আপনি কি ফেসবুক পিসিতে ব্যবহার করেন? বন্ধুদের ভয়েস মেসেজ পাঠাতে পারেন না?

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশাকরি ভালই আছেন। শিরোনাম দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। যারা মোবাইলে ফেসবুক ব্যবহার করেন তারা ভয়েস মেসেজ পাঠাতে পারেন। কিন্তু পিসিতে স্বাভাবিক ভাবে ভয়েস মেসেজ পাঠানো যায় না। আমি দেখাবো কিভাবে গুগল ত্রেুামতে ব্যবহার করবেন।

কাজের শুরুতে ত্রেুামতে একটি Extension ইনস্টল করতে হবে। এটি হল Facetalk: send Facebook voice message এখানে ক্লিক করে ইনস্টল করে নেন।

  • Add to Chrome এ ক্লিক করুন। নিচের মতো আসবে।

  • এবার Add এ ক্লিক করুন। নিচের মতো আসবে।

  • Password এর ঘরে আপনার ফেসবুক Password দিয়ে Log in এ ক্লিক করেন। নিচের মতো আসবে।

  • আপনার মোবাইলে একটি কোড যাবে ঐ কোড টা Password এর ঘরে দিয়ে আবার Log in এ ক্লিক করেন।

  • এবার Browser ওপেন কার এই টেবটা কেটে দেন।

  • এখন আপনাকে পিসিতে দুইটা সফটয়ার ইনষ্টল করতে হবে। সফটয়ার দুইটার লিংক নিচে দিলাম।
  1. Facetalk's host app installer
  2. Visual C++ 2010 Redistributable Package
  • সফটয়ার দুইটা ডাইনলোড করে ইনষ্টল করে নেন। এবার গুগল ত্রেুাম রির্স্টাট দেন।
  • এবার আপনার ফেসবুকে লগইন করে যেকোন বন্ধুকে মেসেজ পাঠানোর জন্য ক্লিক করুন নিচের মতো দেখতে পাবেন।

  • এবার ঐখানে ক্লিক করেন, নিচের মতো দেখতে পাবেন।

  • দেখবেন Time যাচ্ছে এবার আপনার মেসেজ বলে Send এ ক্লিক করুন। আপনার কাজ শেষ এবার পিসিতেই বন্ধুদের পাঠান ভয়েস মেসেজ।

টিউনটা পরার জন্য সবাইকে ধন্যবাদ। টিউনটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কোন সম্যাসা হলে টিউনমেট হয়ে জানান। নির্বাচিতটিউন এর জন্য মনোনিত করুন। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আশরাফুল ইসলাম"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

firefox er jonno kono bebostha ace?

bhaia apnar moto sob kichui korlam sob i holo voice msg o send holo, kintu sound pacchi nah.,. jetai pathacchi balnk recording hye jacche. ami microphone change kore dekhchi. uporer video option thekeo microphone er acess change kore dekhchi. tarpor blank kono sound record hocche nah but msg send hocche. play korle kono sound ni ki korbo plz bolen.

মজিলা বেগমের জন্য ইরাম কিছু নাই? মজিলারে তালাক দিয়া ক্রোমরে ঘরে তুলতে পারুম না। ছরি!

    মজিলারে তালাক দিয়া এক বার ক্রোমতে আসেন দেখেন ইনটারনেট ব্রাউজিং ডাবল স্পিড পাবেন । ক্রোমকে আর ছারতে পারবেন না ।

      @বড় ভাই: @আশরাফুল ইসলাম: মজিলারে ক্যাম্বে তালাক দিই? মজিলারে যখন বিয়া করি তখন তার বয়স ছিলো ২ (ভার্সন ২) আর আজ তার বয়স ৩৮! (ভার্সন ৩৮) এতো দিনের ঘর সংসার থুইয়া ক্রোমের পেছনে ক্যাম্বে যামু… 🙁 ইস্পিডে আমার কোন সমস্যা নাইরে ভাই প্রতি সেকেন্ডে ৭মেগা ডাউনলোডাইতারি আর ব্রাউজিং করলে কিরাম হয় তা তো বুঝতাচ্ছেন… 🙂

ফেসবুক হোস্ট আপডেট যে করা লাগে সেটা কে বলে দিবে? পোষ্ট আপডেট করুন @আশরাফুল ভাই

link kaj kre na??????????????/

thanks…..kaj hoise..

কাজ হইছে … ধন্যবাদ ভাই