বর্তামানে ফেইসবুক আমরা কেই বা না চিনি। সবাই ইন্টারনেট ইউজার মানি ফেইসবুক ইউসার। আজ আমি আপনাদের দেখাব কিভাবে ফেইসবুকের মাধ্য মজার মজার ফিচার ব্যবহার করতে পারব। চলুন শুরু করা যাক।
প্রথমে এই ওয়েবসাইট এ যান HITZBD.COM ।
তারপর হোমপেইজ টা ভাল করে পড়ে বুঝে নিন কি লিখা আছে। পড়লেই বুজে যাবেন কিভাবে লগিন করতে হবে।
মনে রাখবেন accsses_token=এর পর থেকে &expires_in=0 এর আগে পর্যন্ত কপি করতে হবে।
এক্সেস টোকেন সংগ্রহ করে, এই বক্সে পেস্ট করে লগিন করুন
তারপর অইখানে অনেকগুলা ফিচার দেখতে পারবেন। তার মধ্য কিছু কিছু ফিচার এর কাজ আমি উল্লেখ করছি।
মজাদার মেনু (Just fun)
মজাদার মেনুতে ২ টা ফিচার আছে।
১। প্রতিদিন মুড নির্নয় ঃ এইটার মাধ্যমে আপনি আপনার ফেইসবুক আইডির ডেইলি মুড নির্নইয় করতে পারবেন।
২। ভালবাসার মিটার ঃ এইটার মাধ্যমে আপনি আপনার প্রিয়তমার নাম সাবমিট করে আর আপনার নাম সাবমিট করে দেখতে পারবেন কে আপনাকে কতুটুকু ভালবাসেন।
এইভাবে আরো অনেক ফিচার আছে ঃ
আমি মোজাম্মেল হোসেন চৌধুরি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai Link koi ? je site ta disen sei link to kaj krse na,,, apnii ektu please comment ee link ta den !