ফেসবুক মেসেজে Seen অপশন বন্ধ করার সহজ পদ্ধতি

ফেসবুকে দ্বন্দ্ব লাগার অন্যতম একটি ফিচার হল Seen অপশন। ধরুন বন্ধুকে মেসেজ দিয়েছেন অথচ সে শুধু মেসেজটি দেখে উত্তর না দিয়ে রেখে দিয়েছে। আর তা আপনি ফেসবুকের Seen অপশন এর মাধ্যমে জেনে গেলেন। আর ব্যাস, লেগে গেল ঝগড়া, হয়ে গেল মন মালিন্য। এরকম উদাহরণ হাতে গোনা নয়, এগুলো ঘটছে প্রায় প্রতি মুহূর্তেই। আমি নিজেও এরকম পরিস্থিতে পড়েছি। জানি আপনিও কোন না কোন সময় এরকম ঝামেলায় পড়েছেন। তাই আপনি চাইলে ফেসবুকে বিরক্তিকর এই Seen অপশন বন্ধ করে দিতে পারেন। আমি নিজেও আজ থেকে ফেসবুকে এই বিরক্তিকর Seen অপশন বন্ধ করে দিলাম সাথে শেয়ার করছি এই ছোট টিউটোরিয়ালটি আপনাদের সাথেও। আপনিও চাইলে খুব সহজেই আপনার ফেসবুকে Seen অপশন বন্ধ করে দিতে পারেন। আমি যে টিউটোরিয়ালটি শেয়ার করছি তা শুধুমাত্র মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজারের জন্য উপযোগী।
ফেসবুক মেসেজে Seen অপশন বন্ধ করার সহজ পদ্ধতি

ফায়ারফক্সে Seen বন্ধ করার পদ্ধতিঃ

  • প্রথমে BISHANATH ক্লিক করে Unseen নামের অ্যাডঅনটি আপনার ফায়ারফক্স ব্রাউজারে যথা নিয়মে ইন্সটল করুন।
  • ব্যাস এখন থেকে আপনি কারো ফেসবুক মেসেজ দেখে থাকলে সে কখনই জানতে পারবেনা যে আপনি তাঁর মেসেজ ইতিমধ্যে দেখে ফেলেছেন।
  • আর আপনি যদি এই Seen অপশনটি আবার চালু করতে চান তাহলে মজিলা ফায়ারসক্সের  Tools > Add-ons > Extentions মেন্যু থেকে Unseen নামের অ্যাডঅনটি Disable করে দিন।

গুগল ক্রোম ব্রাউজারে Seen বন্ধ করার পদ্ধতিঃ

  • আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে BISHANATH.BKK ক্লিক করুন এবং FB unseen নামের অ্যাড অন ইন্সটল দিন
  • এবারেও আপনার কাজ শেষ। আপনার ফেসবুক মেসেজ আর কেউ Seen অপশন দেখতে পারবেনা।
  • আর এই অপশন আবার চালু করার জন্য ব্রাউজারে নতুন একটি আইকন দেখতে পারবেন সেটার মাধ্যমে করতে পারবেন।
আজ এখানেই শেষ করছি। আশা করছি, এই ছোট ট্রিকস আপনার ভালো লাগবে। আপনার ভালো লাগা মন্দ লাগা জানাবেন। ধন্যবাদ।
এটি পূর্বে এখানে দেয়া হয়

Level 0

আমি বিশ্বনাথ কর্মকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো। ধন্যবাদ।

Android এ কোনো ব্যবস্থা আছে?

এন্ড্রয়ডের জন্য কোন উপায় ?

অনেক দরকারি একটি পোস্ট। আমি কি এটা আমার ব্লগ বা ফেসবুকে শেয়ার করতে পারি??

ধন্যবাদ ভাই

কাজের জিনিস , ধন্যবাদ ভাইয়া ।

সবতো PC TIPS!!! আমরা মোবাইল ব্যবহারকারীরা কী করবো??

Google Crome এর লিংক তো কাজ করছেনা।