ফেসবুকে সতর্ক থাকুন ১০টি বিষয়ে ,নাহয় বিপদ!!

বিশ্বের এবং অবশ্যই বাংলাদেশের সোশ্যান নেটওয়াকিং সাইট হিসেবে ফেসবুক অনেক জনপ্রিয়।এ সম্পর্কে ,এর ব্যবহার সম্পর্কে আমাদের সবার জানা।তবে আমরা একটু সচেতন না হলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারি।ফেসবুক যেমন যোগাযোগের সহজ মাধ্যম তেমনি মানুষকে বোকা বানানোরও একটি সহজ উপায়।এটা দিয়ে সহজেই প্রত্যেকের দ্বারে গিয়ে তাকে বোকা বানানো সম্ভব।আজ এখানে ম্যালওয়্যার সৃষ্টিকারীদের  ব্যবহৃত ১০টি কার্যকর পদ্ধতি;যেগুলা থেকে আপনার সাবধান না থাকলেই নয়।এরকম একটা উদাহরণ হতে পারে, ফেসবুকে পপতারকা রিহানা, টেইলর
সুইফটের নামে ভুয়া কিছু লিঙ্ক দুর্বৃত্তরা প্রকাশ করে থাকে। বিনোদন প্রেমী হোক আর না হোক মানুষরা কৌতুহলী হয়ে সেই লিংকে প্রবেশ করে অর্থাৎ ক্লিক করে। তবে তারা তা জানে না যে তাদের ফাঁদে ফেলা হচ্ছে ।

অ্যান্টিভাইরাস নির্মাতাপ্রতিষ্ঠান বিটডিফেন্ডার সম্প্রতি এ বছর ফেসবুকেজনপ্রিয় ম্যালওয়্যার স্ক্যামগুলোর তালিকা প্রকাশকরেছে।বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, আপনার ফেসবুক নিউজফিডে যদি এ ধরনের কোনো লিংক দেখেন, তাতে ক্লিক করবেন না। যাঁরা এ ধরনের লিংকে ক্লিক করেন কেবল তাঁরাই ম্যালওয়্যারের কবলে পড়েন। সম্প্রতি বিটডিফেন্ডার প্রকাশিত জনপ্রিয় ১০ ফেসবুক স্ক্যাম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো

 

  •  প্রোফাইল ভিজিটরে পরিসংখ্যান: ভুয়া আপনার ফেসবুক প্রোফাইল কে কতবার দেখছেন, তা জানানোর জন্য একটি লিংক হয়তো আপনার নিউজ ফিডে দেখতে পারেন। কারা কতবার আপনার প্রোফাইল দেখছেন, সে তথ্য জানানোর জন্য
    বিজ্ঞাপন আকারে যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা সম্পূর্ণ ভুয়া। ফেসবুক এ ধরনের কোনো জিনিস অনুমোদন করে না। এ ধরনের কোনো লিংক দেখলে ক্লিক করবেন না।
  •  রং পরিবর্তন:  অবাস্তব আমি আমার ফেসবুক প্রোফাইল লাল রং করেছি! আপনি কী আপনার
    ফেসবুক প্রোফাইলের রং পরিবর্তন করতে চান। তাহলে এই লিংকে ক্লিক করুন—এ রকম ভাষায় আপনাকে একটি লিংকে ক্লিক করতে বলা হবে। ফেসবুক রং পরিবর্তনের এ ধরনের সুবিধা দেয়
    না। আপনার প্রিয় রঙে ফেসবুক সাজাবেন তা হবে না। ফেসবুক নীলই থাকবে। তাই এ ধরনেরলিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
  • রিহানার নগ্ন ভিডিওর লিংকঃ  এরকম লিংকে ক্লিক করবেন তো ফাঁসবেন।এররকম অনেক স্ক্যাম রয়েছে
    । নতুন ও পুরোনো অনেক স্ক্যাম লিংক আপনাকে বোকা বানাতে পারে। মনে রাখবেন ফেসবুকে রিহানাকে নিয়ে যত স্ক্যাম করা সব ভূয়া,অর্থাৎ ফেসবুকে রিহানার যত অশ্লীল ভিডিও আছে সব ভূয়া। নিয়ে যত লিংক পাবেন সব ভুয়া। তাই এতে ক্লিক করবেন না।
  • বিনা মূল্যে ফেসবুকের টিশার্টঃ এটা অবাস্তব ছাড়া কিছুই নয়।আজিব!! ফেসবুক আপনাকে তাদের অনুমোদন
    করা টি-শার্ট কেন দেবে? আপনাকে বোকা বানিয়ে কোনো সাইবার দুর্বৃত্তরা টি-শার্ট দেওয়ার লোভ দেখিয়ে তার স্বার্থ হাসিল করতে পারে। ফেসবুকের টি-শার্ট পেলে একমাত্র জাকারবার্গ পেতে
    পারেন। মনে রাখবেন, ফেসবুকের কোনো অনুষ্ঠানে হাজির হলেই কেবল বিনা মূল্যে টি-শার্ট পাওয়ার
    সম্ভাবনা থাকে। ফেসবুকের কোনো লিংকে ক্লিক করে এ ধরনের আশা করা ঠিক নয়।
  • নীল রংএর ফেসবুক ত্যগঃ নীল রঙ্গয়ের ফেসবুক ত্যাগ করার আশাটা বোকামি বৈকি কিছুই নয়!
    ‘সে গুডবাই টু ব্লুফেসবুক’ এমনই একটি স্ক্যাম লিংক, যা আপনাকে ফেসবুকের
    কালার পরিবর্তনের মতোই ফেসবুকের নীল রংকে বিদায় জানাতে বলে। যেহেতু ফেসবুকের রং পরিবর্তন করা যায় না, তাই এ ধরনের লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
  • বিনা মূল্যে পণ্য– আশা বাদ দিন ফেসবুকে কিছু স্ক্যাম লিংক আছে যার শিরোনাম থাকে ‘আনসিলড প্রোডাক্টস, ফ্রি গিভওয়ে’। এসব লিংকে ক্লিক করার জন্য আপনাকে প্রলোভন দেখানো হয়। মনে রাখবেন ফেসবুকে কোনো কিছুই বিনা মূল্যের নয়।একটি ভূলের জন্যও চরম মূল্য দিতে হ
  • কে আপনাকে আনফ্রেন্ড করলঃ ম্যালওয়ারের খপ্পরে পড়বেন
    ফেসবুকের কিছু স্ক্যামে দাবি করা হয়, এই লিংকে ক্লিক করল ব্যবহারকারীকে বন্ধু তালিকা থেকে
    কে সরিয়ে দিয়েছে, তা জানা যাবে। কিন্তু আসলে এ রকম লিংক ভুয়া
    এবং ম্যালওয়্যার ছড়ানোর কাজে ব্যবহার করা হয়। তাই এ লিংকে ক্লিক না করাই ভালো
  • শীর্ষ উত্ত্যক্তকারীর তালিকাঃ ভুয়া একটি স্ক্যামে দাবি করা হয়, টপ
    টেন ফেসবুক স্টকারকে জানুন। এটা ফেসবুক স্ট্যাটস প্রোগ্রামের মতোই ভুয়া একটি প্রোগ্রাম।
  • আপনার প্রোপাইল কে দেখল?: এটি আরেকটা মারাত্মক ম্যালওয়্যার!!
    আপনার প্রোফাইল আজ কে কে দেখল তা জানার আগ্রহ থাকতে পারে। আপনার এই আগ্রহকে কাজে লাগাতে তৎপর সাইবার দুর্বৃত্তরা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনার প্রোফাইল কে দেখছে, সে সুবিধা রাখেনি ফেসবুক কর্তৃপক্ষ। তাই ‘হু ভিউড ইওয়োর প্রোফাইল’ লিংকে ক্লিক করবেন না।
  •  ফেসবুকের থিম পরিবর্তনঃ ‘আমি আমার ফেসবুকের থিম বদলে ফেলেছি। এটা চমৎকার।’ কিছু লিংকে এ আকর্ষণীয় লেখা দেখতে পাবেন। কিন্তু এতে চমকের কিছু নেই। এটাতে ক্লিক করা মানে ভাইরাসের কবলে পড়ার একটি বন্দোবস্ত করা।

 

আজ অনেক কিছুই জেনেছেন নিশ্চয়ই; আশা করি সাবধানে থাকবেন। এগুলা সবই কিন্তু ফিসিং সাইট হতে পারে! তাই সচেতন থাকুন। আর আপনার বন্ধু – বান্ধব ,প্রিয়জনদেরও সাবধান করুন।

 

পোস্টি প্রথম প্রকাশিত Itprojukti.Com

Level 1

আমি মোজাম্মেল হোসেন চৌধুরি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx…