ফেসবুকের ভিডিও এমবেড করে আপনার সাইট এ নিয়ে আসুন (ছবি সহ টিউটোরিয়াল)

আসসালামুআলাইকুম।প্রিয় টেকটিউন বাসী আশা করি সবাই ভালো আছেন।এটি টেক টিউনে আমার ২য় টিউন।টেক টিউন এর প্রতি ভালোবাসা থেকে আবার অনেক দিন পর ফিরে এলাম টেক টিউনে।এখনো আমি নতুন টিউনার তাই কোনো ভুল হলে তা ক্ষমার চোখে দেখবেন।আজ আমার টিউনের বিষয় হল কি করে আপনি ফেসবুক এর ভিডিওে এমবেড কোড এর মাধ্যমে আপনার সাইট এ নিয়ে আসবেন। তোঁ শুরু কারা জাক।তবে এটি ইউটিউব বা অন্য ভিডিও শেয়ারিং সাইট এর এমবেড কোড এর চাইতে একটু আলাদা।আমরা এর আগে ইউটিউব কিংবা বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইট থেকে ভিডিও এমবেড কোড এর  মাধ্যমে আমাদের সাইট নিয়ে আসেছি।কিন্তু আমরা অনেকে জানি না ফেসবুকের ভিডিও এমবাইড কোড এর  মাধ্যমে আমাদের সাইটে নিয়ে আশা যায়। আবার শুরু করা যাক।

প্রথমে https://developers.facebook.com/docs/plugins জান।তার পর social plugins মেনু থেকে Embedded videos অপসনে click করুন।

এর পর একটি ঘর আসবে সেখানে URL of video ঘরে আপনি যে ভিডিও টির এমবেড কোড চান সেই ভিডিও url অর্থাৎ ভিডিও টির ঠিকানাটি কপি করে এনে বসিয়ে দিয়ে Enter চাপুন।

তার পর ভিডিও টি চলে আসবে।তার পর Get code অপসনে click করে চদেতি কপি করে আপনার সাইট এ বসিয়ে দিন।

এবার ভিডিও আপনার সাইট এ চলে আসবে

কোনো প্রশ্ন থাকলে আমাকে ফেসবুকে জানান।আমার ফেসবুক পেজ link

আর আমার ব্লগ http://www.mrcspace.blogspot.com

সৌজন্যেঃ-mrespace.blogspot.com

                       টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ

 

Level 1

আমি মার্যিউর রহমান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস