ফেসবুক পেজে বা ইবেন্টে সব ফ্রেন্ডকে এক ক্লিকে invite করুন। একদম সহজ সরল উপায়।

আমি ফেসবুক তেমন একটা চালায় না। তবে মাঝেমধ্যে বন্ধুদের খোজ খবর নেওয়ার জন্য আস যাওয়া হয়।  🙂

কয়েক দিন আগে আমার কয়েক জন ফ্রেন্ড মিলে একটা ফেসবুক পেজ খুলেছে। দেখলাম এই পেজে আমাকেও এডমিন দেওয়া হয়েছে। বন্ধুরা ফোন করে বললো সব ফ্রেন্ড দের invite করে দে। অবশেষে invite করা শুরু করলাম। ১০০/১৫০ করে হাপিয়ে গেলাম। তখনো আরে 900+ ফ্রেন্ড বাকি ছিল।  আর কোন উপায় না পেয়ে খোজা খুজি করে সব ফ্রেন্ডকে এক ক্লিকে ইনবাইট করার উপায় পেলাম। আমার ভালই লাগল তাই আপনাদের সাথে শেয়ার করতে ভুললাম না।  😛

কাজের কথায় আসি।

১. প্রথমে আপনার পিসিতে যেকোন ব্রাউজার ওপেন করুন। এরপর ব্রাউজারের Add-ons স্টোরে যান।

২. স্টোরে গিয়ে সার্চ করুন “facebook invite all ”।

ডাইরেক্ট লিঙ্ক::

অপেরা ব্রাউজারের জন্য
গুগল ক্রোম এর জন্য

নিচের ছবির মত। (আমি অপেরা ব্রাউজার ব্যবহার করেছি  )

৩. এবার এটার উপর ক্লিক করে নিচের ছবির মতো ইনস্টল করুন।

ইনস্টল দেওয়ার পর আপনার ব্রাউজারে কোন পরিবর্ত আসবে না।

৪. এবার আপনি আপনার ফেসবুক ওপেন করে আপনার পেজ বা event  এ গিয়ে যেখান থেকে invite করতে হয় সেখানে যান।

৫. Invite জায়গায় গেলে ব্রাউজারের এড্রেস বারে নিচের ছবির মতো একটি প্লাজ চিহ্ন দেখবেন। ওটাতে ক্লিক করুন। (গুগল ক্রোমে প্লাস চিহ্ন’র পরিবর্তে ঠিক চিহ্ন দেখাবে)

এবার অপেক্ষা করুন। এবার আপনা আপনি সব গুলো ইনবাইট হয়ে যাবে।

 

আশা করি কাজে আসবে। সবাইকে ধন্যবাদ। :mrgreen:

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যারা জানে না, তাদের অনেক কাজে আসবে। very helpful post

thank u bhaia… accha javascript diye kore oi code ta ki apnar kache ache.

Bro এইটা দিয়ে কি গ্রুপ মেম্বার অ্যাড করা যাবে