ফেইসবুক পেইজে এক ক্লিকে সকল বন্ধুদের কাছে Invite পাঠান। (শতভাগ কার্যকরি)

ফেইসবুক পেইজে এক ক্লিকে সকল বন্ধুদের কাছে Invite পাঠান। (শতভাগ কার্যকরি)

All Friends invite in facebook page 2015
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি অতি দরকারি ট্রিকস। এই ট্রিকসটি কাজে লাগবে তাদেরই যারা ফেইসবুক পেইজচালান। যারা Facebook Page চালান তাদের অনেক সময় অনেক ফ্রেন্ড বা ফ্রেন্ডলিষ্টের সবাইকে দাওয়াত (Invite) পাঠাতে হয়। কিন্তু ফেইসবুকের নিয়ম অনুযায়ী সবাইকে এক সাথে পাঠানো যায় না।
তাই আপনাদের জন্য নিয়ে আসলাম এই ট্রিকসটি। এই কাজে লাগিয়ে আপনি আপনার ফ্রেন্ডলিষ্টের সকল বন্ধুদের কাছে একসাথে দাওয়াত পাঠাতে পারবেন। এতে আপনার কোন সমস্যা হবে না। তাছাড়া গত কয়েকদিন আগে ফেইসবুক গ্রুপে সকল বন্ধুদের একসাথে এড করার জন্য আরেকটি ট্রিকস টিউন করেছিলাম।
তাহলে চলুন কাজ শুধু করা যাক। কিভাবে আপনি সবাইকে একসাথে ইনভাইট পাঠাবেন তা সকলের সুবিধার্থে স্কীনশর্ট সহ দিয়ে দিচ্ছি। আপনি এই ট্রিকস কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। গুগল ক্রোম এবং ফায়ারফক্স এই দুটি ব্রাউজার ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
১| প্রথমে আপনি যে পেইজের দাওয়াত পাঠাবেন সেই পেইজে যান। তারপর Invite Friends এ ক্লিক করুন।

২| তারপর আপনার কী-বোর্ডের Ctrl+Shift+J এ তিনটি বাটন একসাথে চাপুন। তার নিচের কোডটি কপি করে পেষ্ট করে ইন্টার চাপুন।

var inputs = document.getElementsByClassName('uiButton _1sm');  
for(var i=0; i<inputs.length;i++) {  
    inputs[i].click();}
এখন কিছুক্ষন সময় অপেক্ষা করুন। তারপর দেখবেন সবার কাছে Invite Send হয়ে গেছে।
ধন্যবাদ সবাইকে এতোক্ষন সাথে থাকার জন্য। টিউনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন।
এটি প্রথম প্রকাশ হয় এখানে  আর টেকটিউনস এ আগে কেউ টিউন করে থাকলে ক্ষমা করে দিবেন। 😐
আমার ব্লগটি ঘুরে আসুন নেটওয়ার্ক পয়েন্ট

Level 0

আমি মহিবুর রহমান রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am simple but wants to be unsimple by my activity


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vua Post. Ekhon ar Build Audience nai

ধন্যবাদ ভাইয়েরা কমেন্ট করার জন্য। এটা অনেক আগের স্ক্রিনশট দেওয়া। আর আপনারা InVite এ গিয়ে যখন ফ্রেন্ডস দের নাম দেখাবে তখন ই Ctrl+Shift+J চাপবেন।