ফেসবুক এর ৯টি গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত টিপস ও ট্রিকস

সামাজিক যোগাযোগের
মাধ্যম হিসেবে ফেসবুক
বর্তমানে এতো বেশি
জনপ্রিয় যে এটি এখন
আমাদের দৈনন্দিন
জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে
দাঁড়িয়েছে। আমরা
ফেসবুকের প্রতি এতো
বেশিই ঝুঁকে পড়ছি যে
চাইলে পুরো একটা দিন
ফেসবুক নিয়ে মগ্ন থাকাও অসম্ভব কিছু নয়। ঘণ্টায়
ঘণ্টায় স্ট্যাটাস আপডেট
দেওয়া, বন্ধুর ছবিতে
মজাদার টিউমেন্ট করা
কিংবা কোনো অন্যায়ের
প্রতিবাদে ঝড় তোলা – কী না হচ্ছে এর মাধ্যমে !
কিন্তু অনেকেই ফেসবুকের
সবগুলো ফিচার সম্পর্কে
জ্ঞাত নয়। তাই এখানে
ফেসবুকের বেশ কিছু
গুরুত্বপূর্ণ ফিচার তুলে ধরা হলো :

১) বন্ধুর তালিকা বানানো

আপনি যদি এমন কোনো
লিখা বা ছবি টিউন করতে
চান যেটা নির্দিষ্ট কিছু
বন্ধু দেখতে পাবে, তাহলে
আপনি সেই বন্ধুদের নিয়ে
একটি তালিকা বানাতে পারেন। এর জন্যে https://www.facebook.com/bookmarks/lists এই লিঙ্কে যান আর Create
List বাটনে ক্লিক করে
পছন্দসই নাম দিয়ে
তালিকা বানিয়ে ফেলুন।
তারপর এর মধ্যে আপনার
বন্ধুদের যোগ করে নিন।

২) প্রতিটি টিউনের সময়
নির্ধারন করুন

কোনো নির্দিষ্ট সময়ে
আপনার হয়তো কিছু
টিউন করা জরুরী ছিলো
কিন্তু তাড়াহুড়ার কারণে
আপুনি তা পারেননি – যদি
এমনটি হয়ে থাকে, তবে আপনি পরবর্তীতে তা
টিউন করার ক্ষেত্রে
ইচ্ছেমতো সময়টাও সেট
করে নিতে পারেন। এর
জন্যে আপনাকে স্ট্যাটাস
বক্সের নিচে ঘড়ির আইকনটিতে ক্লিক করতে
হবে।

৩) গোপন গ্রুপ খুলুন

কাছের বন্ধুরা মিলে এমন
একটা গ্রুপ খুলতে চাইছেন
যেটা কখনো অন্য কেউ
চাইলেও দেখতে পাবে না ?
হ্যাঁ, ফেসবুক আপনাকে সেই
ফিচারের সুবিধাও দিচ্ছে। নতুন গ্রুপ খোলার সময়
প্রাইভেসি Secret করে
দিন আর বন্ধুদের এতে
যোগ করে নিন। গ্রুপের
সদস্য ছাড়া আর কেউ
আপনার গ্রুপটি খুঁজে পাবে না।

৪) পুরো ছবির অ্যালবাম
একসাথে ডাউনলোড করুন

হঠাৎ করে আপনার
কম্পিউটারের হার্ড
ড্রাইভ ফরম্যাটেড হয়ে
গেলো এবং সেই সাথে
আপনার প্রিয় সব
ছবিগুলো মুছে গেলো। ঠিক সেই মুহুর্তে আপনি
সিদ্ধান্ত নিতে পারেন যে,
আপনার ফেসবুক অ্যালবাম
থেকে পুনরায় সব ছবি
ডাউনলোড করে রাখবেন।
কিন্তু কিছু ছবি ডাউনলোড করার পর
আপনি বুঝতে পারলেন যে
এভাবে একটা একটা করে
ছবি ডাউনলোড করা
সত্যিই অনেক ঝামেলার
ব্যাপার। সমাধান চান ? PICK&ZIP আপনাকে পুরো
অ্যালবামের ছবিগুলো
একসাথে ডাউনলোড করার
সুবিধা দিচ্ছে। এর জন্যে
চলে যান http://www.picknzip.com এই ঠিকানায়।

৫) নির্দিষ্ট বন্ধুদের
সাথে চ্যাট করুন

নির্দিষ্ট কিছু বন্ধুর
সাথে চ্যাট করতে চান
অফলাইনে থেকে ? Chat
বক্স ওপেন করে ডানপাশের
Options আইকনে ক্লিক
করে সেট করে নিন কার কার সাথে আপনি অনলাইনে
থাকতে চান কিংবা কার
কার সাথে অফলাইনে
থাকতে চান।

৬) উলটা ফন্টে স্ট্যাটাস
আপডেট করুন

ছবির মতো করে
উলটাভাবে স্ট্যাটাস
আপডেট করতে চান ? চলে
যান http://www.fliptext.org এই ঠিকানায় আর দেখুন যাদু !

৭) বিরক্তিকর অ্যাপস
ইনভাইটেশন বন্ধ করুন

ফেসবুকে এমন ইউজার খুঁজে
পেতে কষ্ট হবে যিনি কি
না তার বন্ধুদের কাছ থেকে
কখনও কোনো গেমস
কিংবা কোনো অ্যাপস এর
ইনভাইটেশন পাননি। মাঝে মাঝে এই ব্যাপারটা বড়ই
যন্ত্রণাদায়ক হয়ে উঠে।
এর থেকে নিস্তার পেতে
চাইলে কী
করবেন ? https://www.facebook.com/settings?tab=blocking এই ঠিকানায় চলে যান আর
ঠিক করে নিন কে কে
আপনাকে আর কখনো
ইনভাইটেশন পাঠাতে পারবে
না। আপনি চাইলে
অ্যাপসটাও ব্লক করে রাখতে পারেন।

৮) ডিভাইস নেইম
পরিবর্তন করুন

আপনার বন্ধুদের কেউ কেউ
স্ট্যাটাস দিচ্ছে যার পাশে
লিখা থাকছে via iOS কিংবা
via Windows Phone কিংবা
এমন আরও অনেক কিছু।
এসব দেখে আপনি ঈর্ষান্বিত ? তাহলে আর
দেরি কেনো ? আপনিও
স্ট্যাটাস আপডেট দিন
ডিভাইস নেইম পরিবর্তন
করে। এর জন্যে আপনাকে
যেতে হবে http://fbstatusvia.com এই ঠিকানায়।

৯) চিরতরে ফেসবুক
অ্যাকাউন্ট ডিলিট করুন

মাঝে মাঝে কিছু সঙ্গত
কারণে ফেসবুক অ্যাকাউন্ট
ডি-অ্যাক্টিভ করে রাখার
প্রয়োজন হয়। এর জন্যে https://
http://www.facebook.com/deactivate.php এই ঠিকানায় গিয়ে আপনার
অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভ
করে রাখতে পারেন।
যতোক্ষণ আপনার
অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভ
আছে, ততোক্ষণ আপনাকে কেউ ফেসবুকে খুঁজে পাবে না
। আপনি চাইলে আবারও
ইউজার নেইম/ইমেল ও
পাসওয়ার্ড দিয়ে লগ-ইন
করে ফেসবুকে ফিরে আসতে
পারেন। আপনি যদি চান ফেসবুক নির্দিষ্ট
কিছুদিন পর
অটোম্যাটিক্যালি
আপনার অ্যাকাউন্ট রি-
অ্যাক্টিভ করে দিক,
তাহলে Auto reactivate বক্সে ক্লিক করে কতো
দিন পর রি-অ্যাক্টিভেশন
চান তা বাছাই করে নিন।

আপনি কি চাইছেন আপনার
অ্যাকাউন্টটি চিরতরে
ডিলিট করে দিতে ? চলে
যান http://www.facebook.com/help/delete_account এই ঠিকানায়। Delete My
Account বাটনে ক্লিক
করুন। ফেসবুক আপনাকে
জানিয়ে দিবে আপনার
অ্যাকাউন্ট ডিলিট হতে
কতোদিন সময় লাগবে।

Level 2

আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

onek valo laglo bhaia thank u so much.

আপনার বন্ধুদের কেউ কেউ
স্ট্যাটাস দিচ্ছে যার পাশে
লিখা থাকছে via iOS কিংবা
via Windows Phone কিংবা
এমন আরও অনেক কিছু।
এসব দেখে আপনি ঈর্ষান্বিত ? তাহলে আর
দেরি কেনো ? আপনিও
স্ট্যাটাস আপডেট দিন
ডিভাইস নেইম পরিবর্তন
করে। এর জন্যে আপনাকে
যেতে হবে http://fbstatusvia.com এই ঠিকানায়। <<<<<<< ei thikana te jeye device select kore thn ki korte hobe? thik mto bujtecina……….any kew jodi bujhiye diten??????

অনেক ভাল লাগল টিউন টা, ধন্যবাদ ভাই 😀 😀

লিমন@ ভাই আপনি লিংক এ গিয়ে দেখেন অনেক লোগো আছে আপনি ইচ্ছে মত যেকোন একটা সিলেক্ট করেন আর দেখেন ফেসবুক status box চলে আসছে then আপনি নিজের মত status দেন আর দেখেন via যেইটা সিলেক্ট করবেন অইটাই show করবে