ফেসবুকের কিছু আজব তথ্য যেগুলো শুনলে হয়ত আপনিও হাসবেন !

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আশা করছি সবাই ভালো আছেন

আজকে আপনাদের সামনে তুলে ধরব ফেসবুক নিয়ে কিছু অদ্ভুত তথ্য। পৃথিবীতে যে কত অদ্ভুত বিষয় আছে তার কিছু নমুনা আজকে আপনাদের সামনে তুলে ধরব।   তো চলুন শুরু করা যাক।

১। সংবিধান সংশোধন 

আইসল্যান্ড দেশটি তাদের সংবিধান সংশোধনের জন্য ফেসবুকের সাহায্য নিয়েছিল। ২০০৮ বা ০৯ সালের দিকে মন্দার কারনে তারা সিধান্ত নেয় যে তাদের সংবিধান নতুন করে লিখবে যার জন্য ফেসবুকের মাধ্যমে তারা পরামর্শ নেয় !

২। হ্যাকিং এর প্রচেষ্টা 

প্রতিদিন প্রায় কম করে হলেও সব দেশ মিলিয়ে প্রায় বিভিন্ন সময় ৬০০০০০ বারের মত ফেসবুকের অ্যাকাউন্ট  হ্যাকিং এর প্রচেষ্টা চালানো হয়। যার মধ্যে আছে ফিশিং,লগার,স্পুফিং  সহ আর নানা রকম মেথড  !

৩। মৃত ব্যক্তি 

ফেসবুকের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩০ মিলিওন অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্ট গুলোর মালিক বর্তমানে মৃত। তারা মারা গেলেও তাদের ফেসবুক অ্যাকাউন্ট সেভাবেই পরে আছে !

৪। সেক্স করার সময় ফেসবুক চালানো !

হ্যাঁ বিষয়টা একটু অদ্ভুত লাগলেও এটা সত্যি পৃথিবীতে প্রায় ৫% মানুষ আছেন যারা তাদের সঙ্গীর সাথে সেক্স করার সময়ও ফেসবুক চালান !

৫। লাইক এর বন্যা

প্রতি মিনিটে ফেসবুকে প্রায় ১.৮ মিলিওন লাইক করে বিভিন্ন পেজ মিলিয়ে।

৬। আনফ্রেন্ড করার মাসুল

ফেসবুকে শুধুমাত্র আনফ্রেন্ড করার জন্য প্রায় বিভিন্ন সময় মানুষ খুনের শিকার হয়েছেন ! যার মানে হল একজন মানুষ আর একজন মানুষকে মেরে ফেলেছিল শুধুমাত্র তাকে ফেসবুকে আনফ্রেন্ড করার জন্য !

৭।Prostitutes দের আসর !

ফেসবুকে যে সকল ফ্যান পেজ আছে তার মধ্যে ৮০ % ফ্যান পেজ হল বিভিন্ন দেশের Prostitutes দের !

ইনফরমেশন গুলো বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। যাই হক আজকে এখানেই শেষ করছি বিদায়।

ফেসবুকে আমি :_ শামীম ইবতেহাজ 

Level 2

আমি শামীম ইবতেহাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অসংখ্য ধন্যবাদ শামীম ভাই সুন্দর তথ্য প্রকাশ করার জন্য।

ভালো পোষ্ট চালিয়ে জান

পড়ে মজা পাইলাম

নতুন কিছু জানলাম! 🙂

ধন্যবাদ নতুন কিছু জানলাম।

ভালো লাগলো।

জানা ছিল তবে কিছু বাদে

sex korar somoy fb chalai, keda koilo. ei jorip keda korlo. vua