মাএ ২ মিনিটেই তৈরি করুন নিজের নাম,গ্রুপ বা পেজের নামসহ কভার পিকচার।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন!আজকে আমার ১ম টিউন শুরু করছি।তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আজ আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করবো, যার সাহায্য আপনি মাএ ২ মিনিটেই নিজের নাম সহ সুন্দর সুন্দর ফেসবুক কভার ফটো তৈরি করতে পারবেন।

তাছাড়া বিভিন্ন ক্যাটাগরিতেও গ্রুপ বা পেজের নামে কভার ফটো তৈরি করতে পারবেন।
আবার এখান থেকে সরাসরি ফেসবুকেও কভার সেট করতে পারবেন।
আর কথা বাড়াচ্ছি না,এখনি নিচের লিংকে ক্লিক করে তৈরি করুন Awesome কিছু ফেসবুক কভার।
আপনাদের সুবিধাতর্ত্তে ক্যাটাগরি আনুসারে লিংক দিলাম। 
নিচে কিছু স্কিন র্শট দেখতে পারেন।

নিচের স্কিন র্শটগুলো দেখতে পারেন।

১মঃ ক্যাটাগরি সিলেক্ট করে পছন্দনীয় কভার পিকচারে যান।

 ২য়ঃ এর পর Generate Cover এর উপরে ফাকা জায়গার নিজের নাম,গ্রুপের নাম বা পেজের নাম দেন।

৩য়ঃ এবার Generate Cover  এ ক্লিক করুন।

ব্যাস তৈরি হয়ে গেল আপনার নাম সহ কভার ফটো,এখন ডাউনলোড করুন।

 

Facebook আমি  আমার ছোট একটি ব্লগসাইট রয়েছে  ঘুরে আসতে পারেন।

Level 0

আমি এম আর মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কালকের পৃথিবীটা আমাদের হবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন একটা সাইট

ধন্যবাদ @ মিলন ভাই শেয়ার করার জন্য ।

ভাই আমার আইডি টা প্রায় সময় ফটো ভেরিফাই করতে বলে, ২বার জাপানী ip ব্যাবহার করে ঠিক করেছি, এখন আর জাপানী ip দিলেও ফটো ভেরিফাই করতে বলে, ট্রাস্ট ফ্রেন্ড দেওয়া আছে ৫জন, তার পরেও কয়েক বার ফটো ভেরিফাই করলাম, এইটা থেকে মুক্তি পাওয়ার কোন উপায় আছে কি যেইটা ১০০% কাজ করবে, প্লিজ জানা থাকলে বইলেন