এক নজরে ফেইজবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের খুঁটিনাটি

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই?

আশাকরি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহ্‌র রহমতে ভালই আছি।

টেকটিউনসে আমার চতুর্থ টিউন নিয়ে হাজির হলাম (যদিও আমার একটি টিউন বিনা কারনে পেন্ডিং আছে)

যাই হোক কথা না বাড়িয়ে সরাসরি টিউন শুরুকরছি।

আপনারা হয়তো টিউন এর টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের টিউনের বিষয়।
জ্বীঁ হ্যাঁ আজকের টিউন বহুল আলোচিত ফেইজবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে নিয়ে।

মার্ক জুকারবার্গকে নিয়ে আমাদের তরুণ সমাজের আগ্রহের কমতি নেই, তিনি অনেকের আইডলও বটে।
আজকের টিউনে তাই মার্ক জুকারবার্গ এর জীবনী নিয়ে আলোচনা করে আপনাদের তার ব্যক্তিজীবন সম্পর্কে কিছুটা ধারনা দেয়ার চেষ্টা করছি।

মার্ক ও তার পরিবারঃ

মার্ক ১৯৮৪ সালের ১৪ই মে নিউইয়র্ক এর হোয়াইট প্লাইন্স এ জন্মগ্রহণ করেন। তার বাবা এডওয়ার্ড জুকারবার্গ একজন ডেন্টিস্ট এবং মা কারেন জুকারবার্গ একজন মানুষিক রোগের চিকিৎসক। মার্ক এবং তার তিন বোন নিউইয়র্ক এর হার্ডসন নদীর তীরে ডবস ফেরি নামক জায়গায় বেড়েওঠে। জুকারবার্গ পরিবারটি একটি ইহুদি পরিবার। তবে মার্ক জুকারবার্গ একজন নাস্তিক হিসেবে নিজেকে স্বীকৃত করেছেন।

মার্কের শিক্ষাজীবনঃ

মার্ক জুকারবার্গ Ardsley হাই স্কুলে পড়াশোনা করেন, এবং তারপর Phillips Exeter Academy তে স্থানান্তরিত হন। তিনি শাস্ত্রীয় গবেষণা এবং বিজ্ঞানে পারদর্শী ছিলেন।উচ্চ বিদ্যালয়ের পড়াশুনা শেষ করেই  ফরাসি, হিব্রু, ল্যাটিন, এবং প্রাচীন গ্রিক পড়তে ও লিখতে পারদর্শী হন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কলেজ এর দ্বিতীয় বর্ষে মার্ক তার বান্ধবী এবং সম্ভাব্য ভবিষ্যত স্ত্রী মেডিকেল এর ছাত্রী Priscilla Chan এর দেখা পান। ২০১০ সালের সেপ্টেম্বর থেকে মার্ক এবং চ্যান একসঙ্গে বসবাস শুরু করেন। মার্ক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশুনা করেছেন।

মার্কের আবিষ্কার ও কর্মজীবনঃ 

মার্ক জুকারবার্গ হচ্ছেন একজন কম্পিউটার প্রোগ্রামার। মার্ক উচ্চ বিদ্যালয়ে প্রবেশের পূর্বেই কম্পিউটার ব্যবহার করে সফটওয়্যার তৈরি করা শুরু করেন। তার পিতা তাকে ১৯৯০ সালের দিকে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিক্ষা দেন। তার পিতা এডওয়ার্ড জুকারবার্গ তার পুত্রের শেখার জন্য সর্বদা উৎসাহ জুগিয়েছেন এবং এমনকি তার ছেলেকে ব্যক্তিগতভাবে শিক্ষা দিতে সফটওয়্যার ডেভেলপার ডেভিড নিউম্যানকে নিয়োগ দিয়েছিলেন। উচ্চ বিদ্যালয়ে থাকাকালিন মার্ক কম্পিউটার প্রোগ্রামিংএর একটি স্নাতক কোর্সে ভর্তি হন এবং একটি সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করেন যার নাম দেন ZuckNet। এই ZuckNet ব্যবহার করে মার্ক তার বাসার কম্পিউটারের সাথে তার বাবার ডেন্টাল অফিসের কম্পিউটারগুলোকে যোগসূত্র স্থাপনের মাধ্যমে যোগাযোগ করতেন।  তরুণ জুকারবার্গ Synapse Media Player নামক একটি মিউজিক প্লেয়ার তৈরি করেন যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীর শোনার অভ্যাস শিখতে শুরু করে। মাইক্রোসফট এবং Aol উভয় কোম্পানিই ঐ Synapse সফটওয়্যারটি কিনতে চায় এবং মার্ককে তাদের সাথে কাজ করতে বলে, কিন্তু মার্ক তাদের সাথে না গিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ২০০২ সালের সেপ্টেম্বর মাসে যোগ দেয়। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন CourseMatch নামক একটি প্রোগ্রাম লেখেন যা ব্যবহারকারীদের অন্যান্য ছাত্রদের পছন্দের উপর ভিত্তি করে বর্গ নির্বাচনের সিদ্ধান্ত গ্রহনে সাহায্য করে।  হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মার্ক একটি ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক এর সহকারী প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে বিশ্বের দরবারে  প্রতিষ্ঠিত করেন।

এর পরে মার্ককে আর কখনো পিছনে তাকাতে হয়নি, তিনি আজ সবার মুখে মুখে। এর পরের ইতিহাস সকলেরই যানা, তাই আর কিছু লিখলাম না।

আশাকরি আজকের টিউনটি আপনাদের ভালো লেগেছে। ফিডব্যাক জানাতে পারেন টিউমেন্টে অথবা যোগাযোগ করতে পারেন ফেইজবুকে।

পরবর্তী টিউনের অপেক্ষায় থাকার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

লেখাটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে

>>>>ফেইসবুক এ আমি<<<<

Level 0

আমি সালমান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস