বর্তমান facebook user সংখ্যা ব্যাপক। কেউ আর কিছু বুঝুক আর না বুঝুক ইন্টারনেট মানে facebook এই কথাটা বোঝে। Lol। তাই আর কিছু প্রয়োজনে মানুষের facebook page খোলাটা নিত্যনতুন ব্যাপার। সেইটা personal page হোক আর organization বা public page। কিন্তু পেজ খোলার পর like নিয়ে পড়েন বিপাকে। যাদের friend কম তারাও ঝামালেই পড়েন। আর যাদের friend বেশি তাদের ঝামেলা আরও বেশি। একবার একবার করে invite এ click করতে করতে মাথার চাদি হাওয়া হয়ে যায়। অনেকে হয়ত invite করার জন্য google chorme/mozzila firefox extradition ব্যবহার করেন। কিন্তু অন্য pc তে বসলে আবার google search করে খুঁজে বের করতে অনেক ঝামেলা হয়। তাই আজকে আমি একটি java script দিচ্ছি যেইটা নিজের facebook note এ copy করে রাখুন। যখন তখন পাওয়ার জন্য। প্রথমে facebook ধরুন। তারপর আপনার পেজে যান এবং invite friend এ click করুন। আপনার friendlist ওপর থেকে নিচে নামান। যত নিচে নামাবেন তত friend show করবে। এইভাবে সব friend দের শো করানোর পর (অবশ্যয় google chorme ব্যবহার করতে হবে) keyboard এ ctrl+shif+i চাপুন এবার console এ ক্লিক করুন। তারপর এই code টি পেস্ট করে দিন এবং enter দিন। কাজ শেষ। এইবার দেখবেন পেজে invited people দের লাইক পড়ছে।
code:var inputs = document.getElementsByClassName('uiButton _1sm'); for(var i=0; i<inputs.length;i++) { inputs[i].click(); }
সময় পেলে আমার পেজে একটা লাইক দিয়ে আসবেন। এখানে সাধারণ জ্ঞ্যান,মোবাইল & Computer Tricks, এবং পড়ালেখার নানা খবরা খবর পাবেন।
আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।