ফেসবুকে আবারও দিন ফাঁকা স্ট্যাটাস ১০০% গ্যারেন্টি !

আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।

আজকে আপনাদের সামনে একটা ট্রিকস নিয়ে হাজির হয়েছি, ফেসবুকে ফাঁকা স্ট্যাটাস দেওয়ার। এর আগে অনেকেই অনেক ভাবে বিভিন্ন ট্রিকস দেখিয়েছেন ফেসবুকে ফাঁকা স্ট্যাটাস দেওয়ার। সেগুলার অনেকগুলোই এখন আর কাজ করছে না।

তাই আপনাদের সামনে নিয়ে এলাম আরো একটা ট্রিকস, যদিও বিষয়টা যে নতুন, তা নয়। অনেকেই জানতে পারেন।

যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য আজকের এই টিউন।

তাই কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক,

এজন্য প্রথমে আপনাকে  কম্পিউটারের start menu থেকে search menu এর সাহায্যে  Character Map খুঁজে বের করতে হবে।

তারপরে Charcter Map এ গিয়ে সিলেক্ট করুন U+200C:Zero widhth Non-Joiner তারপরে select button press করে  কপি করুন আর paste করে দিন আপনার ফেসবুকের স্ট্যাটাস বক্সে, তারপরে স্ট্যাটাসটি post  করে দেখুন মজা !

নিচের চিত্র দেখে আপনিও চেষ্টা করুন,

প্রথমে Character Map এ ক্লিক করুন, তারপরে

নিচের মত একটি বক্স আসবে সেখানে U+200C:Zero widhth Non-Joiner এ ক্লিক করুন এবং  নিচের চিত্রের মত যে select button দেখতে পাচ্ছেন সেটা press করুন। তারপরে copy button enable হলে copy button press করুন এবং আপনার ফেসবুকের স্ট্যাটাস বক্সে paste করুন।

 

তারপরে নিচের মত ফাঁকা স্ট্যাটাস দেখতে পাবেন।

কষ্ট করে আমার লেখাটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। টিউনে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। সবাইকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা।

Level 2

আমি সাদ্দাম হোসাইন সম্রাট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। শেয়ার করার জন্য

এইটাতো pc লাগবে কিন্তু আরো অনেক ট্রিক আছে যেই গুলু দিয়ে যে কোন মোবাইল দিয়েই ফাকা status দিতে পারবে, আর আপনি যেই ভাবে দেখালেন সেইটা অনেক জামেলার, এমন কিছু ট্রিক আছে শুধু status box এ লিখলেই ফাকা status যাবে

আমি পিসির জন্য ই দেখিয়েছি, মোবাইলের জন্য না । আর এমন কিছু ট্রিক যেগুলার কথা বলছেন , তার অনেকগুলোই এখন কাজ করে না । যদি আপনার পরীক্ষিত এমন কোন ট্রিক থাকে তবে আপনি একটা টিউন করেন , আমরা শিখতে পারব । ধন্যবাদ কমেন্ট করার জন্য । @রনি হাসান

Level 2

ধন্যবাদ vaia

জানতাম না, ধন্যবাদ শেয়ার করার জন্য, পিডিএফ আকারে নিলাম