ডিফল্টভাবে ফেসবুক এর ব্যাকগ্রাউন্ড থাকে সাদা। অনেকেই হয়ত এই সাদা ব্যাকগ্রউন্ড দেখে দেখে বিরক্ত।
চাইলে কিছুটা পরিবর্তন আনতে পারেন এতে।
আপনি যদি রঙ্গিন মনের মানুষ হন, তবে ফেসবুক ওয়ালকে সাজিয়ে নিতে পারেন নানান রঙে।
যেমন ধরুন, প্রকৃতির সবুজ বা শরতের নীল আকাশ আপনার খুব পছন্দ,কিংবা মেয়ে হলে পিংক স্বাভাবতই আপনার প্রিয়।
তো ফেসবুক ওয়ালকেও পছন্দের রঙে রাঙিয়ে নিতে পারেন।কিংবা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন আপনার প্রিয় তারকা বা খেলোয়াড় এর ছবি।
এর জন্য আপনাকে নিচের স্টেপ গুলো অনুসরন করতে হবে।
১।
FIREFOX ব্যবহারকারি হলেঃ
১। প্রথমে এই লিঙ্ক থেকে"STYLISH" addon টা ফায়ারফক্স এ অ্যাড করুন এবং ইন্সটল হলে ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করুন।
1.Addons
2.ADDon
২। নিচের লিঙ্ক থেকে খুঁজে খুঁজে পছন্দের থিম ইন্সটল করুন
1.Theme
2.
এখানে আমার পছন্দের কিছু থিমের লিঙ্ক দিলামঃ এইখানে
ব্লু থিমঃ
http://userstyles.org/styles/11922/facebook-dark-shiny-blue-transparency
গ্রীন থিমঃ
http://userstyles.org/styles/76104/green-facebook
রেইনবো থিমঃ
http://userstyles.org/styles/43399/fb-light-rainbow
পিংক থিমঃ
http://userstyles.org/styles/26493/facebook-pink
http://userstyles.org/styles/84212/facebook-background-generator-pink
একসাথে অনেকগুলো থিম ইন্সটল করলে একটা হিজিবিজি অবস্থার সৃষ্টি হবে।
তাই যেকোনো একটি ব্যবহার করতে হবে।
এজন্য প্রথমে
FIREFOX>ADDONS>User Styles
or
Tools>ADDONS>User Styles
or
SHIFT+CTRL+A
এখান থেকে যেকোন একটি enable করুন।
2.
GOOGLE CHROME ব্যবহারকারি হলে
১। নিচের লিঙ্কে গিয়ে ADD TO CHROME এ ক্লিক করে এক্সটেনশন টি গুগল ক্রমে যোগ করে নিন।
https://chrome.google.com/webstore/detail/facebook-themes-facebook/phejagnmddcjhjblnacgmejghffmhjfp?hl=en
২।নিচের লিঙ্ক থেকে যেকোন একটি থিম যোগ করুন (APPLY THEME)
http://ftg.funnerapps.com/facebook/all-themes/
ব্যস, শেষ।
এখন ফেসবুক ওপেন করুন আর উপভোগ করুন রঙ্গিন ফেসবুক।
আমি বিশ্বনাথ কর্মকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।