আপনার ফেসবুক, টুইটার ইত্যাদি একাউন্টের ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। হারিয়ে যাওয়া একাউন্ট আবার ফিরে পাবেন (মাত্র দুই মিনিটের ভিডিও টিউটোরিয়াল)

আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভাল আছি। প্রিয় ভিজিটর আমি এই টিউনে আপনাদের সাথে শেয়ার করব্, একটি অসাধারন সমস্যার সমাধান। এমন কোন মানুষ নেই যারা এই সম্যাই না ভুগছেন। আজ এই সমাধান পেয়ে আপনি অবশ্যই খুশি হবেন। তো চলুন শুরু করি।

প্রিয় ভিজিটর আমরা যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করি, সমাধানটি শুধু তাদের জন্য। কি সমাধান দিব আমি? এতক্ষন শুধু সমাধান সমাধান বলতেছি, অথছ সমাধানের নামটাই বললাম না। তো চলুন সমাধানের নামটি জেনে নেই। প্রিয় ভিজিটর আমি আজেকে আপনাদের যেই সমাধান দিব, তার নাম হচ্ছে পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমাধান। আপনার ফেসবুক বা যে কোন একাউন্টের ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুলে গেছেন। এখন তার সমাধান পাবেন।(নোটঃ শুধু Mozilla firefox ব্যবহার কারিরা।)গুগল ক্রোম এবং ওপেরা ব্যবহার কারিদের জন্য পরে টিউন নিয়ে আসব।

how to find password
how to find password

আমরা যারা অনেক গুলি একাউন্ট ব্যবহার করি, তারা একটি সমস্যাই সবসময় পড়ে থাকি, আমরা কখন কোন একাউন্টে কি পাসওয়ার্ড কি ইউজারনেম ব্যবহার করেছি, তা অনেক সময় মনে রাখতে পারি না, কিন্তু আমরা মনে না রাখলে কি হবে, আমাদের ব্রাউজার গুলি তা অবশ্যই মনে রাখে। আমরা কোন একাউন্টে কখন কি পাসওয়ার্ড সেট করেছি, কখন পাসওয়ার্ড চেঞ্জ করেছি, সব কিছু আমাদের ব্রাউজার গুলি মনে রেখে দেই। তো আমাদের ব্রাউজার থেকে কিভাবে আমরা পাসওয়ার্ড গুলি সংরক্ষন করব, এই ভিডিও তে আমরা সেটাই দেখব। তো চলুন এবার আমরা ভিডিও সম্পর্কে জেনে নেই।

ভিডিও বিষয়ঃ কিভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ড পূনরায় ফিরে পাবেন।অর্থাৎ কিভাবে ইন্টারনেট ব্রাউজার থেকে আপনার সেভ করা পাসওয়ার্ড গুলি সংরক্ষন করবেন।
ভিডিও টি মাত্র ২.০০ মিনিট
ভিডিও দেখুন  https://www.youtube.com/watch?v=t8atglyUVZ0

তো প্রিয় ভিজিটর আগামি টিউনের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

(নোটিস” প্রিয় ভিজিটর আমার ব্লগ এবং টিউন আপনাদের যদি ভাল লাগে, অবশ্যই আমার ব্লগের টিউন গুলি আপনারা শেয়ার করবেন। আর যদি আমার টিউন ভাল না লাগে অবশ্যই আমাকে টিউমেন্ট করে জানেবেন, কিন্তু কোন বকা জকা করবেন না, প্লিজ।)

টিউনটি পূর্বে প্রকাশিত http://seobanglabd.blogspot.com

নিয়মিত আমার সবভিডিও আপডেট পেতে subscribe করুন ইউটিউব চ্যানেলে।
নিয়মিত সব আপডেটপেতে লাইক করুন ফেসবুকে।

Level 0

আমি মোঃ ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পিডিএফ আকারে সেভ করে রাখলাম, ধন্যবাদ

ভাই আমার আইডি টা প্রায় সময় ফটো ভেরিফাই করতে বলে, ২বার জাপানী ip ব্যাবহার করে ঠিক করেছি, এখন আর জাপানী ip দিলেও ফটো ভেরিফাই করতে বলে, ট্রাস্ট ফ্রেন্ড দেওয়া আছে ৫জন, তার পরেও কয়েক বার ফটো ভেরিফাই করলাম, এইটা থেকে মুক্তি পাওয়ার কোন উপায় আছে কি যেইটা ১০০% কাজ করবে, প্লিজ জানা থাকলে বইলেন