মোবাইলে বসে Web থেকে ম্যাসেজ পাঠান ফেসবুকে, Sent From Web On M.Facebook

সবাই ভালো আছেন?  অনেকদিন পর লিখছি।
ফেসবুক ব্যাবহারকারিরা একটা বিষয় সম্ভবত খেয়াল করে দেখেছেন, যখন মোবাইলে থেকে ফেসবুকে কাউকে ম্যাসেজ দেই, অপর প্রান্তে রিসিভার দেখতে পান - Sent from mobile , অর্থাৎ ম্যাসেজটা মোবাইল থেকে সেন্ট করা হয়েছে।
একই ম্যাসেজ যদি পিসিত মজিলা ফায়ারফক্স কিংবা ফায়ারফক্স বেইসড ব্রাউসার গুলো দিয়ে পাঠাই , তখন দেখাবে Sent From Chat.
গুগল ক্রোম থেকে দেখায় Sent From Web.
ম্যাসেঞ্জার এপ্লিকেশন কিংবা Massenger.com থেকে ফেসবুকে কাউকে ম্যাসেজ দিলে লেখা আসে Sent from massenger.

আমি দেখাবো কিভাবে মোবাইল থেকেই কাউকে ম্যাসেজ দেওয়ার পর আপনার বন্ধু দেখবে আপনার ম্যাসেজটি Web থেকে সেন্ট করা হয়েছে। 😈

সোজা ভাষায় আমরা যদি ফেসবুকের ওয়েব ভার্ষনে মোবাইল দিয়ে ঢুকে কাউকে ম্যাসেজ দেই, সে Sent from web লেখাটা দেখতে পাবে।
ফেসবুকের ওয়েব ভার্ষনে ঢুকার জন্য আমাদের অবশ্যই একটা ব্রাউসার আবশ্যক। অপেরা মিনিটা বাদ দিয়ে আপনারা এন্ড্রয়েডের জন্য
মজিলা ফায়ারফক্স
কিংবা ইউসি ব্রাউসার ব্যাবহার করতে পারেন।

ইন্সটল দিয়ে এড্রেস বারে লেখুন fb.com/home.php?
ব্যাস, পিসি ভার্ষনে চলে যাবে। এবার কম্পিউটারের যাবতীয় কাজ মোবাইল থেকেই করা যাবে।
কিছুটা নিচের মত দেখায়

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে Web থেকে ম্যাসেজ পাঠাবেন। খালি ম্যাসেজ আইকনে ক্লিক করে চ্যাট শুরু করুন।

অবশ্য এগুলা ব্রাউসারে মেগাবাইট কাটে প্রচুর + ওয়েব ভার্ষন লোড হতে প্রচুর সময় নেয়।
তাছাড়া যাদের ফোনে Ram কম, তাদেরটা ব্যাপক স্লো হয়ে যায়।
এর থেকে পরিত্রান পাওয়ার উপায় হচ্ছে জাভাস্ক্রিপ্ট আনসাপোর্টেড হালকা কোন ব্রাউসার ব্যাবহার করা।
ধরেন ইউসি মিনি

দেখতে ওয়েবপেইজের মত না হলেও আসলে Web থেকে ম্যাসেজ পাঠানোর জন্য এভাবে চালিয়েই মজা।

পোস্টটা খুব দরকারি না হলেও আশা করি কাজে লাগবে।
কোথাও আটকে গেলে টিউমেন্ট কিংবা আমাকে ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন। :mrgreen:
ভালো থাকবেন।

আমাদের ফেসবুক গ্রুপে প্রথম প্রকাশিত

Level New

আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.