ফেসবুক হ্যাক হওয়ার অনেকগুলা পথ রয়েছে। একটু সচেতন না হলে আপনাকে চিরতরে হারাতে হবে আপনার প্রিয় ফেসবুক একউন্টটি। বিভিন্ন অপ্রত্যাশিত সফটওয়্যার বা ফিশিং লিংকের মাধ্যেমে আপনার ফেসবুক হ্যাকিং হতে পারে। তাই ফেসবুক একউন্টটির যত্ন নেওয়া খুব দরকার। আজকের আলোচনার বিষয় কি করে আপনার ফেসবুক একাউন্টি হ্যাকারের হাত থেকে রক্ষা করবেন।
১। এপ্লিকেশন পারমিশন
যখন আপনি ফেসবুকে কোন কুইজের উত্তর দেন, ফেসবুক গেম ইন্সটল দেন অথবা এপ্লিকেশন এড করেন, তখন অবশ্যই দেখেছেন,আপনার কাছে ফেসবুকের একসেস পারমিশন চাওয়া হয়। এই পারমিশন এক কথায় বলতে গেলে দেখা যায় আপনার সবকিছুই, অর্থাৎ, যখন আপনি পারমিশন দিয়ে দিলেন তার মানে হলো তারা চাইলে আপনার একউন্ট ব্যবহার করতে পারবে।এমনকি যখন আপনি লাইলে না থাকবেন তখন ও সম্ভব।
অন্যকথায়, আপনি যদি খেয়াল করে পারমিশন না পড়েন তাহলেই বিপদে পরবেন। বিশ্বাসযোগ্য এপ্লিকেশন পারমিশনে শুধু মাত্র আপনার ব্যক্তিগত তথ্য চাইতে পারে আইডিতে ঢোকার পারমিশন নয়।
২। স্পামিং ভিডিও লিংক
ফেসবুক ব্যবহারে একটু সচেতন হোন, কারন স্পামাররা ফেসবুকে বিভিন্ন স্পামিং ভিডিও লিংক প্রচার করে থাকেন। দেখার আগ্রহ নিয়ে সেসব লিংকে ক্লিক করলেই বিপদে পরবেন। এসব ভিডিও লিংক বেশির ভাগই ফেসবুক হ্যাকিং লিংক। মনে রাখবেন ফেসবুকে কোন ভিডিও দেখতে হলে কখনোই আইডি পাসওয়র্ড চাইবে না। একটুখানি সচেতন না হলে ফেসবুক হ্যাকিং এর কবলে পরে যেতে পারে।
৩। ডাউনলোড নোটিফিকেশন
অনেক সময় যখন আপনি কোন ভিডিও দেখতে শুরু করেন তখন একটা নোটিফিকেশন পেতে পারেন, নোটিফিকেশনটা এমন হবে যে, সম্পর্ন ভিডিওটি দেখতে হলে আপনাকে এই সফটওয়্যারটি ইন্সটল দিতে হবে অথবা ফেসবুক আপডেট করতে বলতে পারে। লিংকে প্রবেশ করে তথ্য শেয়ার করলেই বিপদ। তাই এসব ক্ষেত্রে সাবধান হতে হবে।
৪। ফেসবুক থেকে মেসেজ:
আপনার যদি ফেসবুকে কোন পপুলার ফ্যান পেজ থেকে থাকে তাহলে অনেক সময় কিছু মেসেজ পেয়ে থাকেন, যেমন ফেসবুক টিম, সিকুরিটি টিম, ফেসবুক সিকুরিটি ইত্যাদি।এগুলা হচ্ছে সেই মেসেজ যেখানে আপনাকে ক্লিক করতে বধ্য করা হয়। ক্লিক করবেন তো মরবেন, সুতরাং এসব মেসেজকে এরিয়ে চলুন, ফেসবুক হ্যাকিং থেকে রক্ষা করুন।
ফেসবুকেই নানান সিকুরিটি সিস্টেম চালু আছে, কিন্তু এই বিশাল সোসাল নেটওয়ার্ক কখনোই আপনার ব্যক্তিগত তথ্য প্রচারে বাধা দেবে না।এমনকি কোন লোকাল এন্টিভাইরাসও এগুলা রক্ষা করবে না। সুতরাং আপনার একাউন্ট রক্ষা করা আপনার দায়িত্ব।
এগুলই হচ্ছে ফেসবুক হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার সাধারন টিপস যা আপনার বিবেচনার বিষয়। ফেসবুক একাউন্ট আপনার তাই রক্ষা করার দায়িত্বও আপনার।
বিদ্র: টিউটনি প্রথম আমার সাইটে প্রকাশ হয়েছিলো। একবার ঘুরে আসলে খুব খুশি হবো। Muktomoncho.com
আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য
Droid4apk