তাই আমাদের বাঙ্গালিদের তাদের সাথে তাল মিলিয়ে চলতে হলে তারা যেভাবে প্রযুক্তির ব্যবহার করছে তা আমাদেরও করতে হবে। আর সেই ধারা অব্যাহত রাখতেই আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, এন্ডয়েটের জন্য একটি উন্নত মানের ফ্রি 'ভিপিএন'।
এটির দ্বারা আপনি প্লেস পরির্তন করে যেকোন দেশের ইন্টারনেট সংক্রান্ত সুযোগ-সুবিধা নিতে পারেন। "ভিপিএন' নিয়ে আলোচনা করলে অনেক করা যায় তবে আজ আমরা শুধু ফেসবুক ম্যাসেঞ্জারে ভিপিএন এর ব্যবহার নিয়ে আলোচনা করবো। তবে শুরু করা যাক..
- প্রথমেই আপনি Hola free VPN এ্যাপটা ডাউনলোড করে নিবেন(প্লে স্টোরে পাবেন)।
- তারপর যদি আপনার ফেসবুক ম্যাসেঞ্জার না থাকে তবে সেটাও ডাউনলোড করে নিবেন।
তারপর আপনি Hola VpN এর মধ্যে ডুকে my app অপসনটায় ক্লিক করুন। - তারপর সেখান থেকে ফেসবুক ম্যাসেঞ্জারটি সিলেক্ট করুন।
- তারপর Browsing from অপসনটি ক্লিক করে county 'United states ' বাছবেন।
- তারপর Open অপসনে চাপ দিলে ফাকা ঘরে একটা টিক চিহ্ন দিতে বলবে।
- আপনি সেখানে টিক দিয়ে ওকে বাচন চাপবেন।
মূল কাজটি শেষ।
এখন আপনি ফেসবুক ম্যাসেঞ্জারটি force stop এবং clear data মেরে সরিসরি ম্যাসেঞ্জারে ডুকে যান।
আশা করছি, অডিও এবং ভিডিও দুইটি অপসনই পেয়ে যাবেন।
ধন্যবাদ