এবারের ফেসবুক এ নতুন আপডেট কিছুটা ভিন্নতা আসতে পারে। মনে হচ্ছে টেক জায়ান্ট ফেসবুক এবার প্রোফাইল লে আউট এ বেশ কিছু ভিজুয়্যাল চেঞ্জেস আনতে যাচ্ছে।
টুইটার এ একটি ছবিতে দেখা যাচ্ছে, প্রোফাইল ছবিটি লেফট সাইড থেকে সরে মাঝখানে অর্থাৎ সেন্টার সেকশন এ আনা হয়েছে। নাম কিছুটা নিচে নামিয়ে প্রোফাইল পিকচার এর নিচে আনা হয়েছে। কভার ফটোটি কিছুটা ছোট করা হয়েছে।
সুত্র হতে আরও জানা যায়, এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ফেসবুক এর একজন spokesperson বলেন, " ফেসবুক কিছু রি-ডিজাইন করতে যাচ্ছে যাতে প্রোফাইল লে-আউট ইমপ্রুভিং এর মাধ্যমে আরও সহজেই ওই ব্যক্তির বর্তমান ইনফরমেশন পাওয়া যায়। "
কেমন হবে ফেসবুকের নতুন এ প্রোফাইল লে-আউট জানাতে ভুলবেন না।
বিঃদ্রঃ এ টিউনটি পুর্বে আমার নিজস্ব টেক ব্লগ এ করা হয়েছে এ ঠিকানায়। এরকম আরও দারুন টেক বিষয়ক টিউন পেতে ভিসিট করার অনুরোধ রইল।
আমার লেখাটি ভাল লেগে থাকলে আমার নিজস্ব টেকসাইট এ ভিসিট করে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আরও কিছু জানার থাকলে আমায় নির্ধিধায় জিজ্ঞেস করতে পারেন টিউমেন্ট বক্সে অথবা আমার ফেসবুক আইডিতে যোযাযোগ করুন।
আমি Farhaan Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।