আপনাকে একটি জরুরী বিষয় মনে করিয়ে দেবার জন্য। বুঝতে পারছি বোধ হয় আপনার ইউজার নেইম সেট নাই। যাইহোক এবার নিজেই ইউজার নেইম সেট করতে পারবেন এবং টিউনটি আপডেট করে দিয়েছি। সুতরাং টিউনটি পূনরায় দেখতে পারেন।

ami jani tarpor por thanks 4 share

    হ্যা অনেকের জানা থাকবে, অনেকের থাকবেনা এটাই স্বাভাবিক। -ধন্যবাদ।

jader username set nai tara fb.com/username a geye username set korte paren..

আমার ইউজার নেম সেট করা আছে কিন্তু এখন তা পরিবর্তন করতে চাচ্ছিলাম বাট নো ওয়ে। এব্যাপারে কারও কোন টিপস জানা থাকলে শেয়ার করবেন।

    মোঃ রবিউল করিম apnar ki prob dakasse name change korte gele…

      হ্যা ভাই একবার ইউজার নেইম পরিবর্তন করার পর ২য় বার পরিবর্তন করতে গেলে সমস্যা দেখাতেই পারে।

    ফেবু টার্মস অনুযায়ী শুধুমাত্র একবারই পরিবর্তন করা যায়। তারপরেও পরিবর্তন করতে চাইলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার আইডি ভেরিফাই হতে শুরু করে ছবি সকল কিছুই ভেরিফাই করবে। যদি সব কিছু ঠিক থাকে অতপর ফেবুতে রিকোয়েস্ট সাবমিট করলে তারা পরিবর্তন করে দিবে। তবে বিষয়টি অনেকটা ঝামেলা, ভেরিফাই করার কোন সঠিক প্রমাণ না থাকলে ফেবু আপনার আইডি ব্লক করে দিতে পারে।-ধন্যবাদ।

    ***ফেবু টার্মস অনুযায়ী শুধুমাত্র একবারই পরিবর্তন করা যায়। তারপরেও পরিবর্তন করতে চাইলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার আইডি ভেরিফাই হতে শুরু করে ছবি সকল কিছুই ভেরিফাই করবে। যদি সব কিছু ঠিক থাকে অতপর ফেবুতে রিকোয়েস্ট সাবমিট করলে তারা পরিবর্তন করে দিবে। তবে বিষয়টি অনেকটা ঝামেলা, ভেরিফাই করার কোন সঠিক প্রমাণ না থাকলে ফেবু আপনার আইডি ব্লক করে দিতে পারে।-ধন্যবাদ।***