ফেসবুক ফ্যান পেজে অটো লাইক নেয়ার ১০০% কার্যকারী বাংলা ভিডিও টিউটোরিয়াল। মিস করবেন কি?

ফেসবুক স্ট্যাটাস / ফটোতে অটো লাইক নেয়ার বাংলা ভিডিও টিউটোরিয়ালটি ইউটিউবে আপলোড দেয়ার পর থেকে আজ পর্যন্ত বিপুল পরিমাণ সাড়া পেয়েছি। 😎 এখন পর্যন্ত ফেসবুক অটো লাইকের প্রথম পর্বের ভিডিও টিউটোরিয়ালটি ইউটিউবে প্রায় ১৭ হাজারের বেশী ভিউ হয়েছে। যা আমার জন্য অনেক বড় পাওয়া। 🙂 ওই ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা অনেকেই অনুরোধ করেছেন ফেসবুক ফ্যান পেজে অটো লাইক নেয়ার টিউটোরিয়ালও যেন শেয়ার করি। কিন্তু অতঃপর আমার এইচএসসি পরীক্ষার কারণে আমি প্রায় হারিয়েই যাই। ব্লগে পর্যন্ত লেখালেখি করতে পারিনি। আবার এখন পরীক্ষা শেষ হয়েও আমি সময় পাচ্ছিনা ভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতির জন্য। তবুও আজ সামান্য সময় করে বানিয়ে ফেললাম ফেসবুক পেজে অটো লাইক নেয়ার বাংলা ভিডিও টিউটোরিয়াল। প্রথম টিউটোরিয়ালটি আপলোড করেই আমি বুঝতে পেরেছি ফেসবুক অটো লাইক শিখতে মানুষের মাঝে কি ব্যাপক পরিমাণ আগ্রহ উদ্দীপনা! কিন্তু একটি কথাই বলার আছে, এরকম অনেক টপিক আছে যেগুলো প্রয়োগ করা উচিৎ না। তবে শিখে রাখতে পারেন! ফেসবুক অটো লাইকও তেমনি এক টপিক। আমি এর আগে ফেসবুক অটো লাইকের ক্ষতিকারক দিক গুলো নিয়ে টিউন লিখেছি। তারপরই কিন্তু ফেসবুক অটো লাইকের টিউটোরিয়াল গুলো শেয়ার করেছি! এতে করে আপনাকে বুঝে নিতে হবে আপনাকে আমি শুধু শেখানোর উদ্দেশ্যেই অটো লাইকের টিউটোরিয়ালগুলো শেয়ার করছি। এছাড়া ভিডিওতেও কমপক্ষে চার-পাঁচ বার উল্লেখ করেছি যে ফেসবুক অটো লাইক নেয়া ঠিক না। কারণ অটো লাইকের কারণে ফেসবুক আইডি বেশীরভাগ সময় নস্ট হয়ে যায়। আর তাই সেই ঝুঁকি আপনাকেই নিতে হবে 😉

 

ফেসবুক ফ্যান পেজে অটো বাংলা ভিডিও টিউটোরিয়াল

যাই হোক, শুধুমাত্র আপনাদের শেখানোর উদ্দেশ্যে আজ নিয়ে এলাম ফেসবুক ফ্যান পেজে অটো লাইক নেয়ার বাংলা ভিডিও টিউটোরিয়াল। আশা করছি, আপনি সহজেই শিখে নিতে পারবেন কিভাবে ফেসবুক পেজে আনলিমিটেড অটো লাইক নেয়া যায় সম্পূর্ণ ফ্রিতে! তবে আজকের টিউটোরিয়াল দেখার আগে আপনাকে নিম্নোক্ত কিছু দিক নির্দেশনা মানতে হবেঃ
  • আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখার পূর্বে ফেসবুক অটো লাইক টিউটোরিয়ালের প্রথম পর্বটি অবশ্যই দেখে নিতে হবে। কারণ পূর্বের ভিডিওতে অটো লাইক সম্পর্কে বিস্তারিত এবং কিছু স্টেপ আছে যেগুলো আজকের টিউটোরিয়ালে উল্লেখ হয়নি। তাই বোঝার সুবিধার্থে আপনাকে অবশ্যই ➡ ফেসবুক অটো লাইক (প্রথম পর্ব) ভিডিও টিউটোরিয়াল -টি দেখে নিতে হবে।
  • ফেসবুক অটো লাইকের জন্য অবশ্যই ফেইক আইডি ব্যবহার করবেন নিরাপত্তার জন্য। নিজের আসল ফেসবুক আইডি ইউজ করে লাইক নিতে গিয়ে পরবর্তীতে আইডি ব্যান হওয়া সংক্রান্ত কোন ঝামেলা হলে আমি দায়ী থাকব না।
তবে চলুন, আজ দেখে নেই ➡ ফেসবুক ফ্যান পেজে অটো লাইক নেয়ার সম্পূর্ণ বাংলা ভিডিও টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই অনুপ্রেরণামূলক টিউমেন্ট করবেন, কোন বিষয় না বুঝলে জিজ্ঞাসা করবেন আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে ধরিয়ে দিয়ে গঠনমূলক টিউমেন্ট করবেন। এছাড়াও আপনারা কি কি বিষয়ে শিখতে আগ্রহী এবং কি কি বিষয়ে ভিডিও টিউটোরিয়াল চান তাও জানাতে ভুলবেন না। আর আমার টিউটোরিয়ালগুলো যদি নূন্যতমও ভালো লেগে থাকে তবে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ


আমাকে পেতে পারেন...

বাংলা ব্লগ | ফেসবুক প্রোফাইল | ফেসবুক পেজ | টুইটার | গুগল প্লাস ভেরিফাইড পেজ | ইউটিউব

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মারুফ এইটা তো তোমার আগে আমিই দিয়েছি

    শুধু আপনি কেন? অনেকেই তো দিছে। তো প্রব্লেম কি ভাই? আমি কি আপনার কথা কপি করছি নাকি?

      আমার টা তুমি কপি করবা কেন ? বাট এক কথা বার বার বলা কি ভালো ? তুমি এর চেয়েও ভালো টিউন করার ক্ষমতা রাখো

        কোন এক টপিকসে গুগলে সার্চ করলে তো মিনিমাম হাজার খানেক পোস্ট পাওয়া যায়। সবাই একই টপিকসে কথা বলে। জাস্ট ভিন্নভাবে বলে। প্রত্যেকেই সেটা করে। আমিও সেরকমই। ধন্যবাদ টিউমেন্টের জন্য। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে সরি 🙁

মারুফ এইটা একটা বাজে টিউন, কারন auto like গুলু কিছু দিন পরে কমে যায়, সবাই unlike করে দেয়, পারলে নতুন কিছু দেন ভাই…….!!

    আমি বৃথা ভাই। আপনার কথাটাই ভিডিওতে আমি কমপক্ষে চার পাঁচবার বলছি। তারপরেও আপনি ঘুরে ফিরে একই কথা বলছেন। সম্ভবত আপনি ভিডিও না দেখেই কমেন্ট করলেন। কষ্ট পেলাম 🙁 আমার একটা বৈশিষ্ট্য আছে, বাজে টিউন করলেও আমি সেটা স্বীকার করি কিংবা আগেই বলে দেই। আপনি কি আসলেই ভিডিওটি দেখেছেন?

ভাই আপনার ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে ১০০% কার্যকর । কিন্তু আসলে তেমন কাজের না । ১ সপ্তায় ১০০০ লাইক নিলে পরের সপ্তায় সেই আগের মত হয়ে যায় ।

    😛 সরি। একদম আগের মতো হয়না। কিছু লাইক তো টিকেই! তবে আমি কিন্তু ভিডিওতে কোন কিছুই গোপন রাখিনি। যা বলার ক্লিয়ার করে বলেছি। লাইক ড্রপ হয় সেটাও বলেছি। অটো লাইক নেয়া ঠিক না সেটাও জানিয়েছি।

অকাজের, তবে দেখলাম

কে আগে দিল ,আর কে পরে দিল সেটা বাদ দিলে ।ভিডিও টিউটোরিয়ালটা অসাধারন হয়ছে। শুভ কামনা মারুফের জন্য।মারুফ আসলেই বস ।

    ধন্য হইলাম। এইতো একজন কে পেলাম যে আমার এই অকাজের টিউটোরিয়ালটাও অন্তত ভালোভাবে পছন্দ করছে। ধন্যবাদ ভাই। আপনাদের অনুপ্রেরণামূলক কমেন্টগুলো সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। কৃতজ্ঞ থাকব আপনাদের প্রতি।

ধন্যবাদ ভাইয়া কাজ হয়েছে 🙂 ।

    সার্থক হলাম। আপনার কাজ হয়েছে। ধন্যবাদ আপনাকেও সময় নস্ট করে আমার টিউটোরিয়াল দেখার জন্য।

ভাই কাজ হয় সেইটা আগেই যানি, কিন্তু লাইক গুলু ড্রপ হয়ে যায় & sorry আগের কমেন্ট এর জন্ন্য

    লাইক ড্রপের কথাও আমি টিউটোরিয়ালে বলে দিয়েছি। আগে এই প্রব্লেম টা খুব একটা ছিল না। কিন্তু বর্তমানে লাইক ড্রপ প্রব্লেমটা মারাত্মক। অনেক বেশী পরিমাণ লাইক ধপ করে কমে যায়। একারণে অনেকের লাইক বিজনেস অফ হয়ে গেছে।

ভাই আমার একটা problem solve করে দেন, টেকটিউন এ আমি কারো পোস্ট এ কমেন্ট করলে সেই পোস্ট এ আবার কেউ কমেন্ট করলে নোটিফিকেশন আসে? আমিত খুজে পাইনা

    আমিও একি সমস্যায় ভুগছি 🙁

    এটা শুধু আপনার একার প্রব্লেম না। সবারই। টেকটিউনসের নতুন ভার্সনের কাজ করছে। তাই হয়ত এমন সমস্যা হচ্ছে। আমিও নোটিফিকেশন পাইনা।

প্রযুক্তি ভাই আসেন ২জনে গলায় ধরে কান্না করি 😛 😛 😛

ভালোই লাগলো। যদিও জানতাম। তবে বিস্তারিত শুনে সতর্ক হলাম। থ্যাংকস।

    ধন্যবাদ ভাই। শুধু শেখার জন্যই শেয়ার করেছি। আর অটো লাইক ইউজ না করাই শ্রেয়।

আইডি ব্লক হও্যার ভয় আছে ?

ভাই, আমি তো ট্রাই করলাম। এই লেখাটা দেখা যাচ্ছে। please help me……………..
// Maintenance. \\

OUR SITE IS NOT READY YET…

মারুফ ভাই এখন কী ফেসবুক অটো লাইক বন্ধ করে দিছে ?