ফেসবুক ম্যাসেঞ্জারের দ্বারা অডিও এবং ভিডিও কল করুন ফ্রিতে

আপনারা সকলেই জানেন, বাংলাদেশে ফেসবুক ম্যাসেঞ্জার কিছু দিনের জন্য অফিশিয়াল ভাবে শুধু অডিও কল অপসনটা দিলেও এখন তা আর নেই। কোন কারনে তারা সেটা অপসরণ করে নিয়েছে। কিন্তু উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই, তারা ফেসবুক ম্যাসেঞ্জারে শুধু অডিও কলই নয় বরং ভিডিও কল অপসনটা ব্যবহার করে।

তাই আমাদের বাঙ্গালিদের তাদের সাথে তাল মিলিয়ে চলতে হলে তারা যেভাবে প্রযুক্তির ব্যবহার করছে তা আমাদেরও করতে হবে। আর সেই ধারা অব্যাহত রাখতেই আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, এন্ডয়েটের জন্য একটি উন্নত মানের ফ্রি 'ভিপিএন'।

এটির দ্বারা আপনি প্লেস পরির্তন করে যেকোন দেশের ইন্টারনেট সংক্রান্ত সুযোগ-সুবিধা নিতে পারেন। "ভিপিএন' নিয়ে আলোচনা করলে অনেক করা যায় তবে আজ আমরা শুধু ফেসবুক ম্যাসেঞ্জারে ভিপিএন এর ব্যবহার নিয়ে আলোচনা করবো। তবে শুরু করা যাক..

Call
Free call on massenger
  • প্রথমেই আপনি Hola free VPN এ্যাপটা ডাউনলোড করে নিবেন(প্লে স্টোরে পাবেন)।
  • তারপর যদি আপনার ফেসবুক ম্যাসেঞ্জার না থাকে তবে সেটাও ডাউনলোড করে নিবেন।
    তারপর আপনি Hola VpN এর মধ্যে ডুকে my app অপসনটায় ক্লিক করুন।
  • তারপর সেখান থেকে ফেসবুক ম্যাসেঞ্জারটি সিলেক্ট করুন।
  • তারপর Browsing from অপসনটি ক্লিক করে county 'United states ' বাছবেন।
  • তারপর Open অপসনে চাপ দিলে ফাকা ঘরে একটা টিক চিহ্ন দিতে বলবে।
  • আপনি সেখানে টিক দিয়ে ওকে বাচন চাপবেন।

মূল কাজটি শেষ।

এখন আপনি ফেসবুক ম্যাসেঞ্জারটি force stop এবং clear data মেরে সরিসরি ম্যাসেঞ্জারে ডুকে যান।

আশা করছি, অডিও এবং ভিডিও দুইটি অপসনই পেয়ে যাবেন।

Level 0

আমি বিশ্বনাথ কর্মকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাংকস

বাংলাদেশেও নিজস্ব সোশ্যাল সাইট এবং এপ চাই

kaj kore na

Level New

jar kase call dibo takeo ki akoi vpn use korte hobe?

Eon r vpn er dorkar nai Normally call hoy…Jar massanger ace

ধন্যবাদ তোমাকে । আশা করি আরও সুন্দর টিউন করবে আগামীতে

Level 0

vpn চালু করলে ফেসবুক ম্যাসেঞ্জারের অন করলে নেট কানেট Erra দেখায়

ভাই ভিডিও কল হয়না। কি করব বলেন।
আমার ইমেইলঃ [email protected]

Level 0

দারুনতো