এখন থেকে Facebook Group এ যুক্ত করা যাবে “Sell Somthing” ফিচার।

আসসালামু আলাইকুম, মোবারক মাহে রমজানে অভিনন্দন আজকের টিউনে। মানুষ সামাজিক জীব তাই Social Community আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। Social Communication এর জন্য আমরা Facebook কে গনহারে ব্যবহার করছি। তাহলে জানা উচিত বর্তমানে এটি আপনার জন্য কি সুবিধা তৈরি করেছে। Facebook Sell Feature .

Facebook এর Group ব্যবহারকারীদের জন্য Sell Feature ব্যবহারের অনুমতি দিয়েছে। যেখানে একজন গ্রুপ মেম্বার যেকোন টাইপের Physical Product ক্রয় বা বিক্রয় করতে পারবে। Sell Feature যুক্ত করেছে Available ও  Sold অপশন। ব্যবহারকারী মেম্বার সেখানে আরো যুক্ত করতে পারবে Product Description, Prize, Delivery and Meet Up  Details

Facebook ইতোমধ্যে আরো দুটি Action যুক্ত করেছে Buy এবং Sell। দীর্ঘদিন এদুটি অপশন বন্ধও ছিল অতপর ডিসেম্বরের দিকে আবার চালু করা হয়। তবে সেগুলো এতটা ব্যবহার উপযোগী ছিলনা। Facebook Sell Feature এ একজন গ্রুপ মেম্বার সরাসরি Buy এবং Sell করতে পারবে। এতে করে Facebook একটি Social Communication Site হয়েও বেশ Professional দের আড্ডা মাতিয়ে তুলবে।

এবার আসি আসলে এটি কিভাবে Active করবেন সে বিষয়ে। খুব সাভাবিকভাবে আপনি Sell Feature এর জন্য নির্ধারিত Form এ আপনার গ্রুপটি Nominate করে আবেদন করুন। আর অপেক্ষা করুন Approval এর।

আমি গতকাল আমার গ্রুপে টেস্ট করার জন্য তাদের  Form এ আবেদন করি। আমাকে এক সপ্তাহ অপেক্ষা করতে বলা হয়েছে। সে হিসেবে বুঝা যায় Feature টি এখনও নাগাদ Testing Mode এ রয়েছে।

একান্ত না বুঝে আসলে আমার Blog এ দেখে আসতে পারেব।

Level 0

আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোবাইল দিয়ে কি ভাবে করব ভাই?

forum er link ta dan

গুড টিউন