দিন যতই যাচ্ছে ফেসবুকের জনপ্রিয়তা ততই বাড়ছে। সাথে বাড়ছে ব্যবহারকারিদের আগ্রহ এবং অতিবেশি কৌতুহল। আর সেই সুযোগ কেই বিভিন্ন ভাবে কাজে লাগাচ্ছে বাজে হ্যাকাররা যাদেরকে আমরা সাধারনত ব্ল্যাক হ্যাট হ্যাকারস নামেই চিনে থাকি। প্রতিদিনহাজার হাজার ফেসিবুক আইডি হ্যাক হচ্ছে এবং ভিক্টিমের কাছ থেকে দাবি করা হচ্ছে টাকা। এমনকি এই বাজে অবস্থার শিকার হয়েছিলাম আমি নিজেই আইডি ফেরত নিয়েছিলাম টাকার বিনিময়ে। আগে ফিসিং এর উৎপাত খুব বেশি-ই ছিল কিন্তু পাবলিক এখন ফিসিং জিনিসটা বুঝে(হয়ত সবাই না)। তাই হ্যাকাররা প্রতিনিয়ত বের করছে নতুন নতুন সব ফাদ আর সেই ফাদেই পা দেয় সাধারন ফেসবুক ব্যবহারকারীরা। তবে একটা কথা বলে রাখি বর্তমানে ফেসবুকে সিকুরিটি এতটাই শক্তিশালি যে একটা ফেসবুক আইডি ভিক্টিমকে ফাদে না ফেলে হ্যাক করা অসম্ভব।
কিন্তু যেই সব ফাদ দিন দিন বের হচ্ছে সাধারন পাবলিক সেইগুলো বুঝতেই পারেনা। তাই বরতমান একটা জনপ্রিয় কুখ্যাত একটা ফাদ নিয়েই সবাইকে সতর্ক করে দিতে চাই। অনেকেই আমরা বিভিন্ন ওয়েবসাইটে ফানি এপ্স ইউজ করতে যাই এবং তার জন্য অই ওয়েবসাইটটি আপনার কাছ থেকে আপনার ফেসবুক আইডি এক্সেস করার অনুমতি নিয়ে নেয়। আর আমরা সবাই এই অনুমতি নির্দ্বিধায় দিয়ে দেই কারন অনুমতি না দিলে এপ্স ব্যবহার করা সম্ভব হচ্ছেনা
আমরা সাধারনত যে সকল এপ্স ব্যবহার করে থাকি
1:Know Your Marriage Prediction
2:Find Who was your Love in Past Life?
3:Check your Page on Wikipedia
4:Know your Breaking News LIVE on TV
5:Who & Where you will meet your True Love?
6:Find How much your Partner Loves you?
7:,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,....
এছারাও আরো শত রকমের কৌতুহল সৃষ্টি করা এপ্স আমরা ব্যবহার করে থাকি। আপনাদের সুবিধার জন্য এইরকম কিছু সাইট তুলে ধরলাম
প্লিজ এইগুলো ব্যবহার করবেন না
hotfunapps.com
funappsworld.com/
xeefunapps.com
http://www.justforfun.co.in
en.125apps.com
funnyfunapps.com/
funappssite.com/
,,,,,,cworldapps.com
trippleappsworld.com
funnyvidx.com
xyzapp.xyz
mortepedict.com
fb.torbd.net
110apps.com
মজার ব্যাপার হল আমি বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত যে আজ যারা আমার এই টিউনটি পরছে তাদের মধ্য বেশিরভাগই এই সাইটগুলো থেকে যেকোন কয়েকটা নিয়মিত ব্যবহার করেন তাদের কাছে আমার অনুরোধ যদি আপনার সাধের ফেসবুক আইডিটা নিরাপদে রাখতে চান তবে এইগুলা ব্যবহার বন্ধ করেন। যারা আজও ব্যবহার করেননি তারা ভাল আছেন সুখে আছেন আশা করি সুখে থাকতে ভূতে কিলাবেনা।
যারা অলরেডি ব্যবহার করেছেন তারা যদি আইডি নিরাপত্তা নিশ্চিত করতে চান তারা নিচের টিপস টা ফলো করতে পারেন
Goto
Settings & Privacy >Apps>Platform>Edit> দেখুন লেখা আছে Turn Off Platform ক্লিক করুন ব্যাস কাজ শেষ এইবার আপনি নিশ্চিন্ত যদি ফিসিং-এর ফাদে পা না দেন
আরো সহজ ভাবে এই প্রক্রিয়াটা বুঝতে ফেসবুক থেকেও হেল্প নিতে পারেন
আজ এটুকুই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আর সুধু আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আরো ভাল টিউন নিয়ে আপনারদের সামনে হাজির হতে পারি
আমি শাকিল আনসারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জানি ঝুঁকিটা। তারপরেও আসলে তাদের অ্যাপ গুলো যেরকম আকর্ষণীয়ভাবে বানানো। কৌতূহল দমন করা যায় না।। আমি সব অ্যাপ রিমুভ করে দিয়েছি…। আজ থেকে আর কোন অ্যাপ নয়… 😀 ধন্যবাদ সতর্ক করে দেয়ার জন্য।। 🙂