গ্রামীণফোন গ্রাহকদের জন্য দিনরাত ২৪ ঘণ্টা ৩০ দিন ফ্রি ফেসবুক!

ফেসবুক প্রেমী বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালই আছো। আমি আগে থেকে বলে রাখি আজকের এই টিউনটি শুধু মাত্র তাদের জন্য যারা জানেন না। গ্রামীণফোন নিয়ে এলো কোন খরচ ছাড়াই একে বারে ফ্রি ফেসবুক উপভোগের সুযোগ। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত সময় কাটাতে যেকোন ফেসবুক মোবাইল অ্যাপ্লিকেশন বা প্রচলিত কোন মোবাইল ব্রাউজার বেছে নিন। সাথে আরও থাকছে ফ্রি ফেসবুক মেসেঞ্জার।এত কিছুর পরও কি অপেক্ষায় থাকবেন? ঝটপট আপনার গ্রামীণফোন সিম ব্যবহার করে বিনা খরচে পুরো মাসজুড়ে বন্ধুদের সান্নিধ্যে থাকুন, চালিয়ে যান আনলিমিটেড ফান আর ইমোশন শেয়ারিং!
অফারে প্রযোজ্য শর্তাবলী নিম্নরূপ:

  • এই ক্যাম্পেইনটি ২০ এপ্রিল, ২০১৫ থেকে শুরু হয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে
  • অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড কাস্টমারদের জন্য প্রযোজ্য
  • স্মার্টফোনে ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার ও কমোয়ো মেসেঞ্জার ব্যবহারের জন্য কোন চার্জ প্রযোজ্য নয়। অন্যান্য ডাটা ভিত্তীক সার্ভিস অথবা প্রক্সি ব্রাউজার যেমন অপেরা ব্যবহারের জন্য ডাটা চার্জ প্রযোজ্য
  • অফারটি পেতে ডায়াল করুন *৫০১০#
  • ফ্রি ফেসবুক অফারটির মেয়াদ ৩০দিন। মেয়াদ শেষে অফারটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে
  • অপ্ট-ইন এর পর কাস্টমারগণ ফ্রি ফেসবুক (সর্বোচ্চ ৪জিবি) উপভোগ করতে পারবেন
  • থ্রিজি প্যাকেজ ব্যবহারকারী কোন কাস্টমার অফারটি নিয়ে থাকলে প্রাপ্য ফ্রি ফেসবুক ভলিউম মূল থ্রিজি প্যাকেজ ভলিউমের সাথে যোগ হবে। তবে প্রাপ্ত ফ্রি ভলিউম দিয়ে কেবল ফেসবুক, মেসেঞ্জার ও কময়ো ব্যবহার করা যাবে
  • ইন্টারনেট ব্যবহারকারী নন এমন কোন কাস্টমার অফারটি নিয়ে থাকলে মেয়াদ শেষে (৩০দিন) অফারটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে
  • মেয়াদ পূর্ণ হওয়ার আগে কোন কাস্টমার প্রাপ্ত ফ্রি ফেসবুক ভলিউম ব্যবহার করে ফেললে মেয়াদ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের জন্য ০.০১টাকা/১০কেবি হারে চার্জ প্রযোজ্য
  • ফ্রি ফেসবুক অফারে প্রাপ্য ভলিউম ফেসবুক মেসেঞ্জার ও কমোয়ো মেসেঞ্জারেও ব্যবহার করা যাবে
  • কাস্টমার অন্য কোন থ্রিজি অথবা টুজি প্যাক কিনে থাকলে প্রাপ্ত ফ্রি ফেসবুক ভলিউমও নতুন প্যাকে রূপান্তরিত হবে। ফ্রি ফেসবুক উপভোগ করতে কাস্টমারদের পুনরায় অপ্ট-ইন করতে হবে
  • ফ্রি ফেসবুকের অবশিষ্ট ভলিউম জানতে ডায়াল করুন *৫৬৬*১# আর অন্যান্য ইন্টারনেট প্যাক-এর ভলিউম ব্যালেন্স জানতে *৫৬৭# ডায়াল করতে হবে
  • ক্যাম্পেইন চলাকালীন একজন কাস্টমার ফ্রি ফেসবুক অফারটি সর্বোচ্চ ২ বার অপ্ট-ইন করতে পারবেন
  • কাস্টমারের একাউন্টে সর্বনিম্ন ১ পয়সা ব্যালান্স থাকতে হবে এই অফারটি উপভোগ করার জন্য।

আশা করি সকলে টিউনটি পড়বেন আর কোন ভুল থাকলে ক্ষমা করে দিবেন।

পূর্বে প্রকাশিতঃ বাংলায় ব্লগ

Level 1

আমি সোহেল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কোন sim এই হয়না ভাই

এইডা কে না জানে। ৩ মাস আগের অফার। পারলে নতুন পোস্ট করেন।

এর আগেও এমন অফার দিয়েছিল কিন্তু কাজ হয় নি, টাকা কাটত, এখন কেমন কে জানে?

হায় হায় কই থেকে উঠে আসলেন 😛

পুরাতন, অফার, ধন্যবাদ।

এই ক্যাম্পেইনটি ২০ এপ্রিল, ২০১৫ থেকে শুরু হয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে -_- অনেক আগেই অফ হয়ে গেছে ! এখন আগস্ট মাস । এত্তো দিন ছিলেন কোথায় ? :O :O

ধন্যবাদ