আস্সালামুআলাইকুম,
বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুপ্রিয় টিউনবাসী সবাইকে আমার আন্তরিক প্রীতি,সম্মান,শুভেচ্ছাও ভালোবাস জ্ঞাপন করছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। টেকটিউনস এ এইটা আমার প্রথম টিউনস তাই কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। টিউনি সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে লেখা।
PhotoVerify প্রসঙ্গ::
ফটো ভেরিফাই একসময় অনেক সময় লাগতো কিন্তু এখন ২ মিনিট এ খোলা যায়, ফটোভেরিফাই এর জন্য যাদের এন্ড্রোয়েড মোবাইল তারা Play store থেকে যেকোন একটা VPN ডাউনলোড করে নেন, এরপর VPN ওপেন করে Japan এর IP সিলেক্ট করে মিনিমাইজ করে রেখে দিন, দেন ব্রাউজার থেকে ফেটোভেরিফাই খাওয়া আইডি লগিন করুন নাম্বার ভেরিফাই করলে হয়ে যাবে।
PhotoVerify + National Card Verify প্রসঙ্গ::
এখন বেশীর ভাগ আইডি ফটোভেরিফাই এর সাথে আইডি কার্ডও চায় আর সবাই এই জিনিসটাতে হিমসিম খেয়ে যায়, লগিন করার পর দেখবেন এক এক করে ৫ টা ফটো দিবে যেগুলো আপনারা হয়তো চিনেনা কিন্তু কিভাবে খুলবেন? আপনি চিনেন বা না চিনেন যে ৫ টা ছবি দিবে সব গুলোতে আনতাজে যেকোন একটা নাম সিলেক্ট করে সবমিট করে দিবেন এবং প্রত্যকটা ছবির স্ক্রিনশর্ট নিয়ে রাখবেন একটা ফোল্ডারে।
এরপর যখন আইডি কার্ড চাইবে তখন আপনি লগ আউট করে বাহির হয়ে যাবে, Than ৫-৬ ঘন্টা পর আবার লগিন করবেন দেখবেন আগের মত আবার ৫ টা পিক দিবে তয় সেখানের কয়েকটা ছবি আপনার আগের স্ক্রিনশর্ট নেওয়া ছবির সাথে মিলে যাবে আর ঐ ছবি গুলো যে নাম গুলো দেওয়া থাকবে সেখান থেকে শুধু মাত্র একটা নাম আপনার বর্তমান ফটোর নামের সাথে মিলবে।
তাহলে বুঝে নিবেন ঐ ফটোর মালিক সে ব্যক্তি, সো সে ছবিটি সিলেক্ট করে কনটিনিউ দিবেন। ১ম বার কিন্তু ৫ টা ছবি মিলবেনা আর যেগুলো মিলবেনা সেগুলো আবার স্ক্রিনশর্ট নিবেন, এইভাবে করে আবার ৫-৬ ঘন্টা পর লগিন করবেন দেখবেন আবার কয়েকটা পিক মিলবে আর কয়েকটা মিলবেনা যেগুলো মিলবে সেগুলোর স্ক্রিনশর্ট নিয়ে রাখবেন।
এইরকম করে ৫-৬ বার ট্রাই করার পর দেখবেন ৫ টা ছবি আপনার স্ক্রিনশর্ট নেওয়া ছবির সাথে মিলে যাবে আর ছবি গুলোতে তে শুধু একটি করে নাম মিলে যাবে আর সে নামটা সিলেক্ট করে দিলে আপনার কাঙ্কিত শখের আইডিটা খুলে যাবে। টিউনটি থেকে উপকৃত হবেনা আশা করি কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন।
ফেইসবুকে আমি, 😛
আমি Zia Uddin Bablu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am verry simple
প্রথম টিউন হিসেবে ভালই লিখেছেন