সবাই সবাই কেমন আছেন? টেকটিউন এ এটা আমার প্রথম টিউন।আজকাল ফেইসবুক চালান না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। র ফেইসবুক চালান অথচ নিজের গ্রুপ নেই এমন মানুষ ও খুব কম আসেন। কিন্তু কখন ও কি ভেবেসেন জ আপনার গ্রুপ এর নাম যদি না থাকত অথাৎ নামহীন গ্রুপ হতো। হা এটা সম্ভাব এবং আজ আমি আপনাদের এ বিসয় নিয়া আলোচনা করব.
আপনারা হয়ত অনেকেই নামহীন আইডি খুলেছেন তবে আজ আমি দেখাবো কিভাবে নামহীন গ্রুপ খুলতে হয় . যা হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
১.প্রথমে আপনার ফেইসবুকে লগইন করুন।
২. এবার Create a Group যান।
৩. এখন নিচের কোড টি কপি করুন এবং আপনার ফেইসবুক গ্রুপ নাম বসান। কোড তা হিডেন করা তাই কপি করতে সিলেক্ট করে কীবোর্ড এর Ctrl+C চাপুন
᠌ ᠌᠌᠌᠌᠌
৪. কিসু ফ্রেন্ড এড করুন।
৫. Create এ ক্লিক করুন।
৬. আইকন পছন্দ করুন।
৭. হয়ে গেল আপনার নামহীন ফেইসবুক গ্রুপ।
কোনো সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না আর আমি বাংলা ভালো লিকতে পারি না তাই ভুল হতে ক্ষমা করবেন
আজকের মতো বিদায় . সবাই ভালো থাকবেন . দেখা হবে আগাবি পর্বে নতুন কিছু নিয়ে।
আমি অষ্টম শ্রেণীতে পড়ি সামনে আমার পরীক্ষা আমার জন্য দুয়া করবেন
[a href="fb.me/ruhfayed.sakib"]ফেইসবুক এ আমি [/a]
আমি রুহফায়েদ সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Code ti copy na kore apni [Alt] click+hold kore 255 chapen tahole e hobe