আস্লামুয়ালাইকুম
সবাই কেমন আছেন ????
আশা করি সবাই ভালই আছেন।
কয়েকদিন পরিক্ষা ও জর এর কারনে টিউন করতে পারিনি :cry:।আজকে একটা আলাদারকম টিউন করতে বসলাম।
আশা করি এই টিউন টা আগে কেউ করেনি। করলে দয়া করে বলবেন আমি টিউনটি ডিলিট করে দিবো।
আমার আজকের টিউনটা ফেজবুক পেইজ নিয়ে এবং এইটা একটা ভিডিও টিউন।আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেজবুক পেজের কভার পিক এ মাউস রাখলে পপ আপ মেসেজ সো করাবে,অথবা কিভাবে আপনার পেজের কভার ফটো এর সাথে পপ আপ মেসেজ যুক্ত করবেন।
তাহলে দেরি কিসে ??? 😀
কথা আর নাহ বাড়ায় চলুন শুরু করা যাক।
প্রথমে নিচের স্ক্রিন শর্ট টা দেখে নিন।
উপরের পিকটা দেখা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।
আপনার পেজের কভারের সাথে উপরের পিক এর মত পপ আপ মেসেজ যোগ করতে ???
যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে,
তাহলে মনোযোগ দিয়া নিচের ভিডিও টা দেখেন।
ভিডিও দেখা শেষ ??
তাহলে এবার,
আমার পেইজে যেই বিবরণ (Description) টা ব্যবহার করছি সেটা দেখার জন্য এখানে ক্লিক করুন।
আশা করি সবাই করতে পারছেন।
কোন সমস্যা হলে যোগাযগ করতে পারেন ফেজবুকে।
অথবা, টুইটারে।
আমার ওয়েবসাইট থেকে ঘুরে আস্তে পারেন ইচ্ছা হলে।
দোয়া করেবেন যেন ভবিষ্যতে আপনাদের আরো ভালো টিউন উপহার দিতে পারি।
ধন্যবাদ আপনাদের।
(বিঃদ্রঃনতুন টিউনার তাই কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আশা করি।)
আমি শফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভিডিওর জন্য ধন্যবাদ।