ফিরে পান আপনার ফেইসবুক থেকে ডিলিট করা ম্যাসেজ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আমরা সারাদিনের অনেকটা সময় ই ফেবু তে কাটাই কিন্তু অনেক এ ই জানি না ফেবুতে কি কি আছে।আজ যা বলবো তা ভালো খারাপ দুই কাজেই লাগানো যায়।কিন্তু খারাপ দিকটা বলছি না।কারন নিষিদ্ধ বস্তুর প্রতি আমাদের আকর্ষণ বেশি।যারা বুঝার এম্নেই বুঝে নিবেন।।

তাহলে শুরু করি।ভালো দিক গুলা হলো আপনি হইতো কুনো ম্যসেজ ডিলিট করে দিছেন তা আবার কিভাবে আনবেন।আবার মনে করেন আপনার মোবাইল এর কন্টাক্ট নাম্বার ডিলিট হয়ে গেছে বা কোন ভাবে হারিয়ে ফেলেছেন কিভাবে আনবেন?

ফেসবুক এ প্রথম আইডি খুলার সময় বা ফেবু ব্রাউজার দিয়ে প্রথম ঢুকার সময় আপনার কন্টাক্ট লিস্ট এর কারা কারা ফেবু ইউস করে বা তাদের ইনভাইট করতে বলে এইসময় আপনি যখন ইয়েস দেন তখন আপনার সব নাম্বার আপনার ফেবু আর্কাইভ এ জমা হয়ে যায়।ঠিক ডিলিট করা ম্যাসেজ ও জমা হয়ে থাকে।এখন জানব কিভাবে আর্কাইভ থেকে ডাউনলোড করবো।

এজন্য আপনার দরকার হবে পিসি।পিসি তে আপনার আইডিতে লগিন করার পর সেটিং এ যান। (ছবিঃ১ ও ২)

তারপর ডাউনলোড এ কপি তে ক্লিক করুন। (ছবিঃ৩)

এখন আপনাকে দেখাবে Download My Archive   এখানে ক্লিক করুন ।কিছুক্ষন অপেক্ষা করুন।

Download Archive আসলে ক্লিক করুন আপনার পাসওার্ড দিতে বলবে দিন।সাথে সাথে ডাউনলোড শুরু হবে।

এটা জিপ ফাইল এ থাকবে এক্সট্রেট করুন ব্যাস হয়ে গেলো। তারপর দেখবেন আপনার প্রফাইল্টি ডাউনলোড হয়ে গেছে।

বিঃদ্রঃ ২জি কানেলশন এ এই প্রসেসটা কমপ্লিট হতে অনেক সময় লাগবে তাই ৩জি ব্যবহার করাই বেস্ট।।

ধন্যবাদ আবার দেখা হবে।

Level 1

আমি Teachitbd Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা নির্দিষ্ট ডেটের মেসেজ ডিলিট/রিকভার করার উপায় আছে?

ধরা যাক মে ৫ থেকে মে ১০ এর মেসেজ গুলো ডিলিট করব।এমন।

না নেই। রিকভারি করার সময় আপনার সব ম্যাসেজ ই চলে আসবে।

share korar jonno dhonnobad bhaia. rekhe dilam..

welcome bro