পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে আপনি আপনার ফেসবুক এর নাম সিংঙ্গেল নামে পরিবর্তন করুন শুধু মাত্র একটি এপ্স এর মাধ্যমে

আসসালামুআলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টিউন। টিউনটি মূলত কিভাবে ফেসবুক এর নাম শুধু একটি নামে পরিবর্তন করা যায়। ফেসবুক সাধারণত সিঙ্গেল নাম করার স্বাধীনতা দেয় না। বিভিন্ন proxy ব্যবহার করে করতে হয়।প্রায় অনেকেই Indonesian Proxy ইউজ করে এই কাজটি করে থাকে। অনেক proxy আবার কাজ নাও করতে পারে। সেজন্য নতুন নতুন Proxy গুগল এ চার্জ দিয়ে অনেক খোজাখুজি করে বের করতে হয়। তারপর proxy সেটিং এর জন্য নির্দিষ্ট ব্রাউজার প্রয়োজন হয়। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার   ফেসবুক এর ভাষা পরিবর্তন করে ইন্দোনেশিয়ান ভাষা সিলেক্ট করতে হয়। উফ কি ঝামেলা এতে করে প্রচুর সময় নষ্ট হয়। ব্যাস্ততার দিনে এতো সময় পাব কোথায়। এসব ঝামেলা ধাক্কা মেরে ফেলে দেন পিছনে এবং আমার সাথে চলুন। আমি আপনাদের দেখাব শুধু মাত্র একটি এপ্স ব্যবহার করে কিভাবে খুব সহজেই আপনি আপনার নাম সিংঙ্গেল নামে পরিবর্তন করবেন। আমার টিউনটি মূলত এন্ড্রয়ড ব্যবহার কারিদের জন্য।

তাহলে চলুন কথা না বাড়িয়ে টিউন এ চলে যায়।

প্রথমে আপনার এন্ড্রয়ড মোবাইল দিয়ে এপ্সটি Play Store থেকে ডাউনলোড করে নিন।

Play store থেকে ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

 

ডাউনলোড করা শেষ হলে Install দিয়ে ওপেন করুন। ওপেন করার পর Refresh হবে। এখানে Proxy এবং দেশের নাম সহ ১০০টার মত লিস্ট দেখতে পাবেন। এখান থেকে  Indonesian প্রক্সিতে ক্লিক করে I trust this application এ ঠিক মার্ক দিয়ে নিচে Connect এ ক্লিক করেন।

 

 

 

Connect হওয়ার পর নিচে দেখুন Connected Enjoy লেখা আসছে।

এখন হোম বাটনে চেপে মিনিমাইজ করে বের হয়ে আসুন। এবার দেখুন Notification বার এ vpn টি activated হয়েছে। ব্যাস এটার কাজ শেষ।

 

এখন নাম পরিবর্তন করার পালা। সেজন্য আপনার প্রয়োজন যেকোন একটি Uc Browser দিয়ে আপনার ফেবুতে লগইন করুন। অন্য ব্রাউজার দিয়ে হবে কিনা আমি অবশ্য চেষ্টা করিনি। আপনারা চেষ্টা করে দেখতে পারেন।

লগইন কারার পর আপনার account এর একেবারে নিচে settings & privacy তে গিয়ে General গিয়ে Name এ ক্লিক করেন।

 

তার পর সব গুলা বক্স ক্লিয়ার করে শুধু প্রথম বক্স টা তে আপনার ইচ্ছা মত একটি মাত্র নাম লেখেন। যেমন: সাদ্দাম হোসাইন শিশির কেটে দিয়ে শুধু সাদ্দাম লিখে review change এ ক্লিক করেন।

এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে সেভ করে বের হয়ে আসুন। ব্যাস কাজ খতম।

এবার দেখুন আপনি কত সহজেই ফেবুতে আপনার নাম সিংঙ্গেল নামে পরিবর্তন করতে পেরেছেন।

 

 

আশা করি যারা ফেবুতে সিংঙ্গেল নাম করতে পারেন না তারা এই টিউনটির মাধ্যমে খুব সহজেই সিংঙ্গেল নাম করতে পারবেন।

আপনাদের সুবিধার্তে নিচের ভিডিও টি দেখতে পারেন।

 

 

 

 

About Myself

Full name: Saddam Hossain Shishir

Nick name: Shishir

Friends Called: Premi  😆

Date Of Birth: 16 December 1994  (Original)

I'm Not Smart But Looking Nice Everybody Said  😛

★★★★★★★★★★★★★★★★★★

And If You Want You Can Follow Me

Facebook

Twitter

Youtube

Google+

Instagram

Level 0

আমি সাদ্দাম হোসাইন শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am just a simple boy....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজ থেকে করার সিস্টেম থাকলে জানাবেন যেহেতু এন্ড্রয়েড নাই তাই ভবিষ্যতের জন্য প্রিয়তে রাখলাম । যাইহোক আপনার হাতের লেখো ভালো ও রক্ষণশীল ভবিষ্যতে আরো ভালো টিউন আশা করি 🙂

অাপনাকে য়ে কি বলে ধন্যবাদ দেই ১০০০০ thanks

রকি ভাই windows এর আমার সঠিক জানা নেই। আপনি কষ্ট করে google এ চার্জ করে দেখতে পারেন।

most wc মোফাজ্জল ভাই।