আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশাকরি ভালই আছেন। শিরোনাম দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। যারা মোবাইলে ফেসবুক ব্যবহার করেন তারা ভয়েস মেসেজ পাঠাতে পারেন। কিন্তু পিসিতে স্বাভাবিক ভাবে ভয়েস মেসেজ পাঠানো যায় না। আমি দেখাবো কিভাবে গুগল ত্রেুামতে ব্যবহার করবেন।
কাজের শুরুতে ত্রেুামতে একটি Extension ইনস্টল করতে হবে। এটি হল Facetalk: send Facebook voice message এখানে ক্লিক করে ইনস্টল করে নেন।
টিউনটা পরার জন্য সবাইকে ধন্যবাদ। টিউনটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কোন সম্যাসা হলে টিউনমেট হয়ে জানান। নির্বাচিতটিউন এর জন্য মনোনিত করুন। সবাই ভালো থাকবেন।
আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আশরাফুল ইসলাম"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।
firefox er jonno kono bebostha ace?