সবাইকে আমার সালাম জানিয়ে টেকটিউনস এ আমার প্রথম টিউন শুরু করতেছি। সর্বপ্রথমে টেকটিউনস কে ধন্যবাদ জানাই রেজিস্ট্রেশন খুলে দেওয়ার জন্য, কয়েকদিন ধরেই ভাবছি কিছু লিখবো বলে কিন্তু সময় হয়ে উঠতে ছিল না, আজ লেখেই ফেললাম।
আজ আমি আপনাদের সাথে যেই টিপস টি শেয়ার করবো তার মাধ্যমে আপনি আপনার ফেসবুক এর স্ট্যাটাস কিংবা ফটোতে ইচ্ছামত লাইক বসিয়ে বন্ধুদের সাথে মজা নিতে পারবেন। বিশ্বাস নাহলে নিচের ফটোটা দেখুন।
চলুন তাহলে শুরু করা যাক, প্রথমে মজিলা ব্রাউজারে firebug নামের add on টি download করে নিন এখান থেকে, তারপর ইন্সটল দিন, এখন ফেসবুক এর যেকোনো টিউন বা ফটো তে নিচের ছবির মত জায়গায় মাউস এর ডান বাটন ক্লিক করে Inspect element with firebug এ ক্লিক করুন।
তারপর নিচের ছবির মত 1 চিহ্নিত স্থানে আপনার ইচ্ছা মত সংখ্যা (ধরুন আমি 2,00,669 দিলাম) বসিয়ে 2 চিহ্নিত স্থানে ক্লিক করে ক্লোজ করে দিন।
হয়ে গেল আপনার কাজ, এখন এইটার একটা স্ক্রীন শট নিয়ে আপনার বন্ধুকে পাঠিয়ে মজা লুটেন।
😉 বুঝতে সমস্যা হলে ভিডিও টি দেখুন 🙄
বি.দ্র. এইভাবে করলে আপনার ব্রাউজারেই শুধু লাইক শো করবে এর জন্য আপনাকে স্ক্রীন শট দিয়েই অন্যকে দেখিয়ে মজা নিতে পারবেন।
কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারন টিটি তে এইটাই আমার প্রথম টিউন, ১৫ তারিখে আমার পরিক্ষার ফলাফল দিবে দুয়া করবেন জাতে ভাল করতে পারি, এবং আশা করি পরবর্তীতে নতুন কিছু নিয়ে আসবো।
-ধন্যবাদ
আমি সাইদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মজা না নিয়ে অটোলাইক নিলেই তো হয় ।