বিসমিল্লাহির রহমানির রহিম
সমাধান চাই। সমাধান চাই।সমাধান চাই।সমাধান চাই।
আমার আজ খুব ইচ্ছাছিল অপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার কিন্তু নিয়তির কি করুন পরিহাস দেখেন আমার প্রথম ফেসবুক আইডি যেইটা ২০০৯ সালের শেষ এর দিকে খোলা অাজ সেইটা ডিজএবল হয়ে গেলো ।
প্রতি রাত এর মত গত রাতে ফেসবুক ব্যবহার করছিলাম অল্পকিছু বন্দুদের সাথে চ্যাট আর গুপ চ্যাট করছিলাম এবং ফেজবুক লাইক পেজ এ কিছু এডিটর করেছিলাম সাথে সেটিং এ গিয়ে পার্সওয়াড় পরিবর্তন ও ব্রাওজার ডিলিট করেছিলাম কিন্তু রাত্রে হঠাৎ করেই ফেসবুকে চেটিং করতে করতে পুনরাই লগিন করতে বলে লগিন গিয়ে দেখি আমার একাউন্ট ডিজেবলড করে দিছে। এখন কি করা যায়। আমি অবশ্য এর মধ্যে https://www.facebook.com/help/contact/269030579858086 এই ঠিকানায় আমার সমস্যা জানিয়ে এবং আমার কলেজ id কার্ড স্কান করে E-mail করে দিয়েছি। এখন কি করা যায়? আমি কি আমার একাউন্ট ফেরত পাব? অভিজ্ঞজনরা মন্তব্য করে জানান। রাত্রের সময় মন খুব খারাপ হয়ে গেল। গত রাতে ঘুম হারাম হয়ে গেছে
সমাধান চাই। সমাধান চাই।সমাধান চাই।সমাধান চাই।
আমি তাওসিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hmm বুজলাম আপনার সমস্যাটা।কিন্তু আপনি এই সমস্যার সমাধান চান আর আমি এই সমস্যা হবার জন্য বসে থাকি মানে কেউ আইডি ব্লক খাইলে যেমন ফটু ভেরিফিসান অথবা রিয়েল নাম ব্যাবহারের জন্য যখন আইডি তে সিকুরিটি দেয়া হয় তখন আমি তিন মাস পর সেই আইডি খুলি যখন আইডি ডিসেবল করে দেয় আর জারা নগদে আইডি ডিসেবল খায় আমি তাদের আইডি ১২ ঘন্টার মধে ফেরত আনার জন্য কিছু গোপন বিষয় ফলো করি।কিন্তু ঐ আইডি গুলায় সব কিছু রিয়েল থাকতে হয়। আপনি আপনার ভোটার আইডি কার্ড বা এমন কোন কাগজ পত্র জেটাতে ১) সরকারি কোন সিল ২)আপনার পিক ৩)আপনার জন্মদিন উল্লেখ থাকবে এবং সেখান থেকে সব গুলায় ফেচবুক লিস্টে থাকতে হবে।তাহলে আপনি আইডি ফেরত পাবেন ৯০%