ফেসবুক আমাদের নিত্যদিনের সঙ্গী। এর মাধ্যমে আমরা আমাদের ফটো বা ভিডিও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারি। কিন্তু ফেসবুকে মোবাইল থেকে ভিডিও আপলোড করার কোনো অপশন নেই। Mark Zuckerberg মোবাইলে ফেইসবুক ইউজারদের এই অপশন থেকে বঞ্ছিত রেখেছেন। তবে অনেকেই অনেক ভাবে ফোন দিয়ে ভিডিও আপলোড করেন। কেউ কেউ সফল হন আবার কেউ হন না। এন্ড্রয়েড ইউজাররা ফেসবুক এপ দিয়ে ভিডিও আপলোড করতে পারলেও অন্যান্য ইউজাররা তা পারে না। তাই আমার টিউন আজ এই বিষয়েই।
আজ আমি আপনাদের সাথে খুব ছোট একটি software শেয়ার করছি, যা আপনি সহজেই পছন্দের সব ভিডিও ফাইল গুলো আপলোড করতে পারবেন মোবাইল থেকে। এছাড়াও এটি সকলের জন্যই খুবই দরকারি একটি সফটওয়্যার।
যা করতে হবে:-
প্রথমে software টি ডাউনলোড করেন।
• Download
তার পর সফটওয়্যার টা open করুন > Facebook connect ক্লিক করেন >> এখন একটি উইনন্ডো আসবে, ডানদিকে উপরে Install ক্লিক করেন >>> Confirm হলে Exit দিন।
এইবার CHOOSE VIDEO > (C/E) DRIVE CLICK > যে ভিডিও আপনি আপলোড করতে চান action ক্লিক, Description And Tittle পূরন করেন। আপনাকে এগুলো অবশ্যই পূরণ করতে হবে।
Cick To Finish…………
ব্যাস কাজ শেষ। কিছুক্ষণের মধ্যেই আপনার ভিডিও আপলোড হয়ে যাবে।
টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত। ধন্যবাদ।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগ থেকে। ব্লগ লিংকঃ http://www.alokkroyblog.cf
ভিডিও ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি ফেসবুকে। টুইটারে
আমি অলক রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thnx bro