সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। যাইহোক কাজের কথায় আসি। আজের বিষয়টা আপনার সকলেই ঝুজতেই পারছেন। যাইহোক শুরু করা যাক।
নতুন নোটিফিকেশন ট্যাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষার খবর প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলকে নিশ্চিত করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। শুরুতে কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সেবা পাবেন। বিশ্বের অন্যান্য স্থানের ব্যবহারকারীদের কাছে এই সেবা পৌঁছে যাবে ক্রমান্বয়ে।
নতুন নোটিফিকেশন ট্যাব পুরো সাইট থেকে ব্যবহারকারীর সঙ্গে সংশ্লিষ্ট কনটেন্ট সংগ্রহ করে একসঙ্গে উপস্থাপন করবে বলে জানিয়েছে ফেইসবুক। এটি ঠিক কবে নাগাদ চালু করা হবে তা এখনও জানায়নি সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটি।
ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী ৮টি অংশে ভাগ করা হবে ফেইসবুকের নতুন নোটিফিকশেন ট্যাব। ওই ৮ বিভাগ হবে:
• ‘বার্থডে’
• ‘লাইফ ইভেন্টস’-- এতে বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা স্থান পাবে।
• ‘নিয়ারবাই প্লেসেস’-- কাছাকাছি তিনটি রেস্টুরেন্টের তালিকা থাকবে এই অংশে। দিনের বিভিন্ন সময়ের উপর ভিত্তি করে পরিবর্তন আসবে ‘রেস্টুরেন্ট সাজেশনে’।
• ‘ট্রেন্ডিং টপিকস’-- নিউজ ফিডে সবচেয়ে আলোচিত তিন বিষয় থাকবে ‘ট্রেন্ডিং টপিকসে’।
• ‘নিউজ শেয়ার্ড লোকালি’-- এই অংশে স্থান পাবে স্থানীয় খবরাখবরের মধ্যে সবচেয়ে জনপ্রিয়গুলো।
• ‘টুডে ইন দ্য পাস্ট’-- অতীতে লাইক বা শেয়ার দেওয়া পোস্ট, বন্ধুদের মধ্যে জনপ্রিয় পোস্ট, ছবি ইত্যাদি স্থান পাবে এই অংশে।
• ‘নিয়ারবাই ফ্রেন্ডস’-- মোবাইল থেকে ফিচারটি চালু থাকলে কাছাকাছি অবস্থান করছেন এমন বন্ধুদের উপস্থিতি জানান দেবে নতুন নোটিফিকেশন ট্যাব।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এই ধরনের তথ্য পেতে আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন।
Facebook
এই লেখাটি পড়ে অনেক ভাল লাগলো ! অনেক সুন্দর আপনার লেখার হাত! ভবিষ্যৎ আরো টিউনের জন্য অপেক্ষায় রইলাম! আপনার সোস্যাল একাউন্ট গুলো আপডেট করতে চাইলে এখানে ভিজিট করুন আমি সারাদিন এমন ভাল লেখার সন্ধানে থাকি! ভাল লেখা পড়াই আমার একমাত্র লক্ষ http://www.buyfastlike.com